
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। তবু অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ করা র্যাংকিংয়ে এমন সুখবর পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সাকিবসহ অলরাউন্ডার র্যাংকিংয়ের প্রথম তিন স্থান অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ নবী ও হার্দিক পান্ডিয়া। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে সাকিব করেছেন ৪৪ রান, গড় ৮.৮ এবং স্ট্রাইক রেট ৯৫.৬৫। আর বোলিংয়ে ২৭.৮৩ গড় ও ৮.৭৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। সাকিবের মতো নবীরও বিশ্বকাপটা কেটেছে হতাশার। ৩ ম্যাচে ৫.৬৬ গড় এবং ১১৩.৩৩ স্ট্রাইক রেটে করেছেন ১৭ রান। বোলিংয়ে ৪৬ গড় এবং ৭.৬৬ ইকোনমিতে ১ উইকেট নিয়েছেন আফগান এই অলরাউন্ডার।
সাকিব, নবীর চেয়ে তুলনামূলক ভালো পারফরম্যান্স করেছেন হার্দিক । ৬ ম্যাচে ২৫.৬০ গড় এবং ১৩১.৯৫ স্ট্রাইক রেটে করেছেন ১২৮ রান। বোলিংয়ে ১৮.২৫ গড় এবং ৮.১১ ইকোনমিতে ভারতীয় এই অলরাউন্ডার নিয়েছেন ৮ উইকেট।
ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। এবারের বিশ্বকাপে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ৫৯.৭৫ গড়ে করেছেন ২৩৯ রান। করেছেন তিন ফিফটি এবং স্ট্রাইক রেট ১৮৯.৬৮। র্যাংকিংয়ে উচ্চলাফ দিয়েছেন অ্যালেক্স হেলস। ২২ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে ১২ নম্বরে উঠে এসেছেন হেলস। বিশ্বকাপে ৬ ম্যাচে ২ ফিফটিতে ২১২ রান করেছিলেন ইংলিশ এই ওপেনার। গড় এবং স্ট্রাইক রেট ছিল ৪২.৪০ এবং ১৪৭.২২।
বোলারদের র্যাংকিংয়ে আদিল রশিদ। ইংলিশ এই বোলার পাঁচধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন। ৬ ম্যাচে ৩৬.৭৫ গড় এবং ৬.১২ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২২ রানে ২ উইকেট নিয়েছিলেন ইংলিশ এই লেগস্পিনার।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে-বলে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান। তবু অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ করা র্যাংকিংয়ে এমন সুখবর পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সাকিবসহ অলরাউন্ডার র্যাংকিংয়ের প্রথম তিন স্থান অপরিবর্তিত রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ নবী ও হার্দিক পান্ডিয়া। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে সাকিব করেছেন ৪৪ রান, গড় ৮.৮ এবং স্ট্রাইক রেট ৯৫.৬৫। আর বোলিংয়ে ২৭.৮৩ গড় ও ৮.৭৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। সাকিবের মতো নবীরও বিশ্বকাপটা কেটেছে হতাশার। ৩ ম্যাচে ৫.৬৬ গড় এবং ১১৩.৩৩ স্ট্রাইক রেটে করেছেন ১৭ রান। বোলিংয়ে ৪৬ গড় এবং ৭.৬৬ ইকোনমিতে ১ উইকেট নিয়েছেন আফগান এই অলরাউন্ডার।
সাকিব, নবীর চেয়ে তুলনামূলক ভালো পারফরম্যান্স করেছেন হার্দিক । ৬ ম্যাচে ২৫.৬০ গড় এবং ১৩১.৯৫ স্ট্রাইক রেটে করেছেন ১২৮ রান। বোলিংয়ে ১৮.২৫ গড় এবং ৮.১১ ইকোনমিতে ভারতীয় এই অলরাউন্ডার নিয়েছেন ৮ উইকেট।
ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। এবারের বিশ্বকাপে ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ৫৯.৭৫ গড়ে করেছেন ২৩৯ রান। করেছেন তিন ফিফটি এবং স্ট্রাইক রেট ১৮৯.৬৮। র্যাংকিংয়ে উচ্চলাফ দিয়েছেন অ্যালেক্স হেলস। ২২ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে ১২ নম্বরে উঠে এসেছেন হেলস। বিশ্বকাপে ৬ ম্যাচে ২ ফিফটিতে ২১২ রান করেছিলেন ইংলিশ এই ওপেনার। গড় এবং স্ট্রাইক রেট ছিল ৪২.৪০ এবং ১৪৭.২২।
বোলারদের র্যাংকিংয়ে আদিল রশিদ। ইংলিশ এই বোলার পাঁচধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন। ৬ ম্যাচে ৩৬.৭৫ গড় এবং ৬.১২ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২২ রানে ২ উইকেট নিয়েছিলেন ইংলিশ এই লেগস্পিনার।

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তাই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
৫ মিনিট আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
২ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে