নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এনামুল হক বিজয়ের কাছে অনেকটা মরীচিকার মতো। যতটা না সুযোগ পেয়েছেন, তার চেয়ে বেশি সময় বাইরে থাকতে হয়েছে তাঁকে। এমনকি কোনো সিরিজের দলে সুযোগ পেলেও একাদশে থাকবেন কি না, সেই নিশ্চয়তা থাকে না।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে যান বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’, টি-টোয়েন্টি—সব মিলিয়ে ৫১ সেঞ্চুরি করেছেন তিনি। গত পরশু মিরপুরে স্বীকৃত ক্রিকেটে ৫১তম সেঞ্চুরির দিনে বিজয় আজকের পত্রিকার সঙ্গে যখন কথা বলছিলেন, তখনো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেনি।
সিলেটে পরশু বাংলাদেশ হেরে যাওয়ার দিন বিজয়কে নিয়েই শেষমেশ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। তবে চট্টগ্রাম টেস্টে একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত করে বলার উপায় নেই। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছি। কখনো বুঝতে পারিনি, একাদশে থাকছি না কেন; আবার হঠাৎ দলে ডাকও পাচ্ছি। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। জাতীয় দলে রাখা, না-রাখা সম্পূর্ণ বিসিবির বিষয়। শুধু এটুকু বলতে পারি, নিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখিনি। আমি সঠিক ছিলাম। নিজেকে পূর্ণ প্রস্তুত মনে হয়েছে।’
দলে হঠাৎ ডাক পেলেও একাদশে সুযোগ না পাওয়ার ঘটনা বিজয়ের সঙ্গে ঘটেছে। আঙুলের চোটে সাকিব আল হাসানের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর বিজয়কে নেওয়া হয় বিশ্বকাপ দলে। তবে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে বিজয়ের সময় কাটে বেঞ্চে বসে। আরও একটু সুযোগ পেলে ক্যারিয়ারটা অন্য রকম হতে পারত বলে মনে করেন তিনি। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘বিসিবির সবাইকে আমি শ্রদ্ধা করি। আমার পক্ষে বা বিপক্ষে যে অবস্থানেই থাকুন না কেন। আমি কখনো কাউকে দোষ দিতে চাইনি। জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার বিষয়টাও তাঁদের সিদ্ধান্ত। আমাকে নিয়ে তাঁরা কী ভেবেছেন, সেটি তাঁরাই ভালো জানেন। তবে আমার মনে হয়েছে, যতটুকু সুযোগ পেয়েছি, সেটিকে যথাসাধ্য কাজে লাগানোর চেষ্টা করেছি। যদি আরও ধারাবাহিক সুযোগ পেতাম, হয়তো ছবিটা ভিন্ন হতে পারত।’
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ বিজয় খেলেছেন ২০২৪-এর মার্চে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২২ বলে ১২ রান করেছিলেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন এবারের ডিপিএলে। ৮৭৪ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে চারটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এনামুল হক বিজয়ের কাছে অনেকটা মরীচিকার মতো। যতটা না সুযোগ পেয়েছেন, তার চেয়ে বেশি সময় বাইরে থাকতে হয়েছে তাঁকে। এমনকি কোনো সিরিজের দলে সুযোগ পেলেও একাদশে থাকবেন কি না, সেই নিশ্চয়তা থাকে না।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে যান বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’, টি-টোয়েন্টি—সব মিলিয়ে ৫১ সেঞ্চুরি করেছেন তিনি। গত পরশু মিরপুরে স্বীকৃত ক্রিকেটে ৫১তম সেঞ্চুরির দিনে বিজয় আজকের পত্রিকার সঙ্গে যখন কথা বলছিলেন, তখনো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেনি।
সিলেটে পরশু বাংলাদেশ হেরে যাওয়ার দিন বিজয়কে নিয়েই শেষমেশ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। তবে চট্টগ্রাম টেস্টে একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত করে বলার উপায় নেই। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছি। কখনো বুঝতে পারিনি, একাদশে থাকছি না কেন; আবার হঠাৎ দলে ডাকও পাচ্ছি। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। জাতীয় দলে রাখা, না-রাখা সম্পূর্ণ বিসিবির বিষয়। শুধু এটুকু বলতে পারি, নিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখিনি। আমি সঠিক ছিলাম। নিজেকে পূর্ণ প্রস্তুত মনে হয়েছে।’
দলে হঠাৎ ডাক পেলেও একাদশে সুযোগ না পাওয়ার ঘটনা বিজয়ের সঙ্গে ঘটেছে। আঙুলের চোটে সাকিব আল হাসানের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর বিজয়কে নেওয়া হয় বিশ্বকাপ দলে। তবে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে বিজয়ের সময় কাটে বেঞ্চে বসে। আরও একটু সুযোগ পেলে ক্যারিয়ারটা অন্য রকম হতে পারত বলে মনে করেন তিনি। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘বিসিবির সবাইকে আমি শ্রদ্ধা করি। আমার পক্ষে বা বিপক্ষে যে অবস্থানেই থাকুন না কেন। আমি কখনো কাউকে দোষ দিতে চাইনি। জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার বিষয়টাও তাঁদের সিদ্ধান্ত। আমাকে নিয়ে তাঁরা কী ভেবেছেন, সেটি তাঁরাই ভালো জানেন। তবে আমার মনে হয়েছে, যতটুকু সুযোগ পেয়েছি, সেটিকে যথাসাধ্য কাজে লাগানোর চেষ্টা করেছি। যদি আরও ধারাবাহিক সুযোগ পেতাম, হয়তো ছবিটা ভিন্ন হতে পারত।’
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ বিজয় খেলেছেন ২০২৪-এর মার্চে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২২ বলে ১২ রান করেছিলেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন এবারের ডিপিএলে। ৮৭৪ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে চারটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে