
বৃষ্টির আশঙ্কা যে ২০২৩ বিশ্বকাপে ছিল না, তা কিন্তু নয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হানাও দিয়েছে, কিন্তু পরিত্যক্ত হয়নি কোনো ম্যাচ। তবে বেঙ্গালুরুতে আজ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ঠিকমতো হয় কি না, তা নিয়ে রয়েছে অনেক শঙ্কা। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্যও।
বেঙ্গালুরুর চিন্নস্বামীতে বাংলাদেশ সময় আজ বেলা আড়াইটায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার সময় প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বাংলাদেশ সময় বেলা ২টায় বজ্রপাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। ৬৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তুমুল বৃষ্টি হতে পারে। রাত ৮টা পর্যন্ত বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে শ্রীলঙ্কার হবে ৫ পয়েন্ট ও আর নিউজিল্যান্ডের হবে ৯ পয়েন্ট। সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। পুনেতে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অন্যদিকে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগবে পাকিস্তানের। ১১ নভেম্বর কলকাতায় ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালের টিকিট কাটবে পাকিস্তান। ১৬, ১২ ও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল এই মুহূর্তে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর ৭, ৮, ৯ ও ১০ নম্বরে থাকা ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড প্রত্যেকেরই সমান ৪ পয়েন্ট।
তা ছাড়া এ সপ্তাহের সোমবার থেকে বেঙ্গালুরুতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণত দিনে গড়ে ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়। এর আগে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ও বেঙ্গালুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড এ দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল। ধর্মশালায় ৪৩ ওভারে হওয়া ম্যাচে নেদারল্যান্ডস ৩৮ রানে জিতে চমকে দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে দুবার বৃষ্টি হানা দিয়েছিল পাকিস্তানের ইনিংসে। বৃষ্টি আইনে ২১ রানে পাকিস্তান জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছিল কিউইরা। আর পাকিস্তান ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান করার পরই খেলা থেমে যায় বৃষ্টিতে।

বৃষ্টির আশঙ্কা যে ২০২৩ বিশ্বকাপে ছিল না, তা কিন্তু নয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হানাও দিয়েছে, কিন্তু পরিত্যক্ত হয়নি কোনো ম্যাচ। তবে বেঙ্গালুরুতে আজ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ঠিকমতো হয় কি না, তা নিয়ে রয়েছে অনেক শঙ্কা। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্যও।
বেঙ্গালুরুর চিন্নস্বামীতে বাংলাদেশ সময় আজ বেলা আড়াইটায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার সময় প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বাংলাদেশ সময় বেলা ২টায় বজ্রপাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। ৬৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তুমুল বৃষ্টি হতে পারে। রাত ৮টা পর্যন্ত বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে শ্রীলঙ্কার হবে ৫ পয়েন্ট ও আর নিউজিল্যান্ডের হবে ৯ পয়েন্ট। সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। পুনেতে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অন্যদিকে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগবে পাকিস্তানের। ১১ নভেম্বর কলকাতায় ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালের টিকিট কাটবে পাকিস্তান। ১৬, ১২ ও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল এই মুহূর্তে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর ৭, ৮, ৯ ও ১০ নম্বরে থাকা ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড প্রত্যেকেরই সমান ৪ পয়েন্ট।
তা ছাড়া এ সপ্তাহের সোমবার থেকে বেঙ্গালুরুতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণত দিনে গড়ে ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়। এর আগে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ও বেঙ্গালুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড এ দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল। ধর্মশালায় ৪৩ ওভারে হওয়া ম্যাচে নেদারল্যান্ডস ৩৮ রানে জিতে চমকে দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে দুবার বৃষ্টি হানা দিয়েছিল পাকিস্তানের ইনিংসে। বৃষ্টি আইনে ২১ রানে পাকিস্তান জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছিল কিউইরা। আর পাকিস্তান ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান করার পরই খেলা থেমে যায় বৃষ্টিতে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে