
স্টিভেন ফিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। ২০১০ সালের ১২ মার্চ চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন টেস্ট এই পেসার খেলেছেন বাংলাদেশের বিপক্ষে।
তার মধ্যে বাংলাদেশ সফরে দুই টেস্ট মিলিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তবে একই বছরের মে মাসে তামিম ইকবালের স্মরণীয় লর্ডস টেস্টে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট।
লর্ডস টেস্ট স্মরণীয় হয়ে আছে তামিমের ক্যারিয়ারে। প্রথম ইনিংস ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। বলেকয়ে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। তবে সেই টেস্ট বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। এর আগে বাংলাদেশ সফরেও ইংল্যান্ড সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে।
লর্ডস টেস্টে ইংলিশদের জয়ের নায়ক সেই ফিন আজ অবসর নিলেন ১৮ বছরের পেশাদারি ক্রিকেট ক্যারিয়ার থেকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তাঁকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে ২০১৭ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে। মূলত ইংল্যান্ড দলে ফিন জায়গা হারান ক্রিস ওকসের কাছে। অবশ্য কাউন্টিতে খেলে যাচ্ছিলেন তিনি। ৩৪ বছর বয়সী এই ডানহাতি সাসেক্স পেসার ৩৬ টেস্টে ৩০.৪০ গড়ে নিয়েছেন ১২৫ উইকেট। তাঁকে সাদা পোশাকে দেখা গেছে ২০১০-২০১৬ পর্যন্ত।
ফিনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০০৫ সালের জুনে, মিডলসেক্সের হয়ে। হাঁটুর চোটের কারণে তাঁকে গত বছরের জুলাই থেকে লাল বলের ক্রিকেটে দেখা যায়নি। ফিন ইংল্যান্ডের হয়ে ৬৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টিও খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৫৭০ উইকেট নিয়েছেন ১৬৪ ম্যাচে। সেরা বোলিং ফিগার ৩৭ রানে ৯ উইকেট।
৬ ফুট ৭ ইঞ্চি লম্বা ফিন প্রথম কাউন্টি ক্রিকেট খেলেন ১৬ বছর বয়সে। পেশাদারি ক্যারিয়ার থেকে বিদায়ের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গত ১২ মাস ধরে আমি নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করছিলাম এবং তাকে হারাতে চাইছিলাম। আমি ভাগ্যবান যে,২০০৫ সালে মিডলসেক্সের হয়ে অভিষেক ম্যাচ খেলতে পেরেছি। এই যাত্রাটা সহজ ছিল না। তবে আমি দুঃখিত যে, আর খেলতে সক্ষম নই বলে।’

স্টিভেন ফিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। ২০১০ সালের ১২ মার্চ চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন টেস্ট এই পেসার খেলেছেন বাংলাদেশের বিপক্ষে।
তার মধ্যে বাংলাদেশ সফরে দুই টেস্ট মিলিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তবে একই বছরের মে মাসে তামিম ইকবালের স্মরণীয় লর্ডস টেস্টে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৯ উইকেট।
লর্ডস টেস্ট স্মরণীয় হয়ে আছে তামিমের ক্যারিয়ারে। প্রথম ইনিংস ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। বলেকয়ে সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। তবে সেই টেস্ট বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। এর আগে বাংলাদেশ সফরেও ইংল্যান্ড সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে।
লর্ডস টেস্টে ইংলিশদের জয়ের নায়ক সেই ফিন আজ অবসর নিলেন ১৮ বছরের পেশাদারি ক্রিকেট ক্যারিয়ার থেকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তাঁকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে ২০১৭ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে। মূলত ইংল্যান্ড দলে ফিন জায়গা হারান ক্রিস ওকসের কাছে। অবশ্য কাউন্টিতে খেলে যাচ্ছিলেন তিনি। ৩৪ বছর বয়সী এই ডানহাতি সাসেক্স পেসার ৩৬ টেস্টে ৩০.৪০ গড়ে নিয়েছেন ১২৫ উইকেট। তাঁকে সাদা পোশাকে দেখা গেছে ২০১০-২০১৬ পর্যন্ত।
ফিনের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০০৫ সালের জুনে, মিডলসেক্সের হয়ে। হাঁটুর চোটের কারণে তাঁকে গত বছরের জুলাই থেকে লাল বলের ক্রিকেটে দেখা যায়নি। ফিন ইংল্যান্ডের হয়ে ৬৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টিও খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৫৭০ উইকেট নিয়েছেন ১৬৪ ম্যাচে। সেরা বোলিং ফিগার ৩৭ রানে ৯ উইকেট।
৬ ফুট ৭ ইঞ্চি লম্বা ফিন প্রথম কাউন্টি ক্রিকেট খেলেন ১৬ বছর বয়সে। পেশাদারি ক্যারিয়ার থেকে বিদায়ের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গত ১২ মাস ধরে আমি নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করছিলাম এবং তাকে হারাতে চাইছিলাম। আমি ভাগ্যবান যে,২০০৫ সালে মিডলসেক্সের হয়ে অভিষেক ম্যাচ খেলতে পেরেছি। এই যাত্রাটা সহজ ছিল না। তবে আমি দুঃখিত যে, আর খেলতে সক্ষম নই বলে।’

মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
১ ঘণ্টা আগে
আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।
১ ঘণ্টা আগে
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের কথায় আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
৪ ঘণ্টা আগে