ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ সিরিজ। এই সময়ে এসে একের এক ধাক্কা খেয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে এসে বাধ্য হয়ে দলে পরিবর্তন এনেছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ, পঞ্চম-এই শেষ দুই টি-টোয়েন্টি খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে ওবেদ ম্যাকয়কে নিয়েরছে উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ম্যাকয়কে রাখা হয়নি। কারণ, এই সিরিজের আগে অনুষ্ঠিত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) চোটে পড়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবশেষ ম্যাকয় খেলেছেন এ বছরের আগস্টে। ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এক ওভারে ১৭ রান দিয়েও কোনো উইকেট পাননি। সেই ম্যাচ ক্যারিবীয়রা ছিল বৃষ্টি আইনে ২২ বল হাতে রেখে ৮ উইকেটে।
২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। শেষ টেস্টটি শুরু হচ্ছে জ্যামাইকার কিংসটনে। এরপর ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ১৮ ও ২০ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
সেন্ট লুসিয়ায় পরশু রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও ফোর্ড খেলতে পারেননি। কারণ, তিনি তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময়ই ঊরুতে চোট পেয়েছিলেন। উইন্ডিজের জার্সিতে সবশেষ ফোর্ড খেলেছেন বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তাঁকে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে নেওয়া হয়েছিল আলজারি জোসেফের কাভার হিসেবে। যেখানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝগড়া করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন জোসেফ। ফোর্ডের পরিবর্তে সেন্ট লুসিয়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেন জোসেফ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে এসেই ভিন্নরূপে দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। বার্বাডোজে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জেতে ৮ ও ৭ উইকেটে। সেই দুই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৯ ও ৩১ বল হাতে রেখে। লড়াই করতে পেরেছিল শুধু তৃতীয় টি-টোয়েন্টিতে। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জেতে ৪ বল হাতে রেখে ৩ উইকেটে। একই মাঠে আজ ও আগামীকাল সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। শেষ দুই ম্যাচই বাংলাদেশ সময় রাত দুইটায় হবে।

ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ সিরিজ। এই সময়ে এসে একের এক ধাক্কা খেয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে এসে বাধ্য হয়ে দলে পরিবর্তন এনেছে উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের পেসার ম্যাথু ফোর্ড ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ, পঞ্চম-এই শেষ দুই টি-টোয়েন্টি খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে ওবেদ ম্যাকয়কে নিয়েরছে উইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে ম্যাকয়কে রাখা হয়নি। কারণ, এই সিরিজের আগে অনুষ্ঠিত ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) চোটে পড়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবশেষ ম্যাকয় খেলেছেন এ বছরের আগস্টে। ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এক ওভারে ১৭ রান দিয়েও কোনো উইকেট পাননি। সেই ম্যাচ ক্যারিবীয়রা ছিল বৃষ্টি আইনে ২২ বল হাতে রেখে ৮ উইকেটে।
২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা। শেষ টেস্টটি শুরু হচ্ছে জ্যামাইকার কিংসটনে। এরপর ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ১৮ ও ২০ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
সেন্ট লুসিয়ায় পরশু রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও ফোর্ড খেলতে পারেননি। কারণ, তিনি তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময়ই ঊরুতে চোট পেয়েছিলেন। উইন্ডিজের জার্সিতে সবশেষ ফোর্ড খেলেছেন বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। তাঁকে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে নেওয়া হয়েছিল আলজারি জোসেফের কাভার হিসেবে। যেখানে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের সঙ্গে ঝগড়া করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন জোসেফ। ফোর্ডের পরিবর্তে সেন্ট লুসিয়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেন জোসেফ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজে এসেই ভিন্নরূপে দেখা যাচ্ছে ইংল্যান্ডকে। বার্বাডোজে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জেতে ৮ ও ৭ উইকেটে। সেই দুই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ১৯ ও ৩১ বল হাতে রেখে। লড়াই করতে পেরেছিল শুধু তৃতীয় টি-টোয়েন্টিতে। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জেতে ৪ বল হাতে রেখে ৩ উইকেটে। একই মাঠে আজ ও আগামীকাল সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। শেষ দুই ম্যাচই বাংলাদেশ সময় রাত দুইটায় হবে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৭ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৮ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে