Ajker Patrika

বিকেএসপিতে তামিম–ঝড়

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : ৩১ মে ২০২১, ২০: ৫৯
বিকেএসপিতে তামিম–ঝড়

ঢাকা: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দিনে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ২২ বলে ৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন তামিম ইকবাল। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই বাঁহাতি ওপেনারের হাতে।

বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচটা শুরুতেই পড়ে বৃষ্টির বাধায়। ম্যাচ কমিয়ে আনা হয় ১২ ওভারে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইমের অধিনায়ক এনামুল হক বিজয়। নির্ধারিত ১২ ওভারে ৯২ রান করে গাজী গ্রুপ। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত একটা সিরিজ কাটানো মাহমুদউল্লাহ রিয়াদ ৫ রানের বেশি করতে পারেননি। ব্যর্থ হয়েছেন সৌম্য সরকারও (১৪)। শেষ দিকে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ৪ বলে ১৩ রানের ইনিংসে লড়াইয়ের স্কোর পায় প্রাইম।

৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক তামিম। ব্যাট হাতে ঝাল মেটালেন নাসুম-মুকিদুলদের ওপর। মাহাদী হাসানের বলে আকবর আলির হাতে স্টাম্পড হওয়ার আগে ২২ বলে খেলেছেন ৪৬ রানের ইনিংস। পাঁচ ছক্কার সঙ্গে মেরেছেন দুইটি চার। স্ট্রাইক রেটটাও ঝলঝলে—২০৯.০৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত