
স্টিভেন ফিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। ২০১০ সালের ১২ মার্চ চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন টেস্ট এই পেসার খেলেছেন বাংলাদেশের বিপক্ষে।
তার মধ্যে বাংলাদেশ সফরে দুই টেস্ট মিলিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তবে একই বছরের মে মাসে তামিম ইকবালের স্মরণীয় লর্ডস টেস্টে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট।
লর্ডস টেস্ট স্মরণীয় হয়ে আছে তামিমের ক্যারিয়ারে। প্রথম ইনিংস ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। বলেকয়ে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। তবে সেই টেস্ট বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। এর আগে বাংলাদেশ সফরেও ইংল্যান্ড সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে।
লর্ডস টেস্টে ইংলিশদের জয়ের নায়ক সেই ফিন আজ অবসর নিলেন ১৮ বছরের পেশাদারি ক্রিকেট ক্যারিয়ার থেকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তাঁকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে ২০১৭ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে। মূলত ইংল্যান্ড দলে ফিন জায়গা হারান ক্রিস ওকসের কাছে। অবশ্য কাউন্টিতে খেলে যাচ্ছিলেন তিনি। ৩৪ বছর বয়সী এই ডানহাতি সাসেক্স পেসার ৩৬ টেস্টে ৩০.৪০ গড়ে নিয়েছেন ১২৫ উইকেট। তাঁকে সাদা পোশাকে দেখা গেছে ২০১০-২০১৬ পর্যন্ত।
ফিনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০০৫ সালের জুনে, মিডলসেক্সের হয়ে। হাঁটুর চোটের কারণে তাঁকে গত বছরের জুলাই থেকে লাল বলের ক্রিকেটে দেখা যায়নি। ফিন ইংল্যান্ডের হয়ে ৬৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টিও খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৫৭০ উইকেট নিয়েছেন ১৬৪ ম্যাচে। সেরা বোলিং ফিগার ৩৭ রানে ৯ উইকেট।
৬ ফুট ৭ ইঞ্চি লম্বা ফিন প্রথম কাউন্টি ক্রিকেট খেলেন ১৬ বছর বয়সে। পেশাদারি ক্যারিয়ার থেকে বিদায়ের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গত ১২ মাস ধরে আমি নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করছিলাম এবং তাকে হারাতে চাইছিলাম। আমি ভাগ্যবান যে,২০০৫ সালে মিডলসেক্সের হয়ে অভিষেক ম্যাচ খেলতে পেরেছি। এই যাত্রাটা সহজ ছিল না। তবে আমি দুঃখিত যে, আর খেলতে সক্ষম নই বলে।’

স্টিভেন ফিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। ২০১০ সালের ১২ মার্চ চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন টেস্ট এই পেসার খেলেছেন বাংলাদেশের বিপক্ষে।
তার মধ্যে বাংলাদেশ সফরে দুই টেস্ট মিলিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তবে একই বছরের মে মাসে তামিম ইকবালের স্মরণীয় লর্ডস টেস্টে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট।
লর্ডস টেস্ট স্মরণীয় হয়ে আছে তামিমের ক্যারিয়ারে। প্রথম ইনিংস ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। বলেকয়ে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। তবে সেই টেস্ট বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। এর আগে বাংলাদেশ সফরেও ইংল্যান্ড সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে।
লর্ডস টেস্টে ইংলিশদের জয়ের নায়ক সেই ফিন আজ অবসর নিলেন ১৮ বছরের পেশাদারি ক্রিকেট ক্যারিয়ার থেকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তাঁকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে ২০১৭ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে। মূলত ইংল্যান্ড দলে ফিন জায়গা হারান ক্রিস ওকসের কাছে। অবশ্য কাউন্টিতে খেলে যাচ্ছিলেন তিনি। ৩৪ বছর বয়সী এই ডানহাতি সাসেক্স পেসার ৩৬ টেস্টে ৩০.৪০ গড়ে নিয়েছেন ১২৫ উইকেট। তাঁকে সাদা পোশাকে দেখা গেছে ২০১০-২০১৬ পর্যন্ত।
ফিনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০০৫ সালের জুনে, মিডলসেক্সের হয়ে। হাঁটুর চোটের কারণে তাঁকে গত বছরের জুলাই থেকে লাল বলের ক্রিকেটে দেখা যায়নি। ফিন ইংল্যান্ডের হয়ে ৬৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টিও খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৫৭০ উইকেট নিয়েছেন ১৬৪ ম্যাচে। সেরা বোলিং ফিগার ৩৭ রানে ৯ উইকেট।
৬ ফুট ৭ ইঞ্চি লম্বা ফিন প্রথম কাউন্টি ক্রিকেট খেলেন ১৬ বছর বয়সে। পেশাদারি ক্যারিয়ার থেকে বিদায়ের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গত ১২ মাস ধরে আমি নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করছিলাম এবং তাকে হারাতে চাইছিলাম। আমি ভাগ্যবান যে,২০০৫ সালে মিডলসেক্সের হয়ে অভিষেক ম্যাচ খেলতে পেরেছি। এই যাত্রাটা সহজ ছিল না। তবে আমি দুঃখিত যে, আর খেলতে সক্ষম নই বলে।’

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৪ ঘণ্টা আগে