নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান খেলছেন গল টাইটানসের হয়ে। সাকিব এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন লিটন দাসকে। গল টাইটানসের হয়ে খেলবেন লিটন।
এলপিএল খেলতে লিটনকে আজ অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্র জানিয়েছে, টুর্নামেন্টে দলের বাকি ম্যাচগুলো খেলবেন লিটন। বাংলাদেশের এই ক্রিকেটার দুপুর ১২টার ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন। ফেসবুকে ছবি পোস্ট করে লিটন ক্যাপশন দিয়েছেন, ‘কলম্বোতে যাচ্ছি।’
সাকিব, লিটন দুজনই এলপিএল খেলার আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছেন। কানাডায় সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। আর লিটন খেলেছেন সারে জাগুয়ার্সের হয়ে। ফাইনালে জাগুয়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টাইগার্স। তবে ফাইনালে খেলতে পারেননি সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার চার ম্যাচ খেলে উড়াল দিয়েছিলেন শ্রীলঙ্কায়। ৪ ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। আর ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে কানাডায় পুরো টুর্নামেন্ট খেলেও লিটন ছিলেন বিবর্ণ। আট ম্যাচে খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন সাত ম্যাচে। ২১.৭১ গড় ও ১০০.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ১৫২ রান।
এলপিএলে এখন পর্যন্ত সাকিব খেলেছেন ছয় ম্যাচ। ১৬.৬০ গড় ও ১২০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৮৩ রান। ৬.৬৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। আর পয়েন্ট তালিকায় পাঁচ দলের মধ্যে পাঁচ নম্বরে আছে গল টাইটানস। ছয় ম্যাচে ২টি জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান খেলছেন গল টাইটানসের হয়ে। সাকিব এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন লিটন দাসকে। গল টাইটানসের হয়ে খেলবেন লিটন।
এলপিএল খেলতে লিটনকে আজ অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্র জানিয়েছে, টুর্নামেন্টে দলের বাকি ম্যাচগুলো খেলবেন লিটন। বাংলাদেশের এই ক্রিকেটার দুপুর ১২টার ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন। ফেসবুকে ছবি পোস্ট করে লিটন ক্যাপশন দিয়েছেন, ‘কলম্বোতে যাচ্ছি।’
সাকিব, লিটন দুজনই এলপিএল খেলার আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছেন। কানাডায় সাকিব খেলেছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। আর লিটন খেলেছেন সারে জাগুয়ার্সের হয়ে। ফাইনালে জাগুয়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টাইগার্স। তবে ফাইনালে খেলতে পারেননি সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার চার ম্যাচ খেলে উড়াল দিয়েছিলেন শ্রীলঙ্কায়। ৪ ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। আর ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। অন্যদিকে কানাডায় পুরো টুর্নামেন্ট খেলেও লিটন ছিলেন বিবর্ণ। আট ম্যাচে খেলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন সাত ম্যাচে। ২১.৭১ গড় ও ১০০.৬৬ স্ট্রাইক রেটে করেছেন ১৫২ রান।
এলপিএলে এখন পর্যন্ত সাকিব খেলেছেন ছয় ম্যাচ। ১৬.৬০ গড় ও ১২০.২৮ স্ট্রাইক রেটে করেছেন ৮৩ রান। ৬.৬৮ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। আর পয়েন্ট তালিকায় পাঁচ দলের মধ্যে পাঁচ নম্বরে আছে গল টাইটানস। ছয় ম্যাচে ২টি জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে