
সর্বশেষ দুই বিশ্বকাপে ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড, কিন্তু কোনোবারই কিউই ক্রিকেটারদের সৌভাগ্য হয়নি ট্রফিতে চুমু এঁকে দেওয়ার। এবার সেই সুযোগ পাবেন কি না, তা আজকের সেমিফাইনালে নির্ভর করছে।
ওয়াংখেড়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। অবশ্য আগে থেকেই অনুমিত ছিল, যে দলই টস জিতবে তারাই আজ ওয়াংখেড়েতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে। উইকেটের কন্ডিশন অনুযায়ী এমনটা বলা হচ্ছিল। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সেটাই প্রমাণ করলেন ভারতীয় অধিনায়কও। কেন উইলিয়ামসনের কথায়ও সেটিই প্রতিফলিত হয়েছে। টস জিতলে নিউজিল্যান্ডও ব্যাটিং করত বলে জানিয়েছেন তিনি। দুই দলই একাদশে কোনো পরিবর্তন আনেনি।
আজ ভারতকে হারাতে পারলে কিউইরা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ পাবে আগামী রোববারের ফাইনালে। সেই সঙ্গে টানা দ্বিতীয়বার ভারতকে শেষ চারে হারিয়ে টানা তৃতীয় ফাইনাল খেলার সুযোগ থাকছে নিউজিল্যান্ডের সামনে। সর্বশেষ বিশ্বকাপে ভারতকে হারিয়েই ফাইনালে খেলেছিল তারা।
তবে নিউজিল্যান্ডের জন্য জয় পাওয়া সহজ হবে না। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারত ছেড়ে কথা বলবে না। রোহিত শর্মা-বিরাট কোহলিরা চাইবেন সর্বশেষ বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে। সঙ্গে দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার আক্ষেপ ঘোচাতে। ২০১১ সালে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনো জেতা তো দূরের কথা, ফাইনালেই উঠতে পারেনি তারা।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।
নিউজিল্যান্ডের একাদশ:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।

সর্বশেষ দুই বিশ্বকাপে ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড, কিন্তু কোনোবারই কিউই ক্রিকেটারদের সৌভাগ্য হয়নি ট্রফিতে চুমু এঁকে দেওয়ার। এবার সেই সুযোগ পাবেন কি না, তা আজকের সেমিফাইনালে নির্ভর করছে।
ওয়াংখেড়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা। অবশ্য আগে থেকেই অনুমিত ছিল, যে দলই টস জিতবে তারাই আজ ওয়াংখেড়েতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে। উইকেটের কন্ডিশন অনুযায়ী এমনটা বলা হচ্ছিল। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সেটাই প্রমাণ করলেন ভারতীয় অধিনায়কও। কেন উইলিয়ামসনের কথায়ও সেটিই প্রতিফলিত হয়েছে। টস জিতলে নিউজিল্যান্ডও ব্যাটিং করত বলে জানিয়েছেন তিনি। দুই দলই একাদশে কোনো পরিবর্তন আনেনি।
আজ ভারতকে হারাতে পারলে কিউইরা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ পাবে আগামী রোববারের ফাইনালে। সেই সঙ্গে টানা দ্বিতীয়বার ভারতকে শেষ চারে হারিয়ে টানা তৃতীয় ফাইনাল খেলার সুযোগ থাকছে নিউজিল্যান্ডের সামনে। সর্বশেষ বিশ্বকাপে ভারতকে হারিয়েই ফাইনালে খেলেছিল তারা।
তবে নিউজিল্যান্ডের জন্য জয় পাওয়া সহজ হবে না। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় ভারত ছেড়ে কথা বলবে না। রোহিত শর্মা-বিরাট কোহলিরা চাইবেন সর্বশেষ বিশ্বকাপে হারের প্রতিশোধ নিতে। সঙ্গে দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার আক্ষেপ ঘোচাতে। ২০১১ সালে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনো জেতা তো দূরের কথা, ফাইনালেই উঠতে পারেনি তারা।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।
নিউজিল্যান্ডের একাদশ:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২১ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৪৩ মিনিট আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে