অনলাইন ডেস্ক
থ্রিলার মুভির গল্পও যেন হার মানবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচের কাছে। টুর্নামেন্টে রংপুরের প্রথম হার যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই নুরুল হাসান সোহানের ম্যাজিক। কাইল মায়ার্সকে বেধড়ক পিটিয়ে বরিশালের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন সোহান। রুদ্ধশ্বাস এই জয়ের পর সামাজিক মাধ্যমেও জমে ওঠে খেলা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ২৬ রান। মায়ার্সকে রংপুর অধিনায়ক সোহান প্রথম বলে মারলেন ছক্কা,পরের দুই বলে চার। শেষ ৩ বলে ১২ রানের সমীকরণ যখন রংপুরের, বরিশাল তখন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়,‘মনুরা রেডি তো।’ ফটোকার্ডে লেখা ছিল ‘জাগো বাহে জাগো’ এবং সেখানে বরিশালের জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। এরপর সোহান শেষ তিন বলে ২ ছক্কা ও ১ চারে পাশার দান উল্টে দেন, তখন রংপুর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেওয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর।
৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহান। ৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-এই কথার সার্থকতা প্রমাণ করেছেন তিনি। ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।
এবারের বিপিএলে দু্ইবারের দেখায় দুইবারই ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে গত ২ জানুয়ারি বরিশালকে হারিয়ে ফেসবুক পেজে ফটোকার্ড বানিয়ে রসিকতা করেছিল রংপুর। রাইডার্স। পত্রিকার আদলে একটা ফটোকার্ড দিয়ে শিরোনাম দিয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!
থ্রিলার মুভির গল্পও যেন হার মানবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচের কাছে। টুর্নামেন্টে রংপুরের প্রথম হার যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই নুরুল হাসান সোহানের ম্যাজিক। কাইল মায়ার্সকে বেধড়ক পিটিয়ে বরিশালের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন সোহান। রুদ্ধশ্বাস এই জয়ের পর সামাজিক মাধ্যমেও জমে ওঠে খেলা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ২৬ রান। মায়ার্সকে রংপুর অধিনায়ক সোহান প্রথম বলে মারলেন ছক্কা,পরের দুই বলে চার। শেষ ৩ বলে ১২ রানের সমীকরণ যখন রংপুরের, বরিশাল তখন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়,‘মনুরা রেডি তো।’ ফটোকার্ডে লেখা ছিল ‘জাগো বাহে জাগো’ এবং সেখানে বরিশালের জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। এরপর সোহান শেষ তিন বলে ২ ছক্কা ও ১ চারে পাশার দান উল্টে দেন, তখন রংপুর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেওয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর।
৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহান। ৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-এই কথার সার্থকতা প্রমাণ করেছেন তিনি। ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।
এবারের বিপিএলে দু্ইবারের দেখায় দুইবারই ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে গত ২ জানুয়ারি বরিশালকে হারিয়ে ফেসবুক পেজে ফটোকার্ড বানিয়ে রসিকতা করেছিল রংপুর। রাইডার্স। পত্রিকার আদলে একটা ফটোকার্ড দিয়ে শিরোনাম দিয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
৯ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
৯ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
১১ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
১১ ঘণ্টা আগে