
ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। পরশু গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে যেন পুল শট, হুক শটের মতো খেলছিলেন তিনি। মাঠেও গতকাল দেখা গেল সেই আক্রমণাত্মক সাকিবকে। বাংলাদেশের অধিনায়ক যেন ছিলেন ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’
এশিয়া কাপের ফাইনালে আগেই উঠে গেছে ভারত। আর ফাইনালের দৌড় থেকে বাংলাদেশও ছিটকে যায় আগেভাগেই। কলম্বোর প্রেমাদাসায় গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। আনুষ্ঠানিকতার ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়ে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সে সময় পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ১১৫ বলে ১০১ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। ৮৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ১০ ওভার বোলিংয়ে ৪৩ রান দিয়ে সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন সাকিব।
দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেছেন শুভমান গিল। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি গতকাল পেয়েছেন ভারতীয় ওপেনার। সংবাদ সম্মেলনে গিল বলেন, ‘সাকিব দুর্দান্ত খেলেছেন। আমাদের থেকে ম্যাচটা তিনিই কেড়ে নিয়েছেন।’
বাংলাদেশ ২৬৫ রান করলেও ৪০ ওভার শেষে স্কোর ছিল ৬ উইকেটে ১৮৮ রান। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে যোগ করেছে ৭৭ রান। নাসুমের ৪৪ রানের পাশাপাশি দুই টেলএন্ডার ব্যাটার শেখ মাহেদী করেছেন ২৯ রান এবং তানজিম হাসান সাকিব করেছেন ১৪ রান। ২৬৬ রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ভারত। জয়ের পথে ভারত ভালোভাবেই ছিল বলে মনে করছেন গিল। ভারতীয় ওপেনার বলেন, ‘আমরা মোমেন্টাম হারিয়েছি বলে মনে করি না। তাদের (বাংলাদেশ) লোয়ার অর্ডার ব্যাটারদের ১০-১৫ রান বেশি করার সুযোগ দিয়েছি।’

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। পরশু গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে যেন পুল শট, হুক শটের মতো খেলছিলেন তিনি। মাঠেও গতকাল দেখা গেল সেই আক্রমণাত্মক সাকিবকে। বাংলাদেশের অধিনায়ক যেন ছিলেন ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’
এশিয়া কাপের ফাইনালে আগেই উঠে গেছে ভারত। আর ফাইনালের দৌড় থেকে বাংলাদেশও ছিটকে যায় আগেভাগেই। কলম্বোর প্রেমাদাসায় গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। আনুষ্ঠানিকতার ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়ে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সে সময় পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ১১৫ বলে ১০১ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। ৮৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ১০ ওভার বোলিংয়ে ৪৩ রান দিয়ে সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন সাকিব।
দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেছেন শুভমান গিল। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি গতকাল পেয়েছেন ভারতীয় ওপেনার। সংবাদ সম্মেলনে গিল বলেন, ‘সাকিব দুর্দান্ত খেলেছেন। আমাদের থেকে ম্যাচটা তিনিই কেড়ে নিয়েছেন।’
বাংলাদেশ ২৬৫ রান করলেও ৪০ ওভার শেষে স্কোর ছিল ৬ উইকেটে ১৮৮ রান। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে যোগ করেছে ৭৭ রান। নাসুমের ৪৪ রানের পাশাপাশি দুই টেলএন্ডার ব্যাটার শেখ মাহেদী করেছেন ২৯ রান এবং তানজিম হাসান সাকিব করেছেন ১৪ রান। ২৬৬ রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ভারত। জয়ের পথে ভারত ভালোভাবেই ছিল বলে মনে করছেন গিল। ভারতীয় ওপেনার বলেন, ‘আমরা মোমেন্টাম হারিয়েছি বলে মনে করি না। তাদের (বাংলাদেশ) লোয়ার অর্ডার ব্যাটারদের ১০-১৫ রান বেশি করার সুযোগ দিয়েছি।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে