
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ গতকাল খেলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুটো ম্যাচেরই ভেন্যু ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়াম। তাতে শেষ হয়েছে বাংলাদেশের ধর্মশালা পর্ব।
ধর্মশালা শেষে বাংলাদেশ দলের এখন পরবর্তী গন্তব্য চেন্নাই। যেখানে চেন্নাইয়ের চিদম্বরমে পরশু বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। গুগল ম্যাপসে দেখা যাচ্ছে, ধর্মশালা থেকে চেন্নাইয়ের দূরত্ব ২৬৬১ কিলোমিটার। এরই মধ্যে বাংলাদেশ দল চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিমানে বসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ দাবা খেলছেন। মনোযোগ দিয়েই দাবার বোর্ডে একের পর এক চাল দিচ্ছেন সাকিব-মিরাজ। বাংলাদেশের দুই স্পিন বোলিং অলরাউন্ডার হয়তো দাবার বোর্ডেই নিউজিল্যান্ডকে হারানোর পরিকল্পনা কষছেন। যেখানে নিউজিল্যান্ড ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই দুর্দান্ত খেলছে। সাকিব-মিরাজের দাবা খেলার ছবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘বিমানে চেন্নাই যাওয়ার পথে অধিনায়কের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী হাসান মিরাজ।’
বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতেই জিতে চার পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। + ১.৯৫৮ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। যেখানে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড। এরপর নেদারল্যান্ডসকেও ৯৯ রানে হারিয়েছে ব্ল্যাকক্যাপসরা। আর বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ঠিকই। তবে গতকাল ১৩৭ রানে হেরে নেট রানরেটে ধাক্কা খেয়েছে বাংলাদেশ।-০.৬৫৩ নেট রানরেট নিয়ে সাকিব আল হাসানের দল রয়েছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে।

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ গতকাল খেলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুটো ম্যাচেরই ভেন্যু ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়াম। তাতে শেষ হয়েছে বাংলাদেশের ধর্মশালা পর্ব।
ধর্মশালা শেষে বাংলাদেশ দলের এখন পরবর্তী গন্তব্য চেন্নাই। যেখানে চেন্নাইয়ের চিদম্বরমে পরশু বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। গুগল ম্যাপসে দেখা যাচ্ছে, ধর্মশালা থেকে চেন্নাইয়ের দূরত্ব ২৬৬১ কিলোমিটার। এরই মধ্যে বাংলাদেশ দল চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিমানে বসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ দাবা খেলছেন। মনোযোগ দিয়েই দাবার বোর্ডে একের পর এক চাল দিচ্ছেন সাকিব-মিরাজ। বাংলাদেশের দুই স্পিন বোলিং অলরাউন্ডার হয়তো দাবার বোর্ডেই নিউজিল্যান্ডকে হারানোর পরিকল্পনা কষছেন। যেখানে নিউজিল্যান্ড ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই দুর্দান্ত খেলছে। সাকিব-মিরাজের দাবা খেলার ছবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘বিমানে চেন্নাই যাওয়ার পথে অধিনায়কের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী হাসান মিরাজ।’
বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতেই জিতে চার পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। + ১.৯৫৮ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। যেখানে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড। এরপর নেদারল্যান্ডসকেও ৯৯ রানে হারিয়েছে ব্ল্যাকক্যাপসরা। আর বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ঠিকই। তবে গতকাল ১৩৭ রানে হেরে নেট রানরেটে ধাক্কা খেয়েছে বাংলাদেশ।-০.৬৫৩ নেট রানরেট নিয়ে সাকিব আল হাসানের দল রয়েছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৩ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে