
টুর্নামেন্ট বদলাতেই যেন বদলে গেল সবকিছু। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে খেলেছেন মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমিররা। এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রিজওয়ানের অধীনে খেলবেন বাবর-আমিররা। একই সঙ্গে রিজওয়ানকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন টুর্নামেন্টের এক ফ্র্যাঞ্চাইজি।
এবারের কানাডা লিগে ভ্যানকুভার নাইটসকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ভ্যানকুভার গত রাতে নিজেদের ফেসবুক পেজে রিজওয়ানের অধিনায়ক হওয়ার কথা নিশ্চিত করেছে। ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘গ্লোবাল টি-টোয়েন্টির চতুর্থ মৌসুমে ভ্যানকুভার নাইটস তাদের অধিনায়ক বেছে নিয়েছে। তিনি হলেন স্যার মোহাম্মদ রিজওয়ান। তাঁর দুর্দান্ত ব্যাটিং স্কিল ও দৃঢ় উইকেটরক্ষকের দায়িত্ব সামলে আমাদের শিরোপা এনে দিতে প্রস্তুত তিনি। নাইটসরা প্রস্তুত হও।’ সাত পাকিস্তানির মধ্যে এবার ভ্যানকুভারে খেলবেন চার ক্রিকেটার। রিজওয়ানের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন বাবর, আমির ও আসিফ আলি।
শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ খেলবেন টরন্টো ন্যাশনালসে। বাংলা টাইগার্স মিসিসাউগাতে খেলবেন ইফতিখার আহমেদ। এ দুই ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে বাংলাদেশ ও পাকিস্তানি ক্রিকেটারের সমাবেশ। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ হোসেনকে নিয়েছে টরন্টো। মিসিসাউগায় খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। সারে জাগুয়ার্স, ভ্যানকুভার, টরন্টো, মন্ট্রিয়ল টাইগার্স, মিসিসাউগা, ব্রাম্পটন উলভস—এই ছয় দল নিয়ে হবে ২০২৪ কানাডা টি-টোয়েন্টি লিগ। ২৫ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।
২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনবার হয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি, যার মধ্যে ২০১৮ সালে উদ্বোধনী মৌসুমে শিরোপা জিতেছে ভ্যানকুভার। ২০১৯ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে উইনিপেগ হকস। এই আসরের রানার্সআপ ভ্যানকুভার। ২০২৩ সালে সবশেষ কানাডা লিগে সারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়ল। গত বছর মন্ট্রিয়লে খেলেছিলেন সাকিব। সাকিবের সাবেক দলেই এবার খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন।

টুর্নামেন্ট বদলাতেই যেন বদলে গেল সবকিছু। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে খেলেছেন মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমিররা। এবার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রিজওয়ানের অধীনে খেলবেন বাবর-আমিররা। একই সঙ্গে রিজওয়ানকে ‘স্যার’ বলে সম্বোধন করেছেন টুর্নামেন্টের এক ফ্র্যাঞ্চাইজি।
এবারের কানাডা লিগে ভ্যানকুভার নাইটসকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। ভ্যানকুভার গত রাতে নিজেদের ফেসবুক পেজে রিজওয়ানের অধিনায়ক হওয়ার কথা নিশ্চিত করেছে। ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ‘গ্লোবাল টি-টোয়েন্টির চতুর্থ মৌসুমে ভ্যানকুভার নাইটস তাদের অধিনায়ক বেছে নিয়েছে। তিনি হলেন স্যার মোহাম্মদ রিজওয়ান। তাঁর দুর্দান্ত ব্যাটিং স্কিল ও দৃঢ় উইকেটরক্ষকের দায়িত্ব সামলে আমাদের শিরোপা এনে দিতে প্রস্তুত তিনি। নাইটসরা প্রস্তুত হও।’ সাত পাকিস্তানির মধ্যে এবার ভ্যানকুভারে খেলবেন চার ক্রিকেটার। রিজওয়ানের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন বাবর, আমির ও আসিফ আলি।
শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ খেলবেন টরন্টো ন্যাশনালসে। বাংলা টাইগার্স মিসিসাউগাতে খেলবেন ইফতিখার আহমেদ। এ দুই ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে বাংলাদেশ ও পাকিস্তানি ক্রিকেটারের সমাবেশ। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি রিশাদ হোসেনকে নিয়েছে টরন্টো। মিসিসাউগায় খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। সারে জাগুয়ার্স, ভ্যানকুভার, টরন্টো, মন্ট্রিয়ল টাইগার্স, মিসিসাউগা, ব্রাম্পটন উলভস—এই ছয় দল নিয়ে হবে ২০২৪ কানাডা টি-টোয়েন্টি লিগ। ২৫ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্টটি।
২০১৮ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনবার হয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি, যার মধ্যে ২০১৮ সালে উদ্বোধনী মৌসুমে শিরোপা জিতেছে ভ্যানকুভার। ২০১৯ সালে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে উইনিপেগ হকস। এই আসরের রানার্সআপ ভ্যানকুভার। ২০২৩ সালে সবশেষ কানাডা লিগে সারেকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মন্ট্রিয়ল। গত বছর মন্ট্রিয়লে খেলেছিলেন সাকিব। সাকিবের সাবেক দলেই এবার খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩১ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে