
মারমার, কাটকাট টি-টোয়েন্টিতে চার-ছক্কার বন্যা দেখতেই তো মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। তবে মাঝেমধ্যে এমনও অনেক ম্যাচ হয়, যেগুলোর গল্প শেষ হয়ে যায় শুরুতেই। মালয়েশিয়ার বাঙ্গি শহরের ওয়াইএসডি ইউকেএম ক্রিকেট ওভালে আজ অনুষ্ঠিত সিঙ্গাপুর-মঙ্গোলিয়া ম্যাচটা তো তেমনই। ম্যাচে হয়েছে এক বিব্রতকর রেকর্ডও।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে আজ মুখোমুখি হয়েছে সিঙ্গাপুর-মঙ্গোলিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিঙ্গাপুর অধিনায়ক মানপ্রিত সিং। সিঙ্গাপুরের বিধ্বংসী বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকা মঙ্গোলিয়া গুটিয়ে গেছে ১০ রানে। যা ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড। ১০ রানে অলআউটের বিব্রতকর রেকর্ডটি প্রথম হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারীতে কার্টাগোনায়। স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল আইল অব ম্যান।
১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই অধিনায়ক মানপ্রীতের উইকেট হারায় সিঙ্গাপুর। কিছুটা হলেও হয়তো আশঙ্কা ছিল ১০-এর কমে অলআউট হয়ে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটি সিঙ্গাপুরের নামে হওয়ার। তবে প্রথম উইকেট হারানোর পর কোনো বিপদেই পড়তে হয়নি সিঙ্গাপুরকে। ৫ বলে ১ উইকেট হারিয়ে দলটি করে ফেলে ১৩ রান। যেখানে মঙ্গোলিয়া ১০ রান করতেই খেলেছে ১০ ওভার। ম্যাচসেরা হয়েছেন সিঙ্গাপুরের লেগস্পিনার হার্শা ভরদ্বাজ। ৩ রানে নিয়েছেন ৬ উইকেট। বোলিং কোটার ৪ ওভারের পুরোটা করেছেন। মেডেন দিয়েছেন ২ ওভার।
ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা চারটি। যার তিনটিই মঙ্গোলিয়ার। প্রত্যেকটি হয়েছে এ বছর। জাপান ও হংকংয়ের বোলিং তোপে মঙ্গোলিয়া গুটিয়ে গিয়েছিল ১২ ও ১৭ রানে। যার মধ্যে জাপানের বিপক্ষে ম্যাচটি ছিল দ্বিপক্ষীয় সিরিজ। প্রথমে ব্যাটিং করে জাপান ২১৭ রান করে। ১২ রানে মঙ্গোলিয়া অলআউট হয়ে ২০৫ রানে ম্যাচটি জেতে জাপান। হংকং-মঙ্গোলিয়া ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের।
ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ৫ ম্যাচ
রান দল প্রতিপক্ষ সাল
১০ মঙ্গোলিয়া সিঙ্গাপুর ২০২৪
১০ আইল অব ম্যান স্পেন ২০২৩
১২ মঙ্গোলিয়া জাপান ২০২৪
১৭ মঙ্গোলিয়া হংকং ২০২৪
২১ তুরস্ক চেক প্রজাতন্ত্র ২০১৯

মারমার, কাটকাট টি-টোয়েন্টিতে চার-ছক্কার বন্যা দেখতেই তো মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। তবে মাঝেমধ্যে এমনও অনেক ম্যাচ হয়, যেগুলোর গল্প শেষ হয়ে যায় শুরুতেই। মালয়েশিয়ার বাঙ্গি শহরের ওয়াইএসডি ইউকেএম ক্রিকেট ওভালে আজ অনুষ্ঠিত সিঙ্গাপুর-মঙ্গোলিয়া ম্যাচটা তো তেমনই। ম্যাচে হয়েছে এক বিব্রতকর রেকর্ডও।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে আজ মুখোমুখি হয়েছে সিঙ্গাপুর-মঙ্গোলিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিঙ্গাপুর অধিনায়ক মানপ্রিত সিং। সিঙ্গাপুরের বিধ্বংসী বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকা মঙ্গোলিয়া গুটিয়ে গেছে ১০ রানে। যা ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড। ১০ রানে অলআউটের বিব্রতকর রেকর্ডটি প্রথম হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারীতে কার্টাগোনায়। স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল আইল অব ম্যান।
১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই অধিনায়ক মানপ্রীতের উইকেট হারায় সিঙ্গাপুর। কিছুটা হলেও হয়তো আশঙ্কা ছিল ১০-এর কমে অলআউট হয়ে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটি সিঙ্গাপুরের নামে হওয়ার। তবে প্রথম উইকেট হারানোর পর কোনো বিপদেই পড়তে হয়নি সিঙ্গাপুরকে। ৫ বলে ১ উইকেট হারিয়ে দলটি করে ফেলে ১৩ রান। যেখানে মঙ্গোলিয়া ১০ রান করতেই খেলেছে ১০ ওভার। ম্যাচসেরা হয়েছেন সিঙ্গাপুরের লেগস্পিনার হার্শা ভরদ্বাজ। ৩ রানে নিয়েছেন ৬ উইকেট। বোলিং কোটার ৪ ওভারের পুরোটা করেছেন। মেডেন দিয়েছেন ২ ওভার।
ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে ২০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনা চারটি। যার তিনটিই মঙ্গোলিয়ার। প্রত্যেকটি হয়েছে এ বছর। জাপান ও হংকংয়ের বোলিং তোপে মঙ্গোলিয়া গুটিয়ে গিয়েছিল ১২ ও ১৭ রানে। যার মধ্যে জাপানের বিপক্ষে ম্যাচটি ছিল দ্বিপক্ষীয় সিরিজ। প্রথমে ব্যাটিং করে জাপান ২১৭ রান করে। ১২ রানে মঙ্গোলিয়া অলআউট হয়ে ২০৫ রানে ম্যাচটি জেতে জাপান। হংকং-মঙ্গোলিয়া ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের।
ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ৫ ম্যাচ
রান দল প্রতিপক্ষ সাল
১০ মঙ্গোলিয়া সিঙ্গাপুর ২০২৪
১০ আইল অব ম্যান স্পেন ২০২৩
১২ মঙ্গোলিয়া জাপান ২০২৪
১৭ মঙ্গোলিয়া হংকং ২০২৪
২১ তুরস্ক চেক প্রজাতন্ত্র ২০১৯

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে