
হৃদ্রোগে আক্রান্ত হয়ে কদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার আবিদ আলী। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এখন সেরে ওঠার পর্যায়ে আছেন এই ওপেনার। সুস্থ হওয়ার পর আবিদ আবার খেলায় ফিরতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে আবিদ বলেছেন, ফের ব্যাট হাতে মাঠে নামতে চান তিনি। নিজের সেরাটা দিয়েই প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।
অসুস্থ হওয়ার আগে বাংলাদেশ সফর থেকে সুখস্মৃতি নিয়েই দেশে ফিরেছিলেন আবিদ। কিন্তু ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচ খেলার সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন এই ক্রিকেটার। সম্প্রতি এক আলাপে নিজের অসুস্থতা নিয়ে কথা বলার সময় মাঠে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন আবিদ। তিনি বলেন, ‘ক্রিকেট আমার জীবন। এটা আমার জীবনের অমূল্য একটি দিক, আমি ক্রিকেট ছাড়তে চাই না। আমি যত দ্রুত সম্ভব ক্রিকেটে ফেরার চেষ্টা করব। আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছে সেখানে আমি আবার ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী।’
ক্রিকেটে ফেরা ও সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে আবিদ আরও বলেন, ‘পিসিবির চিকিৎসক দল আমার জন্য একটি পুনর্বাসন পরিকল্পনা নিয়েছে। অনুশীলনে আমি যত দ্রুত সম্ভব ব্যাট হাতে নিতে চাই।’
অসুস্থ হওয়ার আগে হৃদ্রোগের কোনো সমস্যা ছিল না আবিদের। কীভাবে অসুস্থ হলেন তা জানাতে গিয়ে আবিদ বলেন, ‘ব্যাটিং করার সময় আমি হঠাৎ অস্বস্তি ও ব্যথা অনুভব করতে শুরু করি। ব্যথা বেড়ে গেল আমি কিছুক্ষণ দৌড়ে নেই এবং পার্টনার আজহার আলীর সঙ্গে আলাপ করি। পরে আম্পায়ারের সঙ্গে কথা বলে মাঠ ত্যাগ করি। কিন্তু সীমানার কাছাকাছি যাওয়ার পর বমি ও মাথা ঘোরানো শুরু হয়। দলের সঙ্গে চিকিৎসক দ্রুত আমার কাছে আসেন। আমার প্যাড খুলে নেন এবং আমাকে হাসপাতালে নিয়ে যান।’

হৃদ্রোগে আক্রান্ত হয়ে কদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার আবিদ আলী। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এখন সেরে ওঠার পর্যায়ে আছেন এই ওপেনার। সুস্থ হওয়ার পর আবিদ আবার খেলায় ফিরতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে আবিদ বলেছেন, ফের ব্যাট হাতে মাঠে নামতে চান তিনি। নিজের সেরাটা দিয়েই প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।
অসুস্থ হওয়ার আগে বাংলাদেশ সফর থেকে সুখস্মৃতি নিয়েই দেশে ফিরেছিলেন আবিদ। কিন্তু ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচ খেলার সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন এই ক্রিকেটার। সম্প্রতি এক আলাপে নিজের অসুস্থতা নিয়ে কথা বলার সময় মাঠে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন আবিদ। তিনি বলেন, ‘ক্রিকেট আমার জীবন। এটা আমার জীবনের অমূল্য একটি দিক, আমি ক্রিকেট ছাড়তে চাই না। আমি যত দ্রুত সম্ভব ক্রিকেটে ফেরার চেষ্টা করব। আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছে সেখানে আমি আবার ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী।’
ক্রিকেটে ফেরা ও সেরে ওঠার প্রক্রিয়া নিয়ে আবিদ আরও বলেন, ‘পিসিবির চিকিৎসক দল আমার জন্য একটি পুনর্বাসন পরিকল্পনা নিয়েছে। অনুশীলনে আমি যত দ্রুত সম্ভব ব্যাট হাতে নিতে চাই।’
অসুস্থ হওয়ার আগে হৃদ্রোগের কোনো সমস্যা ছিল না আবিদের। কীভাবে অসুস্থ হলেন তা জানাতে গিয়ে আবিদ বলেন, ‘ব্যাটিং করার সময় আমি হঠাৎ অস্বস্তি ও ব্যথা অনুভব করতে শুরু করি। ব্যথা বেড়ে গেল আমি কিছুক্ষণ দৌড়ে নেই এবং পার্টনার আজহার আলীর সঙ্গে আলাপ করি। পরে আম্পায়ারের সঙ্গে কথা বলে মাঠ ত্যাগ করি। কিন্তু সীমানার কাছাকাছি যাওয়ার পর বমি ও মাথা ঘোরানো শুরু হয়। দলের সঙ্গে চিকিৎসক দ্রুত আমার কাছে আসেন। আমার প্যাড খুলে নেন এবং আমাকে হাসপাতালে নিয়ে যান।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে