
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড আগেই গড়ে ফেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের কাছে আজ ছিল পাকিস্তানের বিপক্ষে রেকর্ডকে একটু ভিন্ন মাত্রা দেওয়ার। তবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেই সুযোগ হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের ৩১ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ৫ রানেই। ইনিংসের পঞ্চম বলে সুমাইয়া আক্তারকে এলবিডব্লু বরেন সাদিয়া ইকবাল। ৩ বলে ১ চারে ৪ রান করেন সুমাইয়া। প্রথম উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে শামিমা সুলতানা ও সোবহানা ৩৪ বলে ৩৩ রানের জুটি গড়ে সামাল দিয়েছেন প্রাথমিক ধাক্কা। সোবহানাকে ফিরিয়ে জুটি ভেঙেছেন নাশরা সান্ধু। ১৯ বলে ৩ চারে ১৭ রান করেন সোবহানা।
দ্বিতীয় উইকেটের জুটি ভাঙার পরই বাংলাদেশের ইনিংসে ভাঙন ধরা শুরু হয়। একের পর এক উইকেট হারানোয় ২ উইকেটে ৩৮ থেকে স্বাগতিকেরা হয়ে যায় ৬ উইকেটে ৫৯ রান। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, স্বর্ণা আক্তার, রিতু মণি-প্রত্যেকেই ৩ রান করে আউট হয়েছেন। এরপর ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হয়েছেন শামীমা। ৩৮ বলে ২ চারে ২৬ রান করেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর শেষের দিকে শরীফা খাতুন ১১ বলে ৩ চারে ১৮ রান করলেও তা শুধু বাংলাদেশের পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানে আটকে যায় স্বাগতিকদের ইনিংস। পাকিস্তানের ৩১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন মুনিবা। ৪৯ বলের ৮ চারে ৬১ রান করেন পাকিস্তানের এই ব্যাটার। যা পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান।
এর আগে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৩ রানেই হারিয়েছিল প্রথম উইকেট। এরপর দ্বিতীয় উইকেটে বিসমাহ মারুফ ও মুনিবা আলির ৮৮ বলে ১০৬ রানের জুটিতে অনেকটাই এগিয়ে যায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩২ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। ১টি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড আগেই গড়ে ফেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের কাছে আজ ছিল পাকিস্তানের বিপক্ষে রেকর্ডকে একটু ভিন্ন মাত্রা দেওয়ার। তবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেই সুযোগ হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের ৩১ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ৫ রানেই। ইনিংসের পঞ্চম বলে সুমাইয়া আক্তারকে এলবিডব্লু বরেন সাদিয়া ইকবাল। ৩ বলে ১ চারে ৪ রান করেন সুমাইয়া। প্রথম উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে শামিমা সুলতানা ও সোবহানা ৩৪ বলে ৩৩ রানের জুটি গড়ে সামাল দিয়েছেন প্রাথমিক ধাক্কা। সোবহানাকে ফিরিয়ে জুটি ভেঙেছেন নাশরা সান্ধু। ১৯ বলে ৩ চারে ১৭ রান করেন সোবহানা।
দ্বিতীয় উইকেটের জুটি ভাঙার পরই বাংলাদেশের ইনিংসে ভাঙন ধরা শুরু হয়। একের পর এক উইকেট হারানোয় ২ উইকেটে ৩৮ থেকে স্বাগতিকেরা হয়ে যায় ৬ উইকেটে ৫৯ রান। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, স্বর্ণা আক্তার, রিতু মণি-প্রত্যেকেই ৩ রান করে আউট হয়েছেন। এরপর ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হয়েছেন শামীমা। ৩৮ বলে ২ চারে ২৬ রান করেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর শেষের দিকে শরীফা খাতুন ১১ বলে ৩ চারে ১৮ রান করলেও তা শুধু বাংলাদেশের পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানে আটকে যায় স্বাগতিকদের ইনিংস। পাকিস্তানের ৩১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন মুনিবা। ৪৯ বলের ৮ চারে ৬১ রান করেন পাকিস্তানের এই ব্যাটার। যা পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান।
এর আগে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৩ রানেই হারিয়েছিল প্রথম উইকেট। এরপর দ্বিতীয় উইকেটে বিসমাহ মারুফ ও মুনিবা আলির ৮৮ বলে ১০৬ রানের জুটিতে অনেকটাই এগিয়ে যায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩২ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। ১টি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১০ মিনিট আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
২৩ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ এক কীর্তি গড়লেন মৃত্যুঞ্জয় চৌধুরী। দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল এই টুর্নামেন্টে প্রথম বোলার হিসেবে দুবার হ্যাটট্রিক করলেন এই বাঁ হাতি পেসার। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান তিনি।
২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
৩ ঘণ্টা আগে