আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নিজেকে প্রস্তুত করতে মিরপুরে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সকাল থেকে দুপুর পর্যন্ত কখনো সেন্টার উইকেট, কখনো ইনডোর কিংবা একাডেমি মাঠ—প্রস্তুতি সারতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যেন দিনরাত এক করে ফেলেছেন এই বাঁহাতি ব্যাটার। একেক দিন ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন একেক বোলারদের বিপক্ষে। আবার কখনো ফিটনেস নিয়ে করছেন কঠোর পরিশ্রম।
বিপিএল শুরু হতে এখনো বাকি ২৫ দিন। তবে দিন যতই গড়াচ্ছে, নিজের প্রস্তুতিতে বাড়তি চাপ দিচ্ছেন তামিম। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর ব্যাট হাতে নিজেকে আরও শাণিত করার চেষ্টা করছেন তিনি। তামিমের এই অনুশীলন যেন মাঠের ক্রিকেটে ফেরার এক অদম্য লড়াই। আর সেই প্রত্যাবর্তনের জন্যই তামিম নিজেকে প্রস্তুত করতে মিরপুরে দিনরাত এক করে কাজ করছেন। বিপিএলের জন্য প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে তাঁর নিবিড় অনুশীলন।
কিছুদিন আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন তামিম। এবার তাঁর লক্ষ্য ব্যাটিংয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া। আজ দুপুরে বিসিবির একাডেমি মাঠে শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করেন তিনি। বোলিং প্রান্তে ছিলেন আবু জায়েদ রাহি, রিপন মণ্ডল, নাঈম হাসানসহ বেশ কয়েকজন লেগ স্পিনার ও অফ স্পিনার। তাঁদের প্রতিটি ডেলিভারি সাবলীলভাবে সামলেছেন তামিম। তাঁর এই ব্যাটিং অনুশীলন দূর থেকে পর্যবেক্ষণ করেছেন বিসিবি কোচ সোহেল ইসলাম এবং ফরচুন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সংস্করণের এনসিএলের জন্য চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে নামবেন তামিম। এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজের প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন দেশের এই তারকা ব্যাটার। মিরপুরে আর চার দিন অনুশীলন সেরে সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
তামিমের অনুশীলন নিয়ে কোচ বাবুল বলেন, ‘আমি মূলত রিপন মণ্ডলের বোলিং দেখার জন্য দাঁড়িয়েছিলাম। তবে তামিমের ব্যাটিং দেখলাম অনেক দিন পর। ভালোই লাগল। শটগুলো খেলতে চাচ্ছে এবং ব্যাটে ভালোভাবেই বল লাগছে।’
বাবুল আরও যোগ করেন, ‘তামিমের ফেরাটা শুধু বিপিএলের জন্যই নয়, বরিশাল ফ্র্যাঞ্চাইজির জন্যও গুরুত্বপূর্ণ। শান্তও (নাজমুল হোসেন শান্ত) চোট কাটিয়ে সেরে উঠছে। আমার বিশ্বাস, বিপিএলে আমরা সবাইকে ফিট হিসেবেই পাব।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নিজেকে প্রস্তুত করতে মিরপুরে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সকাল থেকে দুপুর পর্যন্ত কখনো সেন্টার উইকেট, কখনো ইনডোর কিংবা একাডেমি মাঠ—প্রস্তুতি সারতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যেন দিনরাত এক করে ফেলেছেন এই বাঁহাতি ব্যাটার। একেক দিন ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন একেক বোলারদের বিপক্ষে। আবার কখনো ফিটনেস নিয়ে করছেন কঠোর পরিশ্রম।
বিপিএল শুরু হতে এখনো বাকি ২৫ দিন। তবে দিন যতই গড়াচ্ছে, নিজের প্রস্তুতিতে বাড়তি চাপ দিচ্ছেন তামিম। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর ব্যাট হাতে নিজেকে আরও শাণিত করার চেষ্টা করছেন তিনি। তামিমের এই অনুশীলন যেন মাঠের ক্রিকেটে ফেরার এক অদম্য লড়াই। আর সেই প্রত্যাবর্তনের জন্যই তামিম নিজেকে প্রস্তুত করতে মিরপুরে দিনরাত এক করে কাজ করছেন। বিপিএলের জন্য প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলছে তাঁর নিবিড় অনুশীলন।
কিছুদিন আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন তামিম। এবার তাঁর লক্ষ্য ব্যাটিংয়ে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া। আজ দুপুরে বিসিবির একাডেমি মাঠে শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করেন তিনি। বোলিং প্রান্তে ছিলেন আবু জায়েদ রাহি, রিপন মণ্ডল, নাঈম হাসানসহ বেশ কয়েকজন লেগ স্পিনার ও অফ স্পিনার। তাঁদের প্রতিটি ডেলিভারি সাবলীলভাবে সামলেছেন তামিম। তাঁর এই ব্যাটিং অনুশীলন দূর থেকে পর্যবেক্ষণ করেছেন বিসিবি কোচ সোহেল ইসলাম এবং ফরচুন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সংস্করণের এনসিএলের জন্য চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে নামবেন তামিম। এই টুর্নামেন্টকে সামনে রেখে নিজের প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন দেশের এই তারকা ব্যাটার। মিরপুরে আর চার দিন অনুশীলন সেরে সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
তামিমের অনুশীলন নিয়ে কোচ বাবুল বলেন, ‘আমি মূলত রিপন মণ্ডলের বোলিং দেখার জন্য দাঁড়িয়েছিলাম। তবে তামিমের ব্যাটিং দেখলাম অনেক দিন পর। ভালোই লাগল। শটগুলো খেলতে চাচ্ছে এবং ব্যাটে ভালোভাবেই বল লাগছে।’
বাবুল আরও যোগ করেন, ‘তামিমের ফেরাটা শুধু বিপিএলের জন্যই নয়, বরিশাল ফ্র্যাঞ্চাইজির জন্যও গুরুত্বপূর্ণ। শান্তও (নাজমুল হোসেন শান্ত) চোট কাটিয়ে সেরে উঠছে। আমার বিশ্বাস, বিপিএলে আমরা সবাইকে ফিট হিসেবেই পাব।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১২ ঘণ্টা আগে