Ajker Patrika

তামিমের নিখোঁজ সংবাদে ক্রিকেটার তামিমের দুশ্চিন্তা

ক্রীড়া ডেস্ক    
রুবেল হোসেনের বড় ভাইয়ের ছেলে তামিম হোসেন নিখোঁজ। ছবি: ফেসবুক
রুবেল হোসেনের বড় ভাইয়ের ছেলে তামিম হোসেন নিখোঁজ। ছবি: ফেসবুক

হঠাৎই নিখোঁজ রুবেল হোসেনের বড় ভাইয়ের ছেলে তামিম হোসেন। গতকাল সন্ধ্যা থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তামিমের। হারিয়ে যাওয়া তামিমকে নিয়ে চিন্তা বাড়ল রুবেল-তামিম ইকবালদের।

তামিমের নিখোঁজ সংবাদে গতকাল দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে ক্রিকেটার তামিম সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্রিকেটার তামিম লিখেছেন, ‘নিখোঁজ সংবাদ। নাম: তামিম হোসেন (বয়স ১৪)। জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেনের আপন বড় ভাইয়ের ছেলে সন্ধ্যা ৬টায় বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা থেকে বের হয়। তারপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। যদি কোন সহৃদয় ব্যক্তি খোজ বা তথ্য পান, তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পিতা: সাগর হোসেন +৮৮০১৯৬০০৭০৪১৩।’

নিজের বড় ভাইয়ের ছেলে নিখোঁজ সংবাদ রুবেলও ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন। ৩৫ বছর বয়সী পেসার লিখেছেন, ‘আমি পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। আজকের দিনটি আমার জন্য বেদনার। আমার বড় ভাইয়ের ছেলে হাফেজ তামিম হোসেন বয়স ১৪ বছর। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ রয়েছে। কেউ যদি তাকে খুঁজে পান। নিচে দেয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল। মোবাইল নম্বর : +৮৮০১৯৬০০৭০৪১৩।’

বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ রুবেল সবশেষ খেলেছেন ২০২১-এর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়েলিংটনে সেই টি-টোয়েন্টিতে ২ ওভারে ৩৩ রান খরচ করে কোনো উইকেট পাননি। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫৯ ম্যাচে নিয়েছেন ১৯৩ উইকেট। আর তামিম ইকবাল এ বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত