Ajker Patrika

হেলসের দিকে তেড়ে যাওয়ার শাস্তি পেলেন তামিম

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২৩: ৫৬
হেলসের দিকে তেড়ে যাওয়ার শাস্তি পেলেন তামিম
তামিম ইকবাল ও অ্যালেক্স হেলসকে গতকাল থামানো অনেক কঠিনই হয়ে পড়েছিল। ছবি: ফুটেজ থেকে নেওয়া

রংপুর রাইডার্সের কাছে শ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে যাওয়ার পর দুঃসংবাদ পেলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যাওয়ার ঘটনায় আচরণবিধি ভঙ্গের শাস্তি পেয়েছেন তামিম। বরিশাল অধিনায়কের নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্ট।

বরিশাল-রংপুর ম্যাচের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল আজকের পত্রিকাকে আজ তামিমের শাস্তির কথা নিশ্চিত করেছেন। বরিশাল অধিনায়ক তামিম একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবং তাঁকে সতর্কও করা হয়েছে। মাঠের দুই আম্পায়ার আলি আরমান ও আসিফ ইয়াকুব অভিযোগ করেছেন রাহুলের কাছে। আচরণবিধির ২.৬ অনুচ্ছদের ১ নম্বর ধারা ভঙ্গের কারণে তামিমকে শাস্তি দেওয়া বলে জানিয়েছেন রাহুল। তামিম ছাড়াও অন্য কেউ শাস্তি পেয়েছেন কি না, সেই প্রশ্নের উত্তরে রাহুল জানিয়েছেন, আর কোনো ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি। তামিম দোষ স্বীকার করে নিয়েছেন বলে আর শুনানির প্রয়োজন হয়নি।

অ্যালেক্স হেলসের সঙ্গে ব্যক্তিগত ঝামেলা থেকেই তামিমের তুমুল বাগ্‌বিতণ্ডার ঘটনা গতকাল ঘটেছে। ম্যাচ শেষে তামিম তেড়ে যান রংপুরের ডাগআউটের দিকে। সিলেট স্টেডিয়াম তখন এতটাই উত্তপ্ত হয়েছিল যে তাঁদের (তামিম-হেলস) থামাতে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিমের পাশাপাশি সোহান-শেখ মেহেদীকেও এগিয়ে আসতে হয়েছে। ম্যাচ শেষে হাত মেলানোর সময় রংপুরের হেলসের আপত্তিকর মুখভঙ্গির কারণেই নাকি তামিমের মেজাজ গরম হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার যেন বোঝাতে চাইলেন, দূর থেকে নয়। কথাবার্তা হবে সামনাসামনি। তামিমও আজ ঢাকায় এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত