ক্রীড়া ডেস্ক
কী দারুণ ছন্দেই না ছিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও দাপট দেখিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল। পিএসজির মাঠে প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনাও জাগিয়ে রেখেছিল। কিন্তু ফিরতে লেগে নিজেদের মাঠ অ্যানফিল্ডেই খেই হারালেন মোহাম্মদ সালহরা। প্রথম লেগের শেষদিকে হার্ভি এলিয়টের গোলে জিতেছিল লিভারপুল। ফিরতি লেগের শুরুতে উসমান দেম্বেলের লক্ষ্যভেদে সমতা টানল পিএসজি। তারপর লড়াইয়ের ফয়সালার হলো টাইব্রেকারে।
পেনাল্টি শুট আউটে সেখানে নায়ক বনে গেলেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। অসাধারণ দক্ষতায় তিনি আটকে দিলেন অলরেডদের দুটি শট। এতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিসিয়ানরা। আর শেষ ষোলো থেকে বিদায় নিল লিভারপুল। দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় ছিল। টাইব্রেকারে ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা।
১২০ মিনিটের ম্যাচে অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহ শুরু থেকেই উজ্জীবিত ছিলেন। প্যারিসে ছিলেন অনেকটা খোলস বন্দী। নিজেদের মাঠে অতিথিদের রক্ষণ দেয়াল ভেঙে ম্যাচের প্রথম ছয় মিনিটেই পরিষ্কার দুটি সুযোগ পেয়ে যান, যদিও একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি মিশরের এই তারকা ফুটবলার। পরের চার মিনিটে গোলে আরও দুটি শট নেয় লিভারপুল। এরপরই দারুণ এক পাল্টা আক্রমণে, স্বাগতিক রক্ষণের ছোট এক ভুলের অ্যানফিল্ড স্তব্ধ করে দেন দেম্বেলে।
ম্যাচের ১২ মিনিটে মাঝমাঠে বল পেয়ে দেম্বেলে ডান দিকে ব্র্যাডলি বার্কোলাকে বাড়িয়ে দ্রুত এগিয়ে যান ডি-বক্সে, সতীর্থের উদ্দেশ্যে ফিরতি পাস দেন বার্কোলা। স্বাগতিক ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে বলের কাছে আগেভাগে পৌঁছালেও ক্লিয়ার করতে পারেননি। গোলরক্ষক আলিসন বেকারের পাশ দিয়ে বল চলে যায় গোলমুখে, আর সবার বাধা এড়িয়ে ছোট্ট টোকায় কাজ সারেন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। তারপর আর প্রত্যাবর্তন করতে পারেনি লিভারপুল।
কী দারুণ ছন্দেই না ছিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো চ্যাম্পিয়নস লিগেও দাপট দেখিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল। পিএসজির মাঠে প্রথম লেগ জিতে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনাও জাগিয়ে রেখেছিল। কিন্তু ফিরতে লেগে নিজেদের মাঠ অ্যানফিল্ডেই খেই হারালেন মোহাম্মদ সালহরা। প্রথম লেগের শেষদিকে হার্ভি এলিয়টের গোলে জিতেছিল লিভারপুল। ফিরতি লেগের শুরুতে উসমান দেম্বেলের লক্ষ্যভেদে সমতা টানল পিএসজি। তারপর লড়াইয়ের ফয়সালার হলো টাইব্রেকারে।
পেনাল্টি শুট আউটে সেখানে নায়ক বনে গেলেন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। অসাধারণ দক্ষতায় তিনি আটকে দিলেন অলরেডদের দুটি শট। এতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিসিয়ানরা। আর শেষ ষোলো থেকে বিদায় নিল লিভারপুল। দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় ছিল। টাইব্রেকারে ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা।
১২০ মিনিটের ম্যাচে অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহ শুরু থেকেই উজ্জীবিত ছিলেন। প্যারিসে ছিলেন অনেকটা খোলস বন্দী। নিজেদের মাঠে অতিথিদের রক্ষণ দেয়াল ভেঙে ম্যাচের প্রথম ছয় মিনিটেই পরিষ্কার দুটি সুযোগ পেয়ে যান, যদিও একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি মিশরের এই তারকা ফুটবলার। পরের চার মিনিটে গোলে আরও দুটি শট নেয় লিভারপুল। এরপরই দারুণ এক পাল্টা আক্রমণে, স্বাগতিক রক্ষণের ছোট এক ভুলের অ্যানফিল্ড স্তব্ধ করে দেন দেম্বেলে।
ম্যাচের ১২ মিনিটে মাঝমাঠে বল পেয়ে দেম্বেলে ডান দিকে ব্র্যাডলি বার্কোলাকে বাড়িয়ে দ্রুত এগিয়ে যান ডি-বক্সে, সতীর্থের উদ্দেশ্যে ফিরতি পাস দেন বার্কোলা। স্বাগতিক ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে বলের কাছে আগেভাগে পৌঁছালেও ক্লিয়ার করতে পারেননি। গোলরক্ষক আলিসন বেকারের পাশ দিয়ে বল চলে যায় গোলমুখে, আর সবার বাধা এড়িয়ে ছোট্ট টোকায় কাজ সারেন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। তারপর আর প্রত্যাবর্তন করতে পারেনি লিভারপুল।
বাংলাদেশের ক্রিকেটারদের ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে যেন ‘প্রিয় প্রতিপক্ষ’। বাংলাদেশের ক্রিকেট যখনই ব্যর্থতার বৃত্তে আটকে পড়ে, তখনই ‘বিপদের বন্ধু’ হিসেবে আবির্ভূত হয় জিম্বাবুয়ের। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতার অভাব নেই। কদিন আগেই...
৮ ঘণ্টা আগেগতবারের মতো এবারও শীতকালীন অলিম্পিক গেমসের ফ্লোরবল ইভেন্টে স্বর্ণ জিতল বাংলাদেশ নারী দল। ইতালির তুরিনে আজ ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে ইউক্রেনকে হারিয়েছে তারা। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন ময়মনসিংহের নান্দাইলের মেয়ে অধিনায়ক স্বর্ণা, মাদারীপুরের মেয়ে ফাতেমা আর পাবনার মেয়ে...
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি খেলে আসার পর বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। তাই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শুরুর কয়েক ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে আজ ফিরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বল হাতে আগুন...
১১ ঘণ্টা আগেবলাবলি হচ্ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত ঠিকই ভারতীয় সিনেমায় নাম লেখালেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টার পোস্ট করে মুক্তির তারিখ জানালেন তিনি।
১২ ঘণ্টা আগে