নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই বছর পর আবারও সবার মাঝে ফিরেছে ঈদের আনন্দ। করোনার বিধিনিষেধ থাকায় আগের দুই বছর পরিবার নিয়ে আনন্দ উৎসব করে ঈদ উদযাপন করার সুযোগ ছিল না। তবে এবার সবকিছু স্বাভাবিক থাকায় পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। সবার মতো ঈদ আনন্দে ভেসেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
প্রতিটি ঈদেই ক্রিকেটারদের কোনো না কোনো ব্যস্ততা থাকে। এবার সেই ব্যস্ততা খুব একটা নেই। তারপরও আইপিএলে থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে দেশে যারা আছেন তাদের মধ্যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজরা পরিবারের সঙ্গে ব্যস্ত ঈদ উদযাপনে।
ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করেছেন ক্রিকেটাররা। সাকিব আল হাসান লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন), সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক, যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’
মুশফিকুর রহিম লিখেছেন, ‘ঈদ মোবারক।’ মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য কিছুই লিখেননি, শুধুমাত্র একটি ছবি সংযুক্ত করেই নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
চোটে পড়া পেসার তাসকিন আহমেদ চিকিৎসা নিতে ৬ মে লন্ডন যাওয়ার কথা। এর আগে পরিবারে সঙ্গে ঈদ করতে পেরে আনন্দিত তিনি। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া করবেন।’
তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও তার ছেলেকে গ্রামের বাড়িতে ঈদ আনন্দে ভেসেছেন। ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে মিরাজ লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটুক শান্তিতে। ঈদ মোবারক।’

দুই বছর পর আবারও সবার মাঝে ফিরেছে ঈদের আনন্দ। করোনার বিধিনিষেধ থাকায় আগের দুই বছর পরিবার নিয়ে আনন্দ উৎসব করে ঈদ উদযাপন করার সুযোগ ছিল না। তবে এবার সবকিছু স্বাভাবিক থাকায় পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। সবার মতো ঈদ আনন্দে ভেসেছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।
প্রতিটি ঈদেই ক্রিকেটারদের কোনো না কোনো ব্যস্ততা থাকে। এবার সেই ব্যস্ততা খুব একটা নেই। তারপরও আইপিএলে থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে দেশে যারা আছেন তাদের মধ্যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজরা পরিবারের সঙ্গে ব্যস্ত ঈদ উদযাপনে।
ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করেছেন ক্রিকেটাররা। সাকিব আল হাসান লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন), সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক, যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’
মুশফিকুর রহিম লিখেছেন, ‘ঈদ মোবারক।’ মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য কিছুই লিখেননি, শুধুমাত্র একটি ছবি সংযুক্ত করেই নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
চোটে পড়া পেসার তাসকিন আহমেদ চিকিৎসা নিতে ৬ মে লন্ডন যাওয়ার কথা। এর আগে পরিবারে সঙ্গে ঈদ করতে পেরে আনন্দিত তিনি। পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে ছবি প্রকাশ করে তাসকিন লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া করবেন।’
তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও তার ছেলেকে গ্রামের বাড়িতে ঈদ আনন্দে ভেসেছেন। ছেলের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে মিরাজ লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা। পরিবার পরিজনের সঙ্গে ঈদ কাটুক শান্তিতে। ঈদ মোবারক।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
১৮ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে