
বোর্ডের বিরুদ্ধে মানসিক ‘অত্যাচারের অভিযোগ’ এনে গত বছর আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন মোহাম্মদ আমির। সঙ্গে এও জানিয়েছিলেন, বর্তমান কোচিং প্যানেল সরে দাঁড়ালে আবার ফিরতে পারেন তিনি।
পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস গতকাল পদত্যাগ করায় প্রত্যাবর্তনের দুয়ার খুলে গিয়েছিল আমিরের। মিসবাহ-ওয়াকারের সরে দাঁড়ানোর ২৪ ঘণ্টারও কম সময়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন আমির। আবারও পাকিস্তানের হয়ে খেলার ঘোষণা দিয়েছেন বাঁহাতি তারকা পেসার।
আমির জানিয়েছেন, জাতীয় দল বাছাইয়ের জন্য তৈরি তিনি। তাঁর এই মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডেইলি পাকিস্তান’। তারা জানিয়েছে, মূলত মিসবাহ ও ওয়াকারের পদত্যাগের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিভাবান এই পেসার।
অবসরের ঘোষণা দিতে গিয়ে আমির বলেছিলেন, ‘আমার মনে হয় না এই প্রশাসনের অধীনে ক্রিকেট খেলতে পারব। আমি বিদায় নিচ্ছি। আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। আমি যথেষ্ট সহ্য করেছি। এখন আর নিতে পারছি না। বারবার বলা হয়েছে, বোর্ড আমার ওপর অনেক বিনিয়োগ করেছে।’
আমির অবসর নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তারা এই ক্রিকেটারের সিদ্ধান্তকে সম্মান দেখাচ্ছেন। সেই সঙ্গে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আর বিবেচনা করা হবে না বলেও নিশ্চিত করেছিল তারা।
তবে পিসিবিকে নতুন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে সাবেক সতীর্থ রমিজ রাজাকে বোর্ডের প্রধানও করেছেন তিনি। ধারাভাষ্যকালে রমিজ বরাবরই আমিরকে তাঁর পছন্দের তালিকায় রেখেছেন। তিনি সভাপতি হওয়ায় আমিরকে জাতীয় দলের জন্য বিবেচনা করবেন এমনটা ভাবাই যায়।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন আমির। তিন সংস্করণ মিলিয়ে শিকার করেছেন ২৫৯ উইকেট।

বোর্ডের বিরুদ্ধে মানসিক ‘অত্যাচারের অভিযোগ’ এনে গত বছর আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন মোহাম্মদ আমির। সঙ্গে এও জানিয়েছিলেন, বর্তমান কোচিং প্যানেল সরে দাঁড়ালে আবার ফিরতে পারেন তিনি।
পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস গতকাল পদত্যাগ করায় প্রত্যাবর্তনের দুয়ার খুলে গিয়েছিল আমিরের। মিসবাহ-ওয়াকারের সরে দাঁড়ানোর ২৪ ঘণ্টারও কম সময়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন আমির। আবারও পাকিস্তানের হয়ে খেলার ঘোষণা দিয়েছেন বাঁহাতি তারকা পেসার।
আমির জানিয়েছেন, জাতীয় দল বাছাইয়ের জন্য তৈরি তিনি। তাঁর এই মন্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডেইলি পাকিস্তান’। তারা জানিয়েছে, মূলত মিসবাহ ও ওয়াকারের পদত্যাগের পরই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিভাবান এই পেসার।
অবসরের ঘোষণা দিতে গিয়ে আমির বলেছিলেন, ‘আমার মনে হয় না এই প্রশাসনের অধীনে ক্রিকেট খেলতে পারব। আমি বিদায় নিচ্ছি। আমাকে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। আমি যথেষ্ট সহ্য করেছি। এখন আর নিতে পারছি না। বারবার বলা হয়েছে, বোর্ড আমার ওপর অনেক বিনিয়োগ করেছে।’
আমির অবসর নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তারা এই ক্রিকেটারের সিদ্ধান্তকে সম্মান দেখাচ্ছেন। সেই সঙ্গে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আর বিবেচনা করা হবে না বলেও নিশ্চিত করেছিল তারা।
তবে পিসিবিকে নতুন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে সাবেক সতীর্থ রমিজ রাজাকে বোর্ডের প্রধানও করেছেন তিনি। ধারাভাষ্যকালে রমিজ বরাবরই আমিরকে তাঁর পছন্দের তালিকায় রেখেছেন। তিনি সভাপতি হওয়ায় আমিরকে জাতীয় দলের জন্য বিবেচনা করবেন এমনটা ভাবাই যায়।
পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন আমির। তিন সংস্করণ মিলিয়ে শিকার করেছেন ২৫৯ উইকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে