নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর এনে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ১৯৩ রানের স্বল্প পুঁজিতে নির্ভর করে লড়াইটা করেছিলেন বোলাররাই। কিন্তু নির্জীব উইকেটে লড়াই করলেও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেননি শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা।
আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয় ড্রেসিংরুমে ফিরেছিলেন দ্রুতই। তখনই পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম শতরানের জুটি গড়লেও স্কোরটা ১৯৩ তেই থামল।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিবও জানালেন, পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো উচিত হয়নি তাঁদের। বললেন, ‘আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম এবং আমরা কিছু বাজে শট খেলেছিলাম (যেগুলোতে উইকেট পড়েছে)। এই ধরনের উইকেটে আমাদের প্রথম দশ ওভারে চার উইকেট হারানো উচিত নয়, তবে এটি ঘটে।’
মুশফিকের সঙ্গে ১২০ বলে ১০০ রানের জুটিটা আরেকটু বড় না হওয়ার আক্ষেপও করলেন সাকিব, ‘আমাদের জুটি ভালো ছিল, আমরা ভেবেছিলাম, আরও ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে। এই ধরনের উইকেটে খুব খারাপ ব্যাটিং প্রদর্শন। কিন্তু আমাদের এখন পরেরটিতে (পরবর্তী ম্যাচে) যেতে হবে।’
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্যও স্পষ্ট। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বাবর আজমদের। তাই বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তারা এক নম্বর দল এবং এরই কারণ। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে, যারা পাকিস্তানের জন্য কাজটা সহজ করে দেয়। আমরা বোলিং বিভাগে ভালো করছি কিন্তু ব্যাটিং কিছুটা ভালো-মন্দের ছিল। আমাদের আরও ধারাবাহিকভাবে থাকতে হবে।’

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর এনে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ১৯৩ রানের স্বল্প পুঁজিতে নির্ভর করে লড়াইটা করেছিলেন বোলাররাই। কিন্তু নির্জীব উইকেটে লড়াই করলেও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেননি শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা।
আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয় ড্রেসিংরুমে ফিরেছিলেন দ্রুতই। তখনই পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম শতরানের জুটি গড়লেও স্কোরটা ১৯৩ তেই থামল।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিবও জানালেন, পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো উচিত হয়নি তাঁদের। বললেন, ‘আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম এবং আমরা কিছু বাজে শট খেলেছিলাম (যেগুলোতে উইকেট পড়েছে)। এই ধরনের উইকেটে আমাদের প্রথম দশ ওভারে চার উইকেট হারানো উচিত নয়, তবে এটি ঘটে।’
মুশফিকের সঙ্গে ১২০ বলে ১০০ রানের জুটিটা আরেকটু বড় না হওয়ার আক্ষেপও করলেন সাকিব, ‘আমাদের জুটি ভালো ছিল, আমরা ভেবেছিলাম, আরও ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে। এই ধরনের উইকেটে খুব খারাপ ব্যাটিং প্রদর্শন। কিন্তু আমাদের এখন পরেরটিতে (পরবর্তী ম্যাচে) যেতে হবে।’
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্যও স্পষ্ট। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বাবর আজমদের। তাই বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তারা এক নম্বর দল এবং এরই কারণ। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে, যারা পাকিস্তানের জন্য কাজটা সহজ করে দেয়। আমরা বোলিং বিভাগে ভালো করছি কিন্তু ব্যাটিং কিছুটা ভালো-মন্দের ছিল। আমাদের আরও ধারাবাহিকভাবে থাকতে হবে।’

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
৬ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
১৯ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
১ ঘণ্টা আগে