
আনামুল হক বিজয়কে ‘ভাগ্যবান’ বললেও হয়তো তা কমই হয়ে যাবে। ২০২৩ বিশ্বকাপের বাংলাদেশের ১৫ সদস্যের দলে সুযোগ পাওয়া তো দূরে থাক, বিবেচনাতেও তিনি ছিলেন না। অবশেষে শেষ মুহূর্তে সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন বিজয়।
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন সাকিব। তাতে বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের বিশ্বকাপই শেষ হয়েছে। সাকিবের পরিবর্তে বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন বিজয়। আইসিসি ২০২৩ বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়েই বিজয়কে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নভেম্বর বিশ্বকাপের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো একাদশে সুযোগ পেয়েও যেতে পারেন বিজয়।
আইসিসি ২০২৩ বিশ্বকাপের টেকনিক্যাল কমিটিতে আছেন ওয়াসিম খান, ক্রিস টেটলি, হেমাং আমিন, গৌরব সাক্সেনা, রাসেল আর্নল্ড, সাইমন ডুল। যার মধ্যে আর্নোল্ড, ডুল হচ্ছেন স্বাধীন প্রতিনিধি। ইভেন্টের প্রধান হচ্ছেন টেটলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে আছেন। বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার পদে আছেন সাক্সেনা। ওয়াসিমও আছেন আইসিসির জেনারেল ম্যানেজার পদে।
এর আগে ২০২৩ এশিয়া কাপেও ভাগ্যক্রমে সুযোগ পেয়ে যান বিজয়। লিটন দাস অসুস্থ থাকায় তাঁর (লিটন) পরিবর্তে খেলতে গিয়েছিলেন বিজয়। এখন পর্যন্ত ৪৫ ওয়ানডে খেলেছেন বিজয়। ২৯.৯৫ গড় ও ৭৩.৯১ স্ট্রাইক রেটে করেছেন ১২৫৮ রান। ওয়ানডেতে ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেন বাংলাদেশের এই ব্যাটার।

আনামুল হক বিজয়কে ‘ভাগ্যবান’ বললেও হয়তো তা কমই হয়ে যাবে। ২০২৩ বিশ্বকাপের বাংলাদেশের ১৫ সদস্যের দলে সুযোগ পাওয়া তো দূরে থাক, বিবেচনাতেও তিনি ছিলেন না। অবশেষে শেষ মুহূর্তে সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন বিজয়।
শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছেন সাকিব। তাতে বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের বিশ্বকাপই শেষ হয়েছে। সাকিবের পরিবর্তে বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন বিজয়। আইসিসি ২০২৩ বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়েই বিজয়কে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ নভেম্বর বিশ্বকাপের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো একাদশে সুযোগ পেয়েও যেতে পারেন বিজয়।
আইসিসি ২০২৩ বিশ্বকাপের টেকনিক্যাল কমিটিতে আছেন ওয়াসিম খান, ক্রিস টেটলি, হেমাং আমিন, গৌরব সাক্সেনা, রাসেল আর্নল্ড, সাইমন ডুল। যার মধ্যে আর্নোল্ড, ডুল হচ্ছেন স্বাধীন প্রতিনিধি। ইভেন্টের প্রধান হচ্ছেন টেটলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হিসেবে আছেন। বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার পদে আছেন সাক্সেনা। ওয়াসিমও আছেন আইসিসির জেনারেল ম্যানেজার পদে।
এর আগে ২০২৩ এশিয়া কাপেও ভাগ্যক্রমে সুযোগ পেয়ে যান বিজয়। লিটন দাস অসুস্থ থাকায় তাঁর (লিটন) পরিবর্তে খেলতে গিয়েছিলেন বিজয়। এখন পর্যন্ত ৪৫ ওয়ানডে খেলেছেন বিজয়। ২৯.৯৫ গড় ও ৭৩.৯১ স্ট্রাইক রেটে করেছেন ১২৫৮ রান। ওয়ানডেতে ৩ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেন বাংলাদেশের এই ব্যাটার।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে