
উজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলছেন ফখর জামান। সিরিজে এরই মধ্যে টানা দুটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। টানা সেঞ্চুরির পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়েও দিয়েছেন লাফ। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগোলেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
গত পরশু রাওয়ালপিন্ডিতে হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে ১৪৪ বলে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ফখর। ওয়ানডেতে ৬৭ ইনিংসে ৩০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বের ১২ তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিকও করেছেন ফখর। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার। ক্যারিয়ার সেরা ৭৮৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। শীর্ষে থাকা বাবর আজমের রেটিং ৮৮৭। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে এখন তিন পাকিস্তানি। পাঁচ নম্বরে আছেন ইমাম-উল-হক। তিন ও চারে আছেন রাসি ফন ডার ডাসেন ও শুভমান গিল।
ফখরের মতো পাল্লা দিয়ে রান করছেন ড্যারিল মিচেল। দুজনেই পাকিস্তান-নিউজিল্যান্ড চলমান ওয়ানডে সিরিজে টানা দুটি সেঞ্চুরি করেছেন মিচেল। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০০ এর বাইরে থেকে এসে ৫১ নম্বরে উঠে এসেছেন কিউই এই টপ অর্ডার ব্যাটার। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন টম লাথাম।
আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন প্রবাথ জয়সুরিয়া। ১৭ উইকেট নিয়ে সিরিজ সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি। ৭ টেস্টে ৫০ উইকেট নিয়ে টেস্টে স্পিনারদের মধ্যে দ্রুততম ‘ফিফটির’ রেকর্ড গড়লেন লঙ্কান এই বাঁহাতি স্পিনার। রমেশ মেন্ডিস ১০ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১১ উইকেট নিয়েছেন তিনি। আর টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অ্যাঞ্জেলো ম্যাথ্যুস এক ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন এবং কুশল মেন্ডিস তিন ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাথ্যুস সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি করেছেন মেন্ডিস।

উজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলছেন ফখর জামান। সিরিজে এরই মধ্যে টানা দুটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। টানা সেঞ্চুরির পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়েও দিয়েছেন লাফ। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগোলেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।
গত পরশু রাওয়ালপিন্ডিতে হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে ১৪৪ বলে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ফখর। ওয়ানডেতে ৬৭ ইনিংসে ৩০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বের ১২ তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিকও করেছেন ফখর। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার। ক্যারিয়ার সেরা ৭৮৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। শীর্ষে থাকা বাবর আজমের রেটিং ৮৮৭। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে এখন তিন পাকিস্তানি। পাঁচ নম্বরে আছেন ইমাম-উল-হক। তিন ও চারে আছেন রাসি ফন ডার ডাসেন ও শুভমান গিল।
ফখরের মতো পাল্লা দিয়ে রান করছেন ড্যারিল মিচেল। দুজনেই পাকিস্তান-নিউজিল্যান্ড চলমান ওয়ানডে সিরিজে টানা দুটি সেঞ্চুরি করেছেন মিচেল। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১০০ এর বাইরে থেকে এসে ৫১ নম্বরে উঠে এসেছেন কিউই এই টপ অর্ডার ব্যাটার। তিন ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন টম লাথাম।
আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন প্রবাথ জয়সুরিয়া। ১৭ উইকেট নিয়ে সিরিজ সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনি। ৭ টেস্টে ৫০ উইকেট নিয়ে টেস্টে স্পিনারদের মধ্যে দ্রুততম ‘ফিফটির’ রেকর্ড গড়লেন লঙ্কান এই বাঁহাতি স্পিনার। রমেশ মেন্ডিস ১০ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১১ উইকেট নিয়েছেন তিনি। আর টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অ্যাঞ্জেলো ম্যাথ্যুস এক ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন এবং কুশল মেন্ডিস তিন ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাথ্যুস সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি করেছেন মেন্ডিস।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে