
হৃদ্রোগে আক্রান্ত হয়ে কদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার আবিদ আলী। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এখন সেরে ওঠার পর্যায়ে আছেন এই ওপেনার। সুস্থ হওয়ার পর আবিদ আবার খেলায় ফিরতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে আবিদ বলেছেন, ফের ব্যাট হাতে মাঠে নামতে চান তিনি। নিজের সেরাটা দিয়েই প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।
অসুস্থ হওয়ার আগে বাংলাদেশ সফর থেকে সুখস্মৃতি নিয়েই দেশে ফিরেছিলেন আবিদ। কিন্তু ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচ খেলার সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন এই ক্রিকেটার। সম্প্রতি এক আলাপে নিজের অসুস্থতা নিয়ে কথা বলার সময় মাঠে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন আবিদ। তিনি বলেন, ‘ক্রিকেট আমার জীবন। এটা আমার জীবনের অমূল্য একটি দিক, আমি ক্রিকেট ছাড়তে চাই না। আমি যত দ্রুত সম্ভব ক্রিকেটে ফেরার চেষ্টা করব। আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছে সেখানে আমি আবার ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী।’
ক্রিকেটে ফেরা ও সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে আবিদ আরও বলেন, ‘পিসিবির চিকিৎসক দল আমার জন্য একটি পুনর্বাসন পরিকল্পনা নিয়েছে। অনুশীলনে আমি যত দ্রুত সম্ভব ব্যাট হাতে নিতে চাই।’
অসুস্থ হওয়ার আগে হৃদ্রোগের কোনো সমস্যা ছিল না আবিদের। কীভাবে অসুস্থ হলেন তা জানাতে গিয়ে আবিদ বলেন, ‘ব্যাটিং করার সময় আমি হঠাৎ অস্বস্তি ও ব্যথা অনুভব করতে শুরু করি। ব্যথা বেড়ে গেল আমি কিছুক্ষণ দৌড়ে নেই এবং পার্টনার আজহার আলীর সঙ্গে আলাপ করি। পরে আম্পায়ারের সঙ্গে কথা বলে মাঠ ত্যাগ করি। কিন্তু সীমানার কাছাকাছি যাওয়ার পর বমি ও মাথা ঘোরানো শুরু হয়। দলের সঙ্গে চিকিৎসক দ্রুত আমার কাছে আসেন। আমার প্যাড খুলে নেন এবং আমাকে হাসপাতালে নিয়ে যান।’

হৃদ্রোগে আক্রান্ত হয়ে কদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার আবিদ আলী। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এখন সেরে ওঠার পর্যায়ে আছেন এই ওপেনার। সুস্থ হওয়ার পর আবিদ আবার খেলায় ফিরতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে আবিদ বলেছেন, ফের ব্যাট হাতে মাঠে নামতে চান তিনি। নিজের সেরাটা দিয়েই প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।
অসুস্থ হওয়ার আগে বাংলাদেশ সফর থেকে সুখস্মৃতি নিয়েই দেশে ফিরেছিলেন আবিদ। কিন্তু ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচ খেলার সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন এই ক্রিকেটার। সম্প্রতি এক আলাপে নিজের অসুস্থতা নিয়ে কথা বলার সময় মাঠে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন আবিদ। তিনি বলেন, ‘ক্রিকেট আমার জীবন। এটা আমার জীবনের অমূল্য একটি দিক, আমি ক্রিকেট ছাড়তে চাই না। আমি যত দ্রুত সম্ভব ক্রিকেটে ফেরার চেষ্টা করব। আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছে সেখানে আমি আবার ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী।’
ক্রিকেটে ফেরা ও সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে আবিদ আরও বলেন, ‘পিসিবির চিকিৎসক দল আমার জন্য একটি পুনর্বাসন পরিকল্পনা নিয়েছে। অনুশীলনে আমি যত দ্রুত সম্ভব ব্যাট হাতে নিতে চাই।’
অসুস্থ হওয়ার আগে হৃদ্রোগের কোনো সমস্যা ছিল না আবিদের। কীভাবে অসুস্থ হলেন তা জানাতে গিয়ে আবিদ বলেন, ‘ব্যাটিং করার সময় আমি হঠাৎ অস্বস্তি ও ব্যথা অনুভব করতে শুরু করি। ব্যথা বেড়ে গেল আমি কিছুক্ষণ দৌড়ে নেই এবং পার্টনার আজহার আলীর সঙ্গে আলাপ করি। পরে আম্পায়ারের সঙ্গে কথা বলে মাঠ ত্যাগ করি। কিন্তু সীমানার কাছাকাছি যাওয়ার পর বমি ও মাথা ঘোরানো শুরু হয়। দলের সঙ্গে চিকিৎসক দ্রুত আমার কাছে আসেন। আমার প্যাড খুলে নেন এবং আমাকে হাসপাতালে নিয়ে যান।’

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৫ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৬ ঘণ্টা আগে