ক্রীড়া ডেস্ক

লাহোরে কাল চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে দেখা হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। হাইভোল্টেজ ম্যাচের দুই দিন আগেই গতকাল অজিদের জন্য বিপজ্জনক একাদশ ঘোষণা করল ইংলিশরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্যাটিং ফরম্যাশনে কিছুটা পরিবর্তন এনেছে তারা। তিনে ব্যাট করা জো রুটকে চারে নামানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। অভিজ্ঞ এ ব্যাটারকে চারে নিয়ে আসায় শক্তি বেড়েছে মিডল অর্ডারে।
রুটের জায়গায় ব্যাটিংয়ের সুযোগ পাবেন তরুণ জেমি স্মিথ। সাত ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এখনো পাঁচের ওপরে ব্যাটিংয়ের সুযোগ হয়নি তাঁর। সবশেষ ভারত সফরে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ চোটে পড়ে খেলতে পারেননি স্মিথ। অস্ট্রেলিয়া ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্বও পালন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
ওপেনিংয়ে ব্যাটিং করবেন ফিল সল্ট ও বেন ডাকেট। তিনে স্মিথ। তারপরে স্তর অনুযায়ী জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার ও লিয়াম লিভিংস্টোন ব্যাটিং করতে নামবেন। একাদশে তিন পেসারের সঙ্গে আছেন লেগ স্পিনার আদিল রশিদ। চোটের কারণে ভারতের সফরে শেষ দুই ওয়ানডে খেলা হয়নি ব্রাইডন কার্সের। এই পেসার ফিরেছেন একাদশে। বোলিং আক্রমণে তাঁর সঙ্গে দুই গতি তারকা জোফরা আর্চার ও মার্ক উড আছেন।
তবে গাদ্দাফি স্টেডিয়ামের স্পোর্টিং উইকেট বিবেচনায় ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে ইংল্যান্ড। পঞ্চম বোলারের কোটা পূরণ করার জন্য তাঁরা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন ও রুটের ওপরই আস্থা রেখেছে। তবে লেগ স্পিনার আদিল রশিদের ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের একাদশ: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

লাহোরে কাল চ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে দেখা হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। হাইভোল্টেজ ম্যাচের দুই দিন আগেই গতকাল অজিদের জন্য বিপজ্জনক একাদশ ঘোষণা করল ইংলিশরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্যাটিং ফরম্যাশনে কিছুটা পরিবর্তন এনেছে তারা। তিনে ব্যাট করা জো রুটকে চারে নামানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। অভিজ্ঞ এ ব্যাটারকে চারে নিয়ে আসায় শক্তি বেড়েছে মিডল অর্ডারে।
রুটের জায়গায় ব্যাটিংয়ের সুযোগ পাবেন তরুণ জেমি স্মিথ। সাত ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এখনো পাঁচের ওপরে ব্যাটিংয়ের সুযোগ হয়নি তাঁর। সবশেষ ভারত সফরে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ চোটে পড়ে খেলতে পারেননি স্মিথ। অস্ট্রেলিয়া ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্বও পালন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
ওপেনিংয়ে ব্যাটিং করবেন ফিল সল্ট ও বেন ডাকেট। তিনে স্মিথ। তারপরে স্তর অনুযায়ী জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার ও লিয়াম লিভিংস্টোন ব্যাটিং করতে নামবেন। একাদশে তিন পেসারের সঙ্গে আছেন লেগ স্পিনার আদিল রশিদ। চোটের কারণে ভারতের সফরে শেষ দুই ওয়ানডে খেলা হয়নি ব্রাইডন কার্সের। এই পেসার ফিরেছেন একাদশে। বোলিং আক্রমণে তাঁর সঙ্গে দুই গতি তারকা জোফরা আর্চার ও মার্ক উড আছেন।
তবে গাদ্দাফি স্টেডিয়ামের স্পোর্টিং উইকেট বিবেচনায় ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে ইংল্যান্ড। পঞ্চম বোলারের কোটা পূরণ করার জন্য তাঁরা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন ও রুটের ওপরই আস্থা রেখেছে। তবে লেগ স্পিনার আদিল রশিদের ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের একাদশ: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে