
ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় ছিলেন অলিভার রবিনসন। লর্ডসে অভিষিক্ত সেই রবিনসনই এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। রবিনসনের ঘটনায় নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার তালিকায় নাম এসেছে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের! ১১ বছর আগে তাঁর একটি টুইট নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
স্টুয়ার্ট ব্রড আর অ্যান্ডারসন অনেক দিন ধরেই ইংলিশদের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। দুজনের বন্ধুত্বও দুর্দান্ত। সময় পেলেই টুইটারে খুনসুটি করতে দেখা যায় ইংলিশদের ইতিহাসসেরা এই পেস জুটিকে। ব্রডকে করা অ্যান্ডারসনের একটি টুইট এবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০ ফেব্রুয়ারি, ২০১০, অ্যান্ডারসন সেই টুইটে লেখেন, ‘নতুনভাবে চুল কাটার পর ব্রডিকে (ব্রড) প্রথমবার দেখলাম। ঠিক জানি না, তবে আমার মনে হল ওকে ১৫ বছরের সমকামীদের মতো দেখাচ্ছে।’ জানা গেছে, এই টুইট রবিনসন বিতর্কের পর মুছে ফেলেছেন অ্যান্ডারসন।
রবিনসনের নিষেধাজ্ঞার পর ইংলিশ ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয়তা খতিয়ে দেখা হচ্ছে। ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আরও এক ক্রিকেটারের ‘বর্ণবাদী’ টুইটের খোঁজ পেয়েছে ইসিবি। বর্তমান দলের সঙ্গেই আছেন সেই ক্রিকেটার। তবে এখনো তাঁর নাম জানা যায়নি। এর মধ্যে অ্যান্ডারসনের এই টুইট অবাক করেছে সবাইকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয় থাকা নিয়ে কথা বলেছেন আন্ডারসনও। ইংলিশ পেসার বলেছেন, ‘১০-১১ বছর আগের ঘটনা। আমি এখন সম্পূর্ণ অন্য একটা মানুষ। আমার মনে হয় এটাই বাস্তবতা; আপনি ভুল করবেন, আর ভুল থেকেই শিক্ষা নেবেন।’
ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আগানো উচিত মনে করেন ৩৭ বছর বয়সী অ্যান্ডারসন, ‘আগের পুরোনো টুইটগুলো আমাদের আবার দেখা উচিত। ভুলগুলো চিহ্নিত করে নিজেদের শোধরানোই সবচেয়ে ভালো ব্যাপার হতে পারে।’

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় ছিলেন অলিভার রবিনসন। লর্ডসে অভিষিক্ত সেই রবিনসনই এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ। রবিনসনের ঘটনায় নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার তালিকায় নাম এসেছে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের! ১১ বছর আগে তাঁর একটি টুইট নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
স্টুয়ার্ট ব্রড আর অ্যান্ডারসন অনেক দিন ধরেই ইংলিশদের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। দুজনের বন্ধুত্বও দুর্দান্ত। সময় পেলেই টুইটারে খুনসুটি করতে দেখা যায় ইংলিশদের ইতিহাসসেরা এই পেস জুটিকে। ব্রডকে করা অ্যান্ডারসনের একটি টুইট এবার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ২০ ফেব্রুয়ারি, ২০১০, অ্যান্ডারসন সেই টুইটে লেখেন, ‘নতুনভাবে চুল কাটার পর ব্রডিকে (ব্রড) প্রথমবার দেখলাম। ঠিক জানি না, তবে আমার মনে হল ওকে ১৫ বছরের সমকামীদের মতো দেখাচ্ছে।’ জানা গেছে, এই টুইট রবিনসন বিতর্কের পর মুছে ফেলেছেন অ্যান্ডারসন।
রবিনসনের নিষেধাজ্ঞার পর ইংলিশ ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয়তা খতিয়ে দেখা হচ্ছে। ইংলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আরও এক ক্রিকেটারের ‘বর্ণবাদী’ টুইটের খোঁজ পেয়েছে ইসিবি। বর্তমান দলের সঙ্গেই আছেন সেই ক্রিকেটার। তবে এখনো তাঁর নাম জানা যায়নি। এর মধ্যে অ্যান্ডারসনের এই টুইট অবাক করেছে সবাইকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয় থাকা নিয়ে কথা বলেছেন আন্ডারসনও। ইংলিশ পেসার বলেছেন, ‘১০-১১ বছর আগের ঘটনা। আমি এখন সম্পূর্ণ অন্য একটা মানুষ। আমার মনে হয় এটাই বাস্তবতা; আপনি ভুল করবেন, আর ভুল থেকেই শিক্ষা নেবেন।’
ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে আগানো উচিত মনে করেন ৩৭ বছর বয়সী অ্যান্ডারসন, ‘আগের পুরোনো টুইটগুলো আমাদের আবার দেখা উচিত। ভুলগুলো চিহ্নিত করে নিজেদের শোধরানোই সবচেয়ে ভালো ব্যাপার হতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
১ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতির পর ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাঈম শেখ। এই ব্যাটারকে কিনে তাঁক লাগিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটানসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে পেয়েছে দলটি।
২ ঘণ্টা আগে