নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে—এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) তামিম ইকবালের গল্প এমনই। টুর্নামেন্টের শুরুর দিকে নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তিনি। সেই তামিম এবার টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে পাল্লা দিচ্ছেন। ফিফটি যেন তাঁর কাছে ডালভাত।
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরেছেন তামিম। ফরচুন বরিশালের হয়ে ৪৯২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন। জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কার। সংস্করণ বদলে ওয়ানডেতে প্রাইম ব্যাংকের হয়ে এরপর ডিপিএল শুরু করেন। এখানেও তিনি অধিনায়ক। তবে প্রথম তিন ম্যাচে তিনি করেন ১৭,১৬ ও ৬ রান। প্রথম তিন ম্যাচ মিলে যে তামিম ৫০ রান করতে পারেননি, এবার তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। ৫ ফিফটিতে টুর্নামেন্টে এখনো পর্যন্ত তাঁর রান ৪০৩। ৪৯৩ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তারই ডিপিএল সতীর্থ পারভেজ হোসেন ইমন। তামিমের চেয়ে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস বেশি মাহিদুল ইসলাম অঙ্কনের। মোহামেডানের হয়ে এখনো পর্যন্ত ৬টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন অঙ্কন।
তামিমের বদলে যাওয়ার শুরু ২১ মার্চ থেকে। বিকেএসপির তিন নম্বর মাঠে এবারের ডিপিএলের প্রথম ফিফটি করেন তিনি। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭৮ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৬৭ রান। টুর্নামেন্টের প্রথম ফিফটিকে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার পরিণত করেছেন হ্যাটট্রিক ফিফটিতে। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করেছেন ৫৪ ও ৬৫ রান। তামিম লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অবশ্য ফিফটি করতে পারেননি। তবে ৩০ মার্চের ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে ৩৫ রানের কার্যকর এক ইনিংস খেলেন। ৪০ বলের ইনিংসে মেরেছেন ৫ চার।
টানা ফিফটিতে মাঝে এক ম্যাচ বিরতি তামিমের পড়েছে ঠিকই। তবে ছন্দে ফিরতে (টানা ফিফটি) সময় লাগেনি তাঁর। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করেন ৭৪ রান। একই ধারাবাহিকতায় শেখ জামালের বিপক্ষে আজ করেছেন ৭০ বলে ৬৯ রান। মেরেছেন ৫ চার। তামিম টুর্নামেন্টে পঞ্চম ফিফটি করে ফেরার প্রাইম ব্যাংক এখন ধুঁকতে শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাইম ব্যাংক ৩০.৫ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করেছে প্রাইম ব্যাংক। মোহাম্মদ মিঠুন ব্যাটিং করছেন ১৩ বলে ১১ রান করে। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শেখ জামাল ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করেছে। দলটির ইনিংস সর্বোচ্চ ১১৫ রান করেন সাইফ হাসান। ওপেনিংয়ে নেমে ১২০ বলে ১২ চার ও ৩ ছক্কা মেরেছেন।

মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে—এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) তামিম ইকবালের গল্প এমনই। টুর্নামেন্টের শুরুর দিকে নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তিনি। সেই তামিম এবার টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে পাল্লা দিচ্ছেন। ফিফটি যেন তাঁর কাছে ডালভাত।
২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে পেশাদার ক্রিকেটে ফিরেছেন তামিম। ফরচুন বরিশালের হয়ে ৪৯২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন। জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কার। সংস্করণ বদলে ওয়ানডেতে প্রাইম ব্যাংকের হয়ে এরপর ডিপিএল শুরু করেন। এখানেও তিনি অধিনায়ক। তবে প্রথম তিন ম্যাচে তিনি করেন ১৭,১৬ ও ৬ রান। প্রথম তিন ম্যাচ মিলে যে তামিম ৫০ রান করতে পারেননি, এবার তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। ৫ ফিফটিতে টুর্নামেন্টে এখনো পর্যন্ত তাঁর রান ৪০৩। ৪৯৩ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তারই ডিপিএল সতীর্থ পারভেজ হোসেন ইমন। তামিমের চেয়ে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস বেশি মাহিদুল ইসলাম অঙ্কনের। মোহামেডানের হয়ে এখনো পর্যন্ত ৬টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন অঙ্কন।
তামিমের বদলে যাওয়ার শুরু ২১ মার্চ থেকে। বিকেএসপির তিন নম্বর মাঠে এবারের ডিপিএলের প্রথম ফিফটি করেন তিনি। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭৮ বলে ৬ চার ও ২ ছক্কায় করেন ৬৭ রান। টুর্নামেন্টের প্রথম ফিফটিকে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার পরিণত করেছেন হ্যাটট্রিক ফিফটিতে। গাজী গ্রুপ ক্রিকেটার্স ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করেছেন ৫৪ ও ৬৫ রান। তামিম লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অবশ্য ফিফটি করতে পারেননি। তবে ৩০ মার্চের ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে ৩৫ রানের কার্যকর এক ইনিংস খেলেন। ৪০ বলের ইনিংসে মেরেছেন ৫ চার।
টানা ফিফটিতে মাঝে এক ম্যাচ বিরতি তামিমের পড়েছে ঠিকই। তবে ছন্দে ফিরতে (টানা ফিফটি) সময় লাগেনি তাঁর। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে করেন ৭৪ রান। একই ধারাবাহিকতায় শেখ জামালের বিপক্ষে আজ করেছেন ৭০ বলে ৬৯ রান। মেরেছেন ৫ চার। তামিম টুর্নামেন্টে পঞ্চম ফিফটি করে ফেরার প্রাইম ব্যাংক এখন ধুঁকতে শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাইম ব্যাংক ৩০.৫ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করেছে প্রাইম ব্যাংক। মোহাম্মদ মিঠুন ব্যাটিং করছেন ১৩ বলে ১১ রান করে। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে শেখ জামাল ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করেছে। দলটির ইনিংস সর্বোচ্চ ১১৫ রান করেন সাইফ হাসান। ওপেনিংয়ে নেমে ১২০ বলে ১২ চার ও ৩ ছক্কা মেরেছেন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৩ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে