ক্রীড়া ডেস্ক
আরব আমিরাত সিরিজ শেষে লাহোরে ফিরলেও লাহোর কালান্দার্সের একাদশে গতকাল জায়গা হয়নি রিশাদ হোসেনের। ২৪ ঘণ্টা না জেতেই রিশাদ এবার জায়গা করে নিলেন একাদশে। তাঁর সঙ্গে আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। যেখানে রিশাদের বাংলায় বলা কথা উর্দুতে অনুবাদ করেছেন সাকিব।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। যে জিতবে, সে-ই উঠবে ফাইনালে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে রিশাদকে একাদশে নিয়েছে লাহোর কালান্দার্স। রিশাদকে স্বাগত জানানোর সেই মুহূর্ত ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। বাংলাদেশি লেগস্পিনার বলেন, ‘আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা না করে আর কোনো লক্ষ্য নেই। চ্যাম্পিয়ন হতে যা যা করা দরকার, সেগুলো আজ ও ২৫ তারিখ করতে হবে ইনশা আল্লাহ।’
রিশাদ বাংলায় যা বলেছেন, সেটা উর্দুতে সাকিব অনুবাদ করেছেন। সাকিব বলেছেন, ‘উসনে অ্যাই বোলা কি হামারা টার্গেট হ্যায় চ্যাম্পিয়ন হোনা। তো হাম উসহি তারাহ সেই খেলেঙ্গে অর উসহি তারাহ সেই কাম কারেঙ্গে চ্যাম্পিয়ন বানসাকে।’
রিশাদ-সাকিবের জায়গা হলেও মেহেদী হাসান মিরাজের আজ লাহোর কালান্দার্সের একাদশে সুযোগ মেলেনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফ্র্যাঞ্চাইজিটির অপর দুই ক্রিকেটার হলেন দুই লঙ্কান কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.২ ওভারে ৩ উইকেটে ১৩০ রান করেছে লাহোর কালান্দার্স। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল ফাইনাল খেলবে ২৫ মে। ফাইনালে এরই মধ্যে পৌঁছে গেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ইসলামাবাদ ইউনাইটেডকে পরশু রাতে প্রথম কোয়ালিফায়ারে ৩০ রানে হারায় কোয়েটা।
আরব আমিরাত সিরিজ শেষে লাহোরে ফিরলেও লাহোর কালান্দার্সের একাদশে গতকাল জায়গা হয়নি রিশাদ হোসেনের। ২৪ ঘণ্টা না জেতেই রিশাদ এবার জায়গা করে নিলেন একাদশে। তাঁর সঙ্গে আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। যেখানে রিশাদের বাংলায় বলা কথা উর্দুতে অনুবাদ করেছেন সাকিব।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। যে জিতবে, সে-ই উঠবে ফাইনালে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে রিশাদকে একাদশে নিয়েছে লাহোর কালান্দার্স। রিশাদকে স্বাগত জানানোর সেই মুহূর্ত ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। বাংলাদেশি লেগস্পিনার বলেন, ‘আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা না করে আর কোনো লক্ষ্য নেই। চ্যাম্পিয়ন হতে যা যা করা দরকার, সেগুলো আজ ও ২৫ তারিখ করতে হবে ইনশা আল্লাহ।’
রিশাদ বাংলায় যা বলেছেন, সেটা উর্দুতে সাকিব অনুবাদ করেছেন। সাকিব বলেছেন, ‘উসনে অ্যাই বোলা কি হামারা টার্গেট হ্যায় চ্যাম্পিয়ন হোনা। তো হাম উসহি তারাহ সেই খেলেঙ্গে অর উসহি তারাহ সেই কাম কারেঙ্গে চ্যাম্পিয়ন বানসাকে।’
রিশাদ-সাকিবের জায়গা হলেও মেহেদী হাসান মিরাজের আজ লাহোর কালান্দার্সের একাদশে সুযোগ মেলেনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফ্র্যাঞ্চাইজিটির অপর দুই ক্রিকেটার হলেন দুই লঙ্কান কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.২ ওভারে ৩ উইকেটে ১৩০ রান করেছে লাহোর কালান্দার্স। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল ফাইনাল খেলবে ২৫ মে। ফাইনালে এরই মধ্যে পৌঁছে গেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ইসলামাবাদ ইউনাইটেডকে পরশু রাতে প্রথম কোয়ালিফায়ারে ৩০ রানে হারায় কোয়েটা।
আঞ্চলিক ক্রিকেট বোর্ড বা ক্রিকেট কাঠামো তৈরির আলোচনা বেশ দীর্ঘ। যদিও সেভাবে আলোরমুখ দেখেনি বললেই চলে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান তিনি।
২ ঘণ্টা আগেছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা ক্রিকেট দল। গতকাল কিং সিটিতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে আমেরিকার প্রতিনিধিরা। আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক কানাডা টানা পঞ্চম জয় তুলে নিয়েছে।
৪ ঘণ্টা আগেঘুমিয়ে পড়া বাংলাদেশ ফুটবল জেগে ওঠার স্বপ্ন দেখছে প্রবাসী ফুটবলারদের ঘিরে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শুরুর একাদশে ৫ জনই ছিলেন প্রবাসী। যদিও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ, হেরেছে ২-১ গোলে। শুরুতে ধাক্কা খেলেও সফলতার খোঁজে বাংলাদেশ চোখ রাখতে পারে সুরিনামের দিকে।
৪ ঘণ্টা আগেক্লাব বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। রাত ১টায় রিয়াল খেলকে পাচুয়ার বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ড্র করেছে তারা। কাল সকাল ৭টায় ম্যানসিটি মাঠে নামবে সৌদির ক্লাব আল আইনের বিপক্ষে।
৫ ঘণ্টা আগে