
২০১৮ সালে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডোয়াইন ব্রাভো। অবসর ভেঙে ফিরেছিলেন পরের বছরই। খেলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এক ম্যাচ আগেই সুপার টুয়েলভ থেকে বাদ পড়ে যাওয়ার পর এবার মাথা উঁচু করেই অবসরের ঘোষণা এলো ক্যারিবীয় অলরাউন্ডারের কাছ থেকে।
গতকাল শ্রীলঙ্কা ম্যাচের আগ পর্যন্ত কাগজে কলমে টিকে ছিল ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। লঙ্কানদের কাছে ২০ রানে হারের পর আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা তাই ক্যারিবীয়দের কাছে শুধুই নিয়ম রক্ষার। ব্রাভো সেই ম্যাচে খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে সেই ম্যাচের পরই আরও একবার বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
শ্রীলঙ্কা ম্যাচের পর নিজের বিদায়ের আগাম ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাভো। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উইন্ডিজের হয়ে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপসহ তিনটি বৈশ্বিক শিরোপা জয়কেই মানছেন নিজের সেরা সাফল্য হিসেবে, ‘আমার মনে হয়েছে সময়টা চলে এসেছে। দারুণ একটা ক্যারিয়ার পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন ছিলই। কিন্তু পেছনে ফিরে তাকালে এত দিন ধরে ক্যারিবিয়ান অঞ্চল ও মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৯০ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৫ রান করেছেন ব্রাভো। নিয়েছেন ৭৮ উইকেট। দেশের হয়ে যা করতে পেরেছেন তা নিয়ে গর্বই মিশে থাকল গতকাল বিদায় বলার সময়, ‘তিনটি আইসিসি শিরোপা জিতেছি, দুটি আবার আমার বায়ে দাঁড়ানো অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে। একটা বিষয় নিয়ে গর্ব করে বলতে পারি, তা হলো আমরা শুধু নামই কামাইনি, ক্রিকেটের এই যুগে শিরোপাও জিতেছি।’
আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে অবসর ভেঙে ফিরেছিলেন ব্রাভো। তবে সেই বিশ্বকাপটা যে এভাবে শেষ হয়ে যাবে, সেটা ভাবেননি ডানহাতি এই অলরাউন্ডার, ‘বিশ্বকাপটা এমন হবে আমরা সেটা ভাবিনি। এমন বিশ্বকাপ আমরা চাইনি। তবে যা হয়েছে তা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, ভীষণ কঠিন একটা প্রতিযোগিতা ছিল। আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’

২০১৮ সালে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডোয়াইন ব্রাভো। অবসর ভেঙে ফিরেছিলেন পরের বছরই। খেলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এক ম্যাচ আগেই সুপার টুয়েলভ থেকে বাদ পড়ে যাওয়ার পর এবার মাথা উঁচু করেই অবসরের ঘোষণা এলো ক্যারিবীয় অলরাউন্ডারের কাছ থেকে।
গতকাল শ্রীলঙ্কা ম্যাচের আগ পর্যন্ত কাগজে কলমে টিকে ছিল ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। লঙ্কানদের কাছে ২০ রানে হারের পর আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা তাই ক্যারিবীয়দের কাছে শুধুই নিয়ম রক্ষার। ব্রাভো সেই ম্যাচে খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে সেই ম্যাচের পরই আরও একবার বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
শ্রীলঙ্কা ম্যাচের পর নিজের বিদায়ের আগাম ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাভো। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উইন্ডিজের হয়ে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপসহ তিনটি বৈশ্বিক শিরোপা জয়কেই মানছেন নিজের সেরা সাফল্য হিসেবে, ‘আমার মনে হয়েছে সময়টা চলে এসেছে। দারুণ একটা ক্যারিয়ার পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন ছিলই। কিন্তু পেছনে ফিরে তাকালে এত দিন ধরে ক্যারিবিয়ান অঞ্চল ও মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৯০ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৫ রান করেছেন ব্রাভো। নিয়েছেন ৭৮ উইকেট। দেশের হয়ে যা করতে পেরেছেন তা নিয়ে গর্বই মিশে থাকল গতকাল বিদায় বলার সময়, ‘তিনটি আইসিসি শিরোপা জিতেছি, দুটি আবার আমার বায়ে দাঁড়ানো অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে। একটা বিষয় নিয়ে গর্ব করে বলতে পারি, তা হলো আমরা শুধু নামই কামাইনি, ক্রিকেটের এই যুগে শিরোপাও জিতেছি।’
আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে অবসর ভেঙে ফিরেছিলেন ব্রাভো। তবে সেই বিশ্বকাপটা যে এভাবে শেষ হয়ে যাবে, সেটা ভাবেননি ডানহাতি এই অলরাউন্ডার, ‘বিশ্বকাপটা এমন হবে আমরা সেটা ভাবিনি। এমন বিশ্বকাপ আমরা চাইনি। তবে যা হয়েছে তা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, ভীষণ কঠিন একটা প্রতিযোগিতা ছিল। আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৭ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে