Ajker Patrika

১৭ বছর আগে দেশের জন্য সাকিবকে উৎসর্গ করেছেন তিনি

আপডেট : ১৯ জুন ২০২৩, ১৫: ৩৪
১৭ বছর আগে দেশের জন্য সাকিবকে উৎসর্গ করেছেন তিনি

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সাকিব আল হাসানের প্রায় ১৭ বছর হতে চলল। গতকাল বাবা দিবসের দিন এই কথাই যেন আবার মনে করালেন সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা। 

বাবা দিবস উপলক্ষে গতকাল ঢাকার গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল গর্বিত বাবা ফাউন্ডেশন। দ্বিতীয়বারের মতো আয়োজন করা এই অনুষ্ঠানে ২৫ জনকে গর্বিত বাবার পুরস্কার দেওয়া হয়। পুরস্কার পাওয়া ২৫ জনের একজন হলেন মাশরুর রেজা। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেকের পরই তাঁকে দেশের জন্য উৎসর্গ করা হয়েছে বলে জানান রেজা। ২০০৬-এর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে বাংলাদেশের জার্সিতে সাকিবের ক্যারিয়ার শুরু হয়। রেজা বলেন, ‘আমার সন্তান হিসেবে আমি গর্ববোধ করি। কিন্তু এই গর্বটা আমার জন্য নয়। আমি চাই আমার ছেলে যা করছে, তার জন্য পুরো দেশ গর্ব করুক। যখন সে জাতীয় দলে সুযোগ পেয়েছিল, তখন তাকে বলেছিলাম, দেশের জন্য আমি তোমাকে উৎসর্গ করলাম। দেশের জন্য তাকে যেহেতু আমি উৎসর্গ করেছি, তাহলে দেশ কীভাবে রাখবে আর সে কীভাবে থাকবে, তা দেশের ব্যাপার।’ 

ফুটবলে সাকিব ক্যারিয়ার গড়বেন এমনটাই ছিল বাবা রেজার চাওয়া। তবে সাকিবের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরের ক্যারিয়ারে অনেক রেকর্ড নিজের নামে গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত