নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট ক্রিকেটকে হঠাৎ বিদায় জানিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে টেস্টের তৃতীয় দিন শেষেই গুঞ্জন ওঠে অবসর নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও টেস্টর শেষ দিনে মাঠে নামার আগে তাঁকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। ম্যাচের পর সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে লিখেছেনও।
টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, উইকেটকিপার মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজসহ অনেকেই তাদের ফেসবুক পেজে মাহমুদউল্লাহকে নিয়ে লিখেছেন।
তামিম ইকবাল লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই টেস্ট ক্রিকেটে আপনি বাংলাদেশকে যে সেবা দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এখন সীমিত ওভার ক্রিকেটে আপনার সঙ্গে ড্রেসিংরুমে ভালো কিছু সময় কাটানোর অপেক্ষা করছি।’
মুমিনুল হক লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারাটা ছিল সম্মানের বিষয়। আপনার অবদান এবং ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’
ওপেনার লিটন দাস লিখেছেন, ‘রিয়াদ ভাইয়ের সঙ্গে খেলতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সাদা পোশাকে আপনাকে খুবই মিস করবো।’
পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘রিয়াদ ভাই সবসময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমরা একসাথে টেস্ট অভিষেক করেছিলাম। ভবিষ্যতে আর একসাথে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে আরও দীর্ঘ সময় তাকে পাব ইনশাআল্লাহ্।’
স্পিনার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘অসাধারণ চেতনার দারুণ একজন ক্রীড়াব্যক্তিত্ব। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে আপনি টেস্ট ছেড়ে দিচ্ছেন। খেলোয়াড়, সমর্থক আর টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু শিখতে চাই। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, যেখানেই নতুন চ্যালেঞ্জ নিন না কেন, সেটা উপভোগ করবেন।’
মাহমুদউল্লাহর অবসরের নিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিম অবশ্য কিছু লেখেননি। এই টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে লিখেছেন, ‘নিজের ৫০ তম টেস্টে ম্যাচ জেতানো পারফরম্যান্স আর ম্যাচসেরা হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই রিয়াদ ভাই। মাশা আল্লাহ!’

টেস্ট ক্রিকেটকে হঠাৎ বিদায় জানিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে টেস্টের তৃতীয় দিন শেষেই গুঞ্জন ওঠে অবসর নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও টেস্টর শেষ দিনে মাঠে নামার আগে তাঁকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। ম্যাচের পর সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে লিখেছেনও।
টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, উইকেটকিপার মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজসহ অনেকেই তাদের ফেসবুক পেজে মাহমুদউল্লাহকে নিয়ে লিখেছেন।
তামিম ইকবাল লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই টেস্ট ক্রিকেটে আপনি বাংলাদেশকে যে সেবা দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এখন সীমিত ওভার ক্রিকেটে আপনার সঙ্গে ড্রেসিংরুমে ভালো কিছু সময় কাটানোর অপেক্ষা করছি।’
মুমিনুল হক লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারাটা ছিল সম্মানের বিষয়। আপনার অবদান এবং ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’
ওপেনার লিটন দাস লিখেছেন, ‘রিয়াদ ভাইয়ের সঙ্গে খেলতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সাদা পোশাকে আপনাকে খুবই মিস করবো।’
পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘রিয়াদ ভাই সবসময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমরা একসাথে টেস্ট অভিষেক করেছিলাম। ভবিষ্যতে আর একসাথে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে আরও দীর্ঘ সময় তাকে পাব ইনশাআল্লাহ্।’
স্পিনার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘অসাধারণ চেতনার দারুণ একজন ক্রীড়াব্যক্তিত্ব। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে আপনি টেস্ট ছেড়ে দিচ্ছেন। খেলোয়াড়, সমর্থক আর টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু শিখতে চাই। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, যেখানেই নতুন চ্যালেঞ্জ নিন না কেন, সেটা উপভোগ করবেন।’
মাহমুদউল্লাহর অবসরের নিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিম অবশ্য কিছু লেখেননি। এই টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে লিখেছেন, ‘নিজের ৫০ তম টেস্টে ম্যাচ জেতানো পারফরম্যান্স আর ম্যাচসেরা হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই রিয়াদ ভাই। মাশা আল্লাহ!’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে