
শক্তির বিচারে এখন যে কেউ বাংলাদেশকে এগিয়ে রাখবে শ্রীলঙ্কার চেয়ে। বিশেষ করে ওয়ানডেতে। একদিনের ক্রিকেটে বলতে গেলে বাংলাদেশ এখন ‘পরাশক্তি’। এশিয়া কাপেও সেই শক্তি দেখাতে চান সাকিব আল হাসানরা।
আগামীকাল ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচের আগে চক কষছে দুই দলই। তবে আজ সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, অলরাউন্ড ক্রিকেটই খেলতে চান তাঁরা।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচের আগে অবশ্য শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের পেসারদের। অথচ গতবার টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপের আগে বলতে গেলে কথার তোপ দাগিয়েছিলেন বাংলাদেশের দিকে।
এই ম্যাচে আগে দুই দলের একটা জায়গায় বেশ মিল। চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না তারা। হয়তো কৌশলের আশ্রয় নিতে ভোল পাল্টাচ্ছেন শানাকা। সংবাদ সম্মেলনে বেশ প্রশংসায় করলেন বাংলাদেশি পেসারদের, ‘বাংলাদেশের ওয়ার্ল্ড ক্লাস পেসার আছে। আমরা এখানে যা বলি তা নিয়ে অনেক কানাঘুষা হয়। গতবার আমি খারাপ কিছু বলতে চাইনি। কিন্তু আমার বক্তব্য ভাইরাল হয়ে যায়। আমাদের অবশ্যই শ্রদ্ধা আছে তাদের প্রতি। আপনি কথাটাকে কীভাবে নিচ্ছেন তার ওপর নির্ভর করে।’
লড়াইয়ের আগে এই কথা বলে শানাকা এবার যেন আগেভাগেই উত্তেজনায় জল ঢেলেছেন। গত এশিয়া কাপে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে কথা বলে উত্তেজনা তৈরি করেছিলেন তিনি। জানিয়েছিলেন, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের আর কোনো বিশ্বমানের বোলার নেই। তবে এবার বেশ কয়েকজন খেলোয়াড়কে হারানোয় গলায় নরম সুর লঙ্কান অধিনায়কের, ‘চোটের ওপর আমাদের হাত নেই। চোটের কারণে এতজন দলে থাকছে না, এটা দুর্ভাগ্যজনক। তারপরও আমরা ভালো দল, অভিজ্ঞ দল। আশা করছি দলটা ভালোই করবে। গতবারও আমরা আন্ডারডগ ছিলাম, কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমরা আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচটা হেরেছিলাম। আমরা একদমই চাপে নেই। আরও একটা এশিয়া কাপের জন্য আমরা মুখিয়ে আছি।’
গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচামরার ম্যাচের আগে দাসুন শানাকার মন্তব্যের জবাব দিতে গিয়ে বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন যা বলেছিলেন, সেটিও তুমুল আলোচিত হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমাদের দুই বোলার, তাই তো? আমি বলব তাদের দলে সেটাও নেই। যেখানে বাংলাদেশের দুজন আছে, এটা তো ভালো।’
গতবার গতবার অনভিজ্ঞ দল নিয়ে ভারত-পাকিস্তানের মতো পরাশক্তিকে হারিয়ে এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। চোটজর্জর হলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ঘরের মাটিতে হওয়ায় নিজেদের দলকে এগিয়ে রাখছেন শানাকা, ‘আমরা নিজেদের মাঠে খেলব, তাই হোম এডভান্টেজ আমাদের সাথে আছে। তবে নির্দিষ্ট দিনে কে কেমন করছে তার ওপর নির্ভর করছে। আমরা ভালো দল, আমার ছেলেদের নিয়েও আমি আত্মবিশ্বাসী। আমরা এমন একটি দল যারা সব দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।’

শক্তির বিচারে এখন যে কেউ বাংলাদেশকে এগিয়ে রাখবে শ্রীলঙ্কার চেয়ে। বিশেষ করে ওয়ানডেতে। একদিনের ক্রিকেটে বলতে গেলে বাংলাদেশ এখন ‘পরাশক্তি’। এশিয়া কাপেও সেই শক্তি দেখাতে চান সাকিব আল হাসানরা।
আগামীকাল ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচের আগে চক কষছে দুই দলই। তবে আজ সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, অলরাউন্ড ক্রিকেটই খেলতে চান তাঁরা।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচের আগে অবশ্য শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের পেসারদের। অথচ গতবার টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপের আগে বলতে গেলে কথার তোপ দাগিয়েছিলেন বাংলাদেশের দিকে।
এই ম্যাচে আগে দুই দলের একটা জায়গায় বেশ মিল। চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না তারা। হয়তো কৌশলের আশ্রয় নিতে ভোল পাল্টাচ্ছেন শানাকা। সংবাদ সম্মেলনে বেশ প্রশংসায় করলেন বাংলাদেশি পেসারদের, ‘বাংলাদেশের ওয়ার্ল্ড ক্লাস পেসার আছে। আমরা এখানে যা বলি তা নিয়ে অনেক কানাঘুষা হয়। গতবার আমি খারাপ কিছু বলতে চাইনি। কিন্তু আমার বক্তব্য ভাইরাল হয়ে যায়। আমাদের অবশ্যই শ্রদ্ধা আছে তাদের প্রতি। আপনি কথাটাকে কীভাবে নিচ্ছেন তার ওপর নির্ভর করে।’
লড়াইয়ের আগে এই কথা বলে শানাকা এবার যেন আগেভাগেই উত্তেজনায় জল ঢেলেছেন। গত এশিয়া কাপে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে কথা বলে উত্তেজনা তৈরি করেছিলেন তিনি। জানিয়েছিলেন, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের আর কোনো বিশ্বমানের বোলার নেই। তবে এবার বেশ কয়েকজন খেলোয়াড়কে হারানোয় গলায় নরম সুর লঙ্কান অধিনায়কের, ‘চোটের ওপর আমাদের হাত নেই। চোটের কারণে এতজন দলে থাকছে না, এটা দুর্ভাগ্যজনক। তারপরও আমরা ভালো দল, অভিজ্ঞ দল। আশা করছি দলটা ভালোই করবে। গতবারও আমরা আন্ডারডগ ছিলাম, কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমরা আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচটা হেরেছিলাম। আমরা একদমই চাপে নেই। আরও একটা এশিয়া কাপের জন্য আমরা মুখিয়ে আছি।’
গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচামরার ম্যাচের আগে দাসুন শানাকার মন্তব্যের জবাব দিতে গিয়ে বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন যা বলেছিলেন, সেটিও তুমুল আলোচিত হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমাদের দুই বোলার, তাই তো? আমি বলব তাদের দলে সেটাও নেই। যেখানে বাংলাদেশের দুজন আছে, এটা তো ভালো।’
গতবার গতবার অনভিজ্ঞ দল নিয়ে ভারত-পাকিস্তানের মতো পরাশক্তিকে হারিয়ে এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। চোটজর্জর হলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ঘরের মাটিতে হওয়ায় নিজেদের দলকে এগিয়ে রাখছেন শানাকা, ‘আমরা নিজেদের মাঠে খেলব, তাই হোম এডভান্টেজ আমাদের সাথে আছে। তবে নির্দিষ্ট দিনে কে কেমন করছে তার ওপর নির্ভর করছে। আমরা ভালো দল, আমার ছেলেদের নিয়েও আমি আত্মবিশ্বাসী। আমরা এমন একটি দল যারা সব দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৪ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৫ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৭ ঘণ্টা আগে