নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর এনে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ১৯৩ রানের স্বল্প পুঁজিতে নির্ভর করে লড়াইটা করেছিলেন বোলাররাই। কিন্তু নির্জীব উইকেটে লড়াই করলেও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেননি শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা।
আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয় ড্রেসিংরুমে ফিরেছিলেন দ্রুতই। তখনই পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম শতরানের জুটি গড়লেও স্কোরটা ১৯৩ তেই থামল।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিবও জানালেন, পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো উচিত হয়নি তাঁদের। বললেন, ‘আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম এবং আমরা কিছু বাজে শট খেলেছিলাম (যেগুলোতে উইকেট পড়েছে)। এই ধরনের উইকেটে আমাদের প্রথম দশ ওভারে চার উইকেট হারানো উচিত নয়, তবে এটি ঘটে।’
মুশফিকের সঙ্গে ১২০ বলে ১০০ রানের জুটিটা আরেকটু বড় না হওয়ার আক্ষেপও করলেন সাকিব, ‘আমাদের জুটি ভালো ছিল, আমরা ভেবেছিলাম, আরও ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে। এই ধরনের উইকেটে খুব খারাপ ব্যাটিং প্রদর্শন। কিন্তু আমাদের এখন পরেরটিতে (পরবর্তী ম্যাচে) যেতে হবে।’
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্যও স্পষ্ট। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বাবর আজমদের। তাই বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তারা এক নম্বর দল এবং এরই কারণ। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে, যারা পাকিস্তানের জন্য কাজটা সহজ করে দেয়। আমরা বোলিং বিভাগে ভালো করছি কিন্তু ব্যাটিং কিছুটা ভালো-মন্দের ছিল। আমাদের আরও ধারাবাহিকভাবে থাকতে হবে।’

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর এনে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ১৯৩ রানের স্বল্প পুঁজিতে নির্ভর করে লড়াইটা করেছিলেন বোলাররাই। কিন্তু নির্জীব উইকেটে লড়াই করলেও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেননি শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা।
আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয় ড্রেসিংরুমে ফিরেছিলেন দ্রুতই। তখনই পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম শতরানের জুটি গড়লেও স্কোরটা ১৯৩ তেই থামল।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিবও জানালেন, পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো উচিত হয়নি তাঁদের। বললেন, ‘আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম এবং আমরা কিছু বাজে শট খেলেছিলাম (যেগুলোতে উইকেট পড়েছে)। এই ধরনের উইকেটে আমাদের প্রথম দশ ওভারে চার উইকেট হারানো উচিত নয়, তবে এটি ঘটে।’
মুশফিকের সঙ্গে ১২০ বলে ১০০ রানের জুটিটা আরেকটু বড় না হওয়ার আক্ষেপও করলেন সাকিব, ‘আমাদের জুটি ভালো ছিল, আমরা ভেবেছিলাম, আরও ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে। এই ধরনের উইকেটে খুব খারাপ ব্যাটিং প্রদর্শন। কিন্তু আমাদের এখন পরেরটিতে (পরবর্তী ম্যাচে) যেতে হবে।’
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্যও স্পষ্ট। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বাবর আজমদের। তাই বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তারা এক নম্বর দল এবং এরই কারণ। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে, যারা পাকিস্তানের জন্য কাজটা সহজ করে দেয়। আমরা বোলিং বিভাগে ভালো করছি কিন্তু ব্যাটিং কিছুটা ভালো-মন্দের ছিল। আমাদের আরও ধারাবাহিকভাবে থাকতে হবে।’

টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৪১ মিনিট আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৪১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
৩ ঘণ্টা আগে