ক্রীড়া ডেস্ক

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) শুরুটা সাকিব আল হাসানের বোলিং যেমনই হোক, ব্যাটিংটা হয়েছে বাজে। এবার সংস্করণটা টি-টোয়েন্টি থেকে টি-টেনে বদলাতেই সাকিবও দেখালেন ঝলক। ব্যাটিং, বোলিং—দুই বিভাগেই জ্বলে উঠলেন তিনি। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি।
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে সাকিব খেলছেন মায়ামি ব্লেজের হয়ে। গতকাল শুরু হওয়া টুর্নামেন্টে মায়ামির প্রথম ম্যাচে খেলার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে খেলেছেন। একাদশে সুযোগ পেয়ে করেছেন অলরাউন্ড পারফরম্যান্স। তাঁর জ্বলে ওঠার দিনে ফ্লোরিডা লায়নসের কাছে ৯ রানে হেরেছে মায়ামি।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে মায়ামির বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০৭ রান করেছে ফ্লোরিডা লায়নস। ফ্লোরিডার ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন টিওন ওয়েবস্টার। ২০ বলের ইনিংসে মেরেছেন ২ চার ও ১ ছক্কা। মায়ামির সাকিব ২ ওভারে ১৯ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। ১০৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি ৯.৪ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায়। ওপেনিংয়ে নেমে সাকিব ৮ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করেন।
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টুর্নামেন্টে এবার উদ্বোধনী ম্যাচেই খেলেছে মায়ামি ব্লেজ। বোকা র্যাটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মায়ামি অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। প্রথমে ব্যাটিং পাওয়া ট্রেলব্লেজার্স ১০ ওভারে ৫ উইকেটে করেছে ১১২ রান। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন দলটির অধিনায়ক জর্জ মানসি। ১৭ বলের ইনিংসে মেরেছেন ১ চার ও ৪ ছক্কা। জয়ের লক্ষ্যে নেমে ১০ ওভারে ৬ উইকেটে ৮০ রানে আটকে যায় মায়ামি। কেসরিক উইলিয়ামস ইনিংস সর্বোচ্চ ২২ রান করে অপরাজিত থাকেন।
৩২ ও ৯ রানে দুটি ম্যাচে হেরে মায়ামি এখন পয়েন্ট তালিকার পাঁচে। কোনো পয়েন্ট তো তারা পায়নি, এমনকি তাদের নেট রানরেট -২.০৫০। টুর্নামেন্টে সাত দলের মধ্যে এখন পর্যন্ত সবার ওপরে ক্যারিবিয়ান টাইগার্স। ২ পয়েন্টের পাশাপাশি দলটির নেট রানরেট ৬.৫৫৫।

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) শুরুটা সাকিব আল হাসানের বোলিং যেমনই হোক, ব্যাটিংটা হয়েছে বাজে। এবার সংস্করণটা টি-টোয়েন্টি থেকে টি-টেনে বদলাতেই সাকিবও দেখালেন ঝলক। ব্যাটিং, বোলিং—দুই বিভাগেই জ্বলে উঠলেন তিনি। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি।
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে সাকিব খেলছেন মায়ামি ব্লেজের হয়ে। গতকাল শুরু হওয়া টুর্নামেন্টে মায়ামির প্রথম ম্যাচে খেলার সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে খেলেছেন। একাদশে সুযোগ পেয়ে করেছেন অলরাউন্ড পারফরম্যান্স। তাঁর জ্বলে ওঠার দিনে ফ্লোরিডা লায়নসের কাছে ৯ রানে হেরেছে মায়ামি।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে মায়ামির বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১০৭ রান করেছে ফ্লোরিডা লায়নস। ফ্লোরিডার ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন টিওন ওয়েবস্টার। ২০ বলের ইনিংসে মেরেছেন ২ চার ও ১ ছক্কা। মায়ামির সাকিব ২ ওভারে ১৯ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। ১০৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি ৯.৪ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায়। ওপেনিংয়ে নেমে সাকিব ৮ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করেন।
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টুর্নামেন্টে এবার উদ্বোধনী ম্যাচেই খেলেছে মায়ামি ব্লেজ। বোকা র্যাটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মায়ামি অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। প্রথমে ব্যাটিং পাওয়া ট্রেলব্লেজার্স ১০ ওভারে ৫ উইকেটে করেছে ১১২ রান। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন দলটির অধিনায়ক জর্জ মানসি। ১৭ বলের ইনিংসে মেরেছেন ১ চার ও ৪ ছক্কা। জয়ের লক্ষ্যে নেমে ১০ ওভারে ৬ উইকেটে ৮০ রানে আটকে যায় মায়ামি। কেসরিক উইলিয়ামস ইনিংস সর্বোচ্চ ২২ রান করে অপরাজিত থাকেন।
৩২ ও ৯ রানে দুটি ম্যাচে হেরে মায়ামি এখন পয়েন্ট তালিকার পাঁচে। কোনো পয়েন্ট তো তারা পায়নি, এমনকি তাদের নেট রানরেট -২.০৫০। টুর্নামেন্টে সাত দলের মধ্যে এখন পর্যন্ত সবার ওপরে ক্যারিবিয়ান টাইগার্স। ২ পয়েন্টের পাশাপাশি দলটির নেট রানরেট ৬.৫৫৫।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে