ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৭ জুলাই। এই সিরিজ সামনে রেখে আজ দল ঘোষণা করেছে। আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা এই দল নিয়ে খেলবেন ত্রিদেশীয় সিরিজেও। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকছে জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকা ও ত্রিদেশীয় সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুবাদের নেতৃত্ব দেবেন তামিম। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন জাওয়াদ আবরার। কয়েক মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে ৩০২ ও ২৮১ রান করেন আবরার ও তামিম। এই দুই ব্যাটার টপ অর্ডারে খেলেন। তামিমের খণ্ডকালীন বোলিংও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে আছেন আরেক টপ অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী। এই সিরিজ দিয়ে যুব দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফারজান আহমেদ আলিফ।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে আছেন দেবাশীষ সরকার দেবা, সামিউন বাশির রাতুলের মতো তারকা অলরাউন্ডার। ব্যাটিংয়ে আছেন রিফাত বেগ। বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত বছর ট্রিপল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছিলেন রিফাত। ওয়ানডে সিরিজ খেলতে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগামীকাল সকালে রওনা দেবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।
বেনোনিতে ১৭ জুলাই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৯ ও ২২ জুলাই। শেষ দুই ওয়ানডে ম্যাচও বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে। এরপর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক),জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজআন হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, মো: রাফিউজ্জামান রাফি, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, স্বাধীন ইসলাম, শাহরিয়ার আল আমিন, আব্দুল্লাহ, ফারজান আহমেদ আলিফ, রিফাত বেগ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৭ জুলাই। এই সিরিজ সামনে রেখে আজ দল ঘোষণা করেছে। আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা এই দল নিয়ে খেলবেন ত্রিদেশীয় সিরিজেও। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকছে জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকা ও ত্রিদেশীয় সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুবাদের নেতৃত্ব দেবেন তামিম। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন জাওয়াদ আবরার। কয়েক মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে ৩০২ ও ২৮১ রান করেন আবরার ও তামিম। এই দুই ব্যাটার টপ অর্ডারে খেলেন। তামিমের খণ্ডকালীন বোলিংও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে আছেন আরেক টপ অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী। এই সিরিজ দিয়ে যুব দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফারজান আহমেদ আলিফ।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে আছেন দেবাশীষ সরকার দেবা, সামিউন বাশির রাতুলের মতো তারকা অলরাউন্ডার। ব্যাটিংয়ে আছেন রিফাত বেগ। বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত বছর ট্রিপল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছিলেন রিফাত। ওয়ানডে সিরিজ খেলতে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগামীকাল সকালে রওনা দেবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।
বেনোনিতে ১৭ জুলাই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৯ ও ২২ জুলাই। শেষ দুই ওয়ানডে ম্যাচও বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে। এরপর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক),জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজআন হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, মো: রাফিউজ্জামান রাফি, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, স্বাধীন ইসলাম, শাহরিয়ার আল আমিন, আব্দুল্লাহ, ফারজান আহমেদ আলিফ, রিফাত বেগ

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৮ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে