Ajker Patrika

ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ার হাতছানি পাকিস্তানের

ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ার হাতছানি পাকিস্তানের

রাওয়ালপিন্ডির মতো মুলতানে দ্বিতীয় টেস্টেও সমানে সমানে লড়ছে পাকিস্তান, ইংল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার হাতছানি রয়েছে পাকিস্তানের সামনে। ৩৫৫ রানের লক্ষ্যে ব্যাটিং করা পাকিস্তানের জয়ের জন্য দরকার ১৫৭ রান। এখনও স্বাগতিকদের হাতে আছে দুই দিন। 

৫ উইকেটে ২০২ রানে দ্বিতীয় ইনিংসে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। ৫৪ রান যোগ করে আজ ষষ্ঠ উইকেট হারায় ইংলিশরা। ৪১ রান করা বেন স্টোকসের উইকেট নেন মোহাম্মদ নওয়াজ। তাতে ষষ্ঠ উইকেটে স্টোকস-হ্যারি ব্রুকের ১০১ রানের পার্টনারশিপ ভেঙে যায়। এরপর ১৯ রান যোগ করতে ইংল্যান্ড হারায় শেষ চার উইকেট। সর্বোচ্চ ১০৮ রান করেন ব্রুক, যা তাঁর টেস্ট ক্যারিয়ার দ্বিতীয় সেঞ্চুরি। ২৭৫ রানে অলআউট হলে ইংল্যান্ড লিড পায় ৩৫৪ রানের। আবরার আহমেদ এই ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। অভিষেক টেস্টে ১১ উইকেট নিলেন পাকিস্তানের এই লেগস্পিনার। 

৩৫৫ রানের লক্ষ্যে নামা পাকিস্তানের ওপেনিংয়ে ৬৬ রানের জুটি গড়েন আব্দুল্লাহ শফিক-মোহাম্মদ রিজওয়ান। ৩০ রান করা রিজওয়ানকে বোল্ড করে এই জুটি ভাঙেন জেমস অ্যান্ডারসন। এরপর বাবর আজমকে বোল্ড করেন ওলি রবিনসন। পাকিস্তানি অধিনায়ক করেন মাত্র ১ রান। আব্দুল্লাহ শফিকের উইকেট মার্ক উড তুলে নিলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৮৩ রান। 

তিন উইকেট পড়ার পর ব্যাটিং করতে নামেন ইমাম-উল-হক। চতুর্থ উইকেটে সৌদ শাকিলের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন এই বাঁহাতি ব্যাটার। লিচের বলে ইমাম আউট হলে ভেঙে যায় এই শতরানের জুটি। ৬০ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার। ৪ উইকেটে ১৯৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকেরা। শাকিল অপরাজিত আছেন ৫৪ রান করে এবং ফাহিম আশরাফ ৩ রান করে দিনের খেলা শেষ করেছেন। ১টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, রবিনসন, লিচ, উড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত