Ajker Patrika

বিসিবির সঙ্গে বসবেন রহস্যময় পোস্ট দেওয়া রুমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১১: ৪৮
বিসিবির সঙ্গে বসবেন রহস্যময় পোস্ট দেওয়া রুমানা

পরশু রাতে হঠাৎ রহস্যময় একটি পোস্ট দেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। ‘নো মোর ক্রিকেট’ লেখা সেই পোস্টের বিষয়টি গতকালও পরিষ্কার হয়নি। সংবাদমাধ্যমকে বিস্তারিত জানানোর আগে বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বসতে চান রুমানা। 

গতকাল খুলনা থেকে রুমানা আজকের পত্রিকাকে বলেছেন, ‘কদিনের মধ্যে আমি ঢাকা ফিরব। এরপর বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব। তারপর এ নিয়ে বিস্তারিত কথা বলব।’ রুমানার কথায় যেটা বোঝা গেছে, তিনি কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার ক্রিকেট থেকে আপাতত দূরে থাকতে চান। ফেসবুকে ‘নো মোর ক্রিকেট’ লিখেছেন সে কারণেই। জানা গেছে, হতাশা-অভিমান থেকেই ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন রুমানা। গত মে মাসে শ্রীলঙ্কা সফর থেকে জাতীয় দলে নেই তিনি। তখন বলা হয়েছিল, বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়র এই ক্রিকেটারকে। 

রুমানা অবশ্য সংবাদমাধ্যমে তাঁকে বিশ্রামের মোড়কে বাদ দেওয়ার কথা জানিয়ে বিসিবির তোপের মুখে পড়েন। গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো সিরিজের দলেই দেখা যায়নি রুমানাকে। সামনেও তিনি দলের পরিকল্পনায় থাকবে কি না, নিশ্চয়তা নেই। সব মিলিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ভুগছেন ৫০ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত