ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৭ জুলাই। এই সিরিজ সামনে রেখে আজ দল ঘোষণা করেছে। আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা এই দল নিয়ে খেলবেন ত্রিদেশীয় সিরিজেও। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকছে জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকা ও ত্রিদেশীয় সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুবাদের নেতৃত্ব দেবেন তামিম। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন জাওয়াদ আবরার। কয়েক মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে ৩০২ ও ২৮১ রান করেন আবরার ও তামিম। এই দুই ব্যাটার টপ অর্ডারে খেলেন। তামিমের খণ্ডকালীন বোলিংও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে আছেন আরেক টপ অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী। এই সিরিজ দিয়ে যুব দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফারজান আহমেদ আলিফ।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে আছেন দেবাশীষ সরকার দেবা, সামিউন বাশির রাতুলের মতো তারকা অলরাউন্ডার। ব্যাটিংয়ে আছেন রিফাত বেগ। বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত বছর ট্রিপল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছিলেন রিফাত। ওয়ানডে সিরিজ খেলতে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগামীকাল সকালে রওনা দেবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।
বেনোনিতে ১৭ জুলাই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৯ ও ২২ জুলাই। শেষ দুই ওয়ানডে ম্যাচও বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে। এরপর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক),জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজআন হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, মো: রাফিউজ্জামান রাফি, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, স্বাধীন ইসলাম, শাহরিয়ার আল আমিন, আব্দুল্লাহ, ফারজান আহমেদ আলিফ, রিফাত বেগ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৭ জুলাই। এই সিরিজ সামনে রেখে আজ দল ঘোষণা করেছে। আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা এই দল নিয়ে খেলবেন ত্রিদেশীয় সিরিজেও। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সঙ্গে থাকছে জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকা ও ত্রিদেশীয় সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুবাদের নেতৃত্ব দেবেন তামিম। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন জাওয়াদ আবরার। কয়েক মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে ৩০২ ও ২৮১ রান করেন আবরার ও তামিম। এই দুই ব্যাটার টপ অর্ডারে খেলেন। তামিমের খণ্ডকালীন বোলিংও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে আছেন আরেক টপ অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকী। এই সিরিজ দিয়ে যুব দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফারজান আহমেদ আলিফ।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে আছেন দেবাশীষ সরকার দেবা, সামিউন বাশির রাতুলের মতো তারকা অলরাউন্ডার। ব্যাটিংয়ে আছেন রিফাত বেগ। বিকেএসপি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে গত বছর ট্রিপল সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছিলেন রিফাত। ওয়ানডে সিরিজ খেলতে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগামীকাল সকালে রওনা দেবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।
বেনোনিতে ১৭ জুলাই বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৯ ও ২২ জুলাই। শেষ দুই ওয়ানডে ম্যাচও বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে। এরপর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে জিম্বাবুয়ে।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক),জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজআন হোসেন, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, মো: রাফিউজ্জামান রাফি, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকী, সানজিদ মজুমদার, স্বাধীন ইসলাম, শাহরিয়ার আল আমিন, আব্দুল্লাহ, ফারজান আহমেদ আলিফ, রিফাত বেগ

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
২ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৩ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৪ ঘণ্টা আগে