
রেকর্ড গড়ার ‘উৎসব’ যেন চলছে গল স্টেডিয়ামের শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টে। আইরিশদের পর এবার রেকর্ড গড়ছে শ্রীলঙ্কা। আইরিশদের ৫০০ ছুঁই ছুঁই রান টপকে লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে লঙ্কানরা। ১৩৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। যেখানে স্বাগতিকেরা হারিয়েছে মাত্র ১ উইকেট।
বিনা উইকেটে ৮১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা আজও ধরে রেখেছেন ডিমুথ করুণারত্নে ও নিশান মধুষ্কা। ওপেনিংয়ে ২৯২ বলে ২২৮ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। যা টেস্টে লঙ্কানদের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সর্বোচ্চ দুই উদ্বোধনী জুটির রেকর্ড গড়েছেন মারভান আতাপাত্তু ও সনাথ জয়সুরিয়া। আতাপাত্তু-জয়সুরিয়া জুটি ওপেনিংয়ে ৩৩৫ ও ২৮১ রানের জুটি গড়েছিলেন পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে।
আয়ারল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক উদ্বোধনী জুটি গড়ার পথে সেঞ্চুরি করেছেন করুণারত্নে, মধুষ্কা দুই ওপেনারই। টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন করুণারত্নে। আর ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মধুষ্কা। করুণারত্নে-মধুষ্কার মহাকাব্যিক জুটি ভেঙেছেন কার্টিস ক্যাম্ফার। ১৩৩ বলে ১১৫ রান করা শ্রীলঙ্কার অধিনায়ককে ফিরিয়েছেন ক্যাম্ফার। করুণারত্নের পর উইকেটে আসেন কুশল মেন্ডিস। টেস্টে সাদা বলের ক্রিকেট খেলা শুরু করেন মেন্ডিস।
বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা অবশ্য পুরো ৯০ ওভার হয়নি। ৫৮.৫ ওভার হয়েছে তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ৭৭ ওভারে ১ উইকেটে ৩৫৭ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। ২৩৪ বলে ১৪৯ রান করে অপরাজিত আছেন করুণারত্নে। আর ৯৬ বলে ৮৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন কুশল মেন্ডিস। লঙ্কানদের একমাত্র উইকেট নিয়েছেন কার্টিস ক্যাম্ফার।

রেকর্ড গড়ার ‘উৎসব’ যেন চলছে গল স্টেডিয়ামের শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টে। আইরিশদের পর এবার রেকর্ড গড়ছে শ্রীলঙ্কা। আইরিশদের ৫০০ ছুঁই ছুঁই রান টপকে লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে লঙ্কানরা। ১৩৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। যেখানে স্বাগতিকেরা হারিয়েছে মাত্র ১ উইকেট।
বিনা উইকেটে ৮১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা আজও ধরে রেখেছেন ডিমুথ করুণারত্নে ও নিশান মধুষ্কা। ওপেনিংয়ে ২৯২ বলে ২২৮ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। যা টেস্টে লঙ্কানদের তৃতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সর্বোচ্চ দুই উদ্বোধনী জুটির রেকর্ড গড়েছেন মারভান আতাপাত্তু ও সনাথ জয়সুরিয়া। আতাপাত্তু-জয়সুরিয়া জুটি ওপেনিংয়ে ৩৩৫ ও ২৮১ রানের জুটি গড়েছিলেন পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে।
আয়ারল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক উদ্বোধনী জুটি গড়ার পথে সেঞ্চুরি করেছেন করুণারত্নে, মধুষ্কা দুই ওপেনারই। টেস্ট ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নিয়েছেন করুণারত্নে। আর ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মধুষ্কা। করুণারত্নে-মধুষ্কার মহাকাব্যিক জুটি ভেঙেছেন কার্টিস ক্যাম্ফার। ১৩৩ বলে ১১৫ রান করা শ্রীলঙ্কার অধিনায়ককে ফিরিয়েছেন ক্যাম্ফার। করুণারত্নের পর উইকেটে আসেন কুশল মেন্ডিস। টেস্টে সাদা বলের ক্রিকেট খেলা শুরু করেন মেন্ডিস।
বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা অবশ্য পুরো ৯০ ওভার হয়নি। ৫৮.৫ ওভার হয়েছে তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ৭৭ ওভারে ১ উইকেটে ৩৫৭ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। ২৩৪ বলে ১৪৯ রান করে অপরাজিত আছেন করুণারত্নে। আর ৯৬ বলে ৮৩ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন কুশল মেন্ডিস। লঙ্কানদের একমাত্র উইকেট নিয়েছেন কার্টিস ক্যাম্ফার।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১৬ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৪১ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে