ওকে: জসীম
ট্যাগ: খেলা, ক্রিকেট, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়ানডে বিশ্বকাপ, ২০২৩ বিশ্বকাপ
ক্যাপশন: ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার পর হেনরিখ ক্লাসেনের উদ্যাপন। ছবি: এএফপি
ইংল্যান্ডকে রেকর্ড ৪০০ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি অঘটন ঘটেছে। সেই দুই অঘটনের শিকার হওয়া দুই দল হচ্ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ক্ষত ভুলতে আজ ওয়াংখেড়েতে নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে তারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মিডল অর্ডার ব্যাটারের সৌজন্যে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। হেনরিখ ক্লাসেনের সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা। এতে করে বিশ্বকাপের ৪ ম্যাচের তিনটিতেই ৩০০ ছাড়ানো ইনিংস খেলল তারা। আর আগে ব্যাটিং করে সর্বশেষ ৬ ইনিংসের প্রতিটিতেই ৩০০-র বেশি রান করল।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার ম্যাচে চোটের কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে পায়নি প্রোটিয়ারা। আগের সর্বোচ্চ ছিল ৩৫৪ রানের। তাঁর না থাকায় আজ রিজা হেনড্রিকসের সঙ্গে ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি কক। কিন্তু আজ দলকে ভালো শুরু এনে দিতে পারেননি প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করা ডি কক। দলীয় এবং ব্যক্তিগত ৪ রানের মাথায় রিস টপলির বলে উইকেটরক্ষক ব্যাটারকে ক্যাচ দেন তিনি।
ডি কক দ্রুত ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সময় লাগেনি দক্ষিণ আফ্রিকার। রাসি ফন ডার ডুসেনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন হেনড্রিকস। দুজনের ১২১ রানের জুটি ভেঙে যায় ডুসেন ফিফটি করার পর আউট হলে। ব্যক্তিগত ৬০ রানে উইকেটরক্ষক ব্যাটার আউট হলেও প্রোটিয়াদের রানের চাকা থামেনি। চারে নেমে এইডেন মার্করামও ইংল্যান্ডের বোলাদের ওপর চড়াও হন।
ডুসেনের বিদায়ের পর অবশ্য বেশিক্ষণ টেকেননি হেনড্রিকসও। ১০০-র ওপর স্ট্রাইকরেটে ব্যাটিং করে ৮৫ রানে ফিরেছেন তিনি। ৭৫ বলের ইনিংসে ৯ চারের বিপরীতে ৩ ছক্কা ছিল। ১৫ রানের আক্ষেপে হেনড্রিকস পুড়লেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্লাসেন। মার্কো ইয়ানসেনের সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ১৫১ রানের জুটিতেই রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা। ৬১ বলে সেঞ্চুরির পর ১০৯ রানে আউট হন ক্লাসেন। ৬৭ বলের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছিলেন ১২ চার ও ৪ ছক্কায়।
অন্যদিকে সেঞ্চুরি না পেলেও ক্লাসেনের চেয়ে বিধ্বংসী ছিলেন অপরাজিত ইয়ানসেন। ১৭৮.৫৭ স্ট্রাইকরেটে ৪২ বলে ৭৫ রান করেছেন তিনি। ৩ চারের বিপরীতে মেরেছেন ৬ ছক্কা। শেষ ১০ ওভারে আজ ১৪৩ রান তুলেছে প্রোটিয়ারা। শেষ দিকে এমন বিধ্বংসী ব্যাটিংয়ের কারণেই নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। ৮৮ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার টপলি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৮ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১২ ঘণ্টা আগে