Ajker Patrika

বিমানে বসেই কি নিউজিল্যান্ডকে হারানোর ‘ছক কষছে’ বাংলাদেশ

বিমানে বসেই কি নিউজিল্যান্ডকে হারানোর ‘ছক কষছে’ বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ গতকাল খেলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুটো ম্যাচেরই ভেন্যু ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়াম। তাতে শেষ হয়েছে বাংলাদেশের ধর্মশালা পর্ব।

ধর্মশালা শেষে বাংলাদেশ দলের এখন পরবর্তী গন্তব্য চেন্নাই। যেখানে চেন্নাইয়ের চিদম্বরমে পরশু বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। গুগল ম্যাপসে দেখা যাচ্ছে, ধর্মশালা থেকে চেন্নাইয়ের দূরত্ব ২৬৬১ কিলোমিটার। এরই মধ্যে বাংলাদেশ দল চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিমানে বসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ দাবা খেলছেন। মনোযোগ দিয়েই দাবার বোর্ডে একের পর এক চাল দিচ্ছেন সাকিব-মিরাজ। বাংলাদেশের দুই স্পিন বোলিং অলরাউন্ডার হয়তো দাবার বোর্ডেই নিউজিল্যান্ডকে হারানোর পরিকল্পনা কষছেন। যেখানে নিউজিল্যান্ড ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই দুর্দান্ত খেলছে। সাকিব-মিরাজের দাবা খেলার ছবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘বিমানে চেন্নাই যাওয়ার পথে অধিনায়কের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী হাসান মিরাজ।’

বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতেই জিতে চার পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। ‍+ ১.৯৫৮ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। যেখানে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড। এরপর নেদারল্যান্ডসকেও ৯৯ রানে হারিয়েছে ব্ল্যাকক্যাপসরা। আর বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ঠিকই। তবে গতকাল ১৩৭ রানে হেরে নেট রানরেটে ধাক্কা খেয়েছে বাংলাদেশ।-০.৬৫৩ নেট রানরেট নিয়ে সাকিব আল হাসানের দল রয়েছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত