নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৬৭ রানে পড়েছিল বাংলাদেশের পঞ্চম উইকেট। অ্যাডাম জাম্পার বলে ম্যাথু ওয়েডের স্টাম্পিংয়ের শিকার মেহেদী হাসান। ম্যাচ জিততে তখনো প্রয়োজন ৫৫ রান। বল ছিল ৫২টি। স্বাভাবিকভাবে চাপে ছিল বাংলাদেশের ড্রেসিংরুম।
দারুণ এক জুটিতে সেই চাপ সরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। দলের ড্রেসিংরুম ‘ঠান্ডা’ তো তাঁরাই রেখেছেন। ম্যাচ জেতার পর তাই দুই ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১১.২ ওভারে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এর আগে ফিরে গেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৫৬ রানের জুটিতে আর চাপ বাড়তে দেননি আফিফ ও সোহান। দলকে ম্যাচ জিতিয়ে ফিরিয়েছেন ৮ বল বাকি থাকতেই।
৩১ বলে ৫ চার ও এক ছক্কায় অপরাজিত ৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন আফিফ। কালকের ৩ রানের ব্যর্থতা পেছনে রেখে ২১ বলে ২২ রানের ইনিংসে অপরাজিত ছিলেন সোহান। ম্যাচ শেষে দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহ, ‘খুবই ভালো লেগেছে যে আফিফ ও সোহান লড়াই করে গেছে, আমাদের শেষ পর্যন্ত নিয়ে গেছে। শুরুতে কয়েক উইকেট পড়ায় ড্রেসিংরুমে খানিকটা চাপ তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু আফিফ ও সোহান যেভাবে ব্যাটিং করেছে সেটাই ছিল স্বস্তির।’
অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রাখতে পারায় বোলারদেরও প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ, ‘আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে ১২১ রানের মধ্যে আটকে রেখেছে। এ ধরনের কন্ডিশনে মোস্তাফিজ সব সময়ই কার্যকরী। শরিফুলও খুবই ভালো বোলিং করেছে, অন্য বোলাররাও রান দিয়েছে কম। বাকি ম্যাচগুলোতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
৪ ওভারে ২২ রানে ১ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ১৭ বলে করেছেন ২৬ রান। দলের সেরা তারকাকেও প্রশংসার ভাগ দিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘সাকিব ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আবার বুঝিয়ে দিয়েছে আমাদের জন্য তার গুরুত্ব কতটা।’

৬৭ রানে পড়েছিল বাংলাদেশের পঞ্চম উইকেট। অ্যাডাম জাম্পার বলে ম্যাথু ওয়েডের স্টাম্পিংয়ের শিকার মেহেদী হাসান। ম্যাচ জিততে তখনো প্রয়োজন ৫৫ রান। বল ছিল ৫২টি। স্বাভাবিকভাবে চাপে ছিল বাংলাদেশের ড্রেসিংরুম।
দারুণ এক জুটিতে সেই চাপ সরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। দলের ড্রেসিংরুম ‘ঠান্ডা’ তো তাঁরাই রেখেছেন। ম্যাচ জেতার পর তাই দুই ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১১.২ ওভারে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এর আগে ফিরে গেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৫৬ রানের জুটিতে আর চাপ বাড়তে দেননি আফিফ ও সোহান। দলকে ম্যাচ জিতিয়ে ফিরিয়েছেন ৮ বল বাকি থাকতেই।
৩১ বলে ৫ চার ও এক ছক্কায় অপরাজিত ৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন আফিফ। কালকের ৩ রানের ব্যর্থতা পেছনে রেখে ২১ বলে ২২ রানের ইনিংসে অপরাজিত ছিলেন সোহান। ম্যাচ শেষে দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহ, ‘খুবই ভালো লেগেছে যে আফিফ ও সোহান লড়াই করে গেছে, আমাদের শেষ পর্যন্ত নিয়ে গেছে। শুরুতে কয়েক উইকেট পড়ায় ড্রেসিংরুমে খানিকটা চাপ তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু আফিফ ও সোহান যেভাবে ব্যাটিং করেছে সেটাই ছিল স্বস্তির।’
অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রাখতে পারায় বোলারদেরও প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ, ‘আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে ১২১ রানের মধ্যে আটকে রেখেছে। এ ধরনের কন্ডিশনে মোস্তাফিজ সব সময়ই কার্যকরী। শরিফুলও খুবই ভালো বোলিং করেছে, অন্য বোলাররাও রান দিয়েছে কম। বাকি ম্যাচগুলোতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
৪ ওভারে ২২ রানে ১ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ১৭ বলে করেছেন ২৬ রান। দলের সেরা তারকাকেও প্রশংসার ভাগ দিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘সাকিব ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আবার বুঝিয়ে দিয়েছে আমাদের জন্য তার গুরুত্ব কতটা।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১১ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১২ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১৩ ঘণ্টা আগে