
কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় একটু এগিয়ে থেকেই সিরিজটা শুরু করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে অবশ্য বলছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না তাঁরা।
ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ধবলধোলাইয়ের স্মৃতি এখনো সতেজ মুমিনুলদের। নিউজিল্যান্ডে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসার তিক্ত স্মৃতিও এত দ্রুত ভোলার নয়। ব্যর্থতা থেকে বের না হতেই চলে এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ।
বাংলাদেশের তুলনায় কিছুটা স্বস্তিতে আছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ ড্র করে আসার সুখস্মৃতি আছে করুনারত্নে-মেন্ডিসদের। বাংলাদেশকে তবুও হালকাভাবে নিচ্ছেন না লঙ্কান অধিনায়ক। বাংলাদেশ দলে মুশফিক-তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকায় প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে করুনারত্নে বলেছেন, ‘তারা (মুশফিক-তামিম) অনেক বছর এক সঙ্গে নানা প্রান্তে খেলছে। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় ভালো করে জানে তারা। আমাদের ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে।’
প্রতিপক্ষকে আটকাতে পরিকল্পনায় আলাদা করে কারও নাম আছে কি না এমন প্রশ্নে অবশ্য কূটনীতিক উত্তর দিয়েছেন করুনারত্নে, ‘নির্দিষ্ট কারও নাম উল্লেখ করতে চাই না। বাংলাদেশের সবাই খুব ভালো খেলে।’ লঙ্কায় এবার যে পেসসহায়ক উইকেটে খেলা হবে, এটির সত্যতা মিলল লঙ্কান অধিনায়কের কথায়, ‘আমরা পেসবান্ধব উইকেটে খেলব। নিশ্চয়ই জানেন, বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো স্পিনার আছে।’
বাংলাদেশ অবশ্য একটি পরিসংখ্যান থেকে অনুপ্রাণিত হতে পারে। ঘরের মাঠে খেলা সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এবার বাংলাদেশ যেন ‘ইংল্যান্ড’ না হয়ে উঠতে পারে, লঙ্কানরা অবশ্য সব চেষ্টাই করবে।

কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় একটু এগিয়ে থেকেই সিরিজটা শুরু করবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে অবশ্য বলছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না তাঁরা।
ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ধবলধোলাইয়ের স্মৃতি এখনো সতেজ মুমিনুলদের। নিউজিল্যান্ডে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে আসার তিক্ত স্মৃতিও এত দ্রুত ভোলার নয়। ব্যর্থতা থেকে বের না হতেই চলে এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ।
বাংলাদেশের তুলনায় কিছুটা স্বস্তিতে আছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ ড্র করে আসার সুখস্মৃতি আছে করুনারত্নে-মেন্ডিসদের। বাংলাদেশকে তবুও হালকাভাবে নিচ্ছেন না লঙ্কান অধিনায়ক। বাংলাদেশ দলে মুশফিক-তামিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকায় প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে করুনারত্নে বলেছেন, ‘তারা (মুশফিক-তামিম) অনেক বছর এক সঙ্গে নানা প্রান্তে খেলছে। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় ভালো করে জানে তারা। আমাদের ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে।’
প্রতিপক্ষকে আটকাতে পরিকল্পনায় আলাদা করে কারও নাম আছে কি না এমন প্রশ্নে অবশ্য কূটনীতিক উত্তর দিয়েছেন করুনারত্নে, ‘নির্দিষ্ট কারও নাম উল্লেখ করতে চাই না। বাংলাদেশের সবাই খুব ভালো খেলে।’ লঙ্কায় এবার যে পেসসহায়ক উইকেটে খেলা হবে, এটির সত্যতা মিলল লঙ্কান অধিনায়কের কথায়, ‘আমরা পেসবান্ধব উইকেটে খেলব। নিশ্চয়ই জানেন, বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো স্পিনার আছে।’
বাংলাদেশ অবশ্য একটি পরিসংখ্যান থেকে অনুপ্রাণিত হতে পারে। ঘরের মাঠে খেলা সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এবার বাংলাদেশ যেন ‘ইংল্যান্ড’ না হয়ে উঠতে পারে, লঙ্কানরা অবশ্য সব চেষ্টাই করবে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১২ ঘণ্টা আগে