ক্রীড়া ডেস্ক

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
আফগানিস্তানের নেট রান রেট-০.৯৯০, সেমির আশা প্রায় নিভু নিভু। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট + ২.১৪০। এ অবস্থায় আফগানিস্তান সেমির যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০৭ রানে হারতে হবে ইংল্যান্ডের কাছে (যদি ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নামে)। ইংল্যান্ডকে পুরো ৫০ ওভারই ব্যাটিং করতে হবে।
দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করে তাহলে সুযোগটা আরও বেশি থাকবে সেমিতে যাওয়ার। তারপরও আফগানদের সুযোগ আছে এখানেও। এ জন্য প্রোটিয়ারা যে লক্ষ্য দেবে, সেটি খুব দ্রুত তাড়া করতে হবে ইংলিশদের। ৫০ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হলে, ইংল্যান্ডকে ৫.৪ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে। ৭৫ রান হলে, ৭. ৬ ওভারে তাড়া করতে হবে। ১০০ রান হলে, ৯. ৬ ওভারে তাড়া করতে হবে। ১২৫ রান হলে, ইংল্যান্ডকে ১১.৫ ওভারে তাড়া করতে হবে।
আজকের খেলা
ক্রিকেট
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩টা, সরাসরি
নাগরিক টিভি, টি স্পোর্টস
উইমেন’স প্রিমিয়ার লিগ
দিল্লি-বেঙ্গালুরু
রাত ৮টা, সরাসরি
স্টার স্পোর্টস ১
ফুটবল
বুন্দেসলিগা
সেন্ট পাওলি-বরুসিয়া ডর্টমুন্ড
রাত ৮টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ৫
ফ্রাঙ্কফুর্ট-লেভারকুসেন
রাত টা ১১টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ২
এফএ কাপ
ক্রিস্টাল প্যালেস-মিলওয়াল
সন্ধ্যা ৬টা ১৫ মি. সরাসরি
সনি টেন ৫
ম্যানচেস্টার সিটি-প্লাইমাউথ
রাত ১১টা ৪৫ মি. , সরাসরি
সনি টেন ২
টেনিস
ফাইনাল: দুবাই চ্যাম্পিয়নশিপ
রাত ৯টা, সরাসরি
ইউরোস্পোর্ট

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
আফগানিস্তানের নেট রান রেট-০.৯৯০, সেমির আশা প্রায় নিভু নিভু। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট + ২.১৪০। এ অবস্থায় আফগানিস্তান সেমির যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০৭ রানে হারতে হবে ইংল্যান্ডের কাছে (যদি ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নামে)। ইংল্যান্ডকে পুরো ৫০ ওভারই ব্যাটিং করতে হবে।
দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করে তাহলে সুযোগটা আরও বেশি থাকবে সেমিতে যাওয়ার। তারপরও আফগানদের সুযোগ আছে এখানেও। এ জন্য প্রোটিয়ারা যে লক্ষ্য দেবে, সেটি খুব দ্রুত তাড়া করতে হবে ইংলিশদের। ৫০ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হলে, ইংল্যান্ডকে ৫.৪ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে। ৭৫ রান হলে, ৭. ৬ ওভারে তাড়া করতে হবে। ১০০ রান হলে, ৯. ৬ ওভারে তাড়া করতে হবে। ১২৫ রান হলে, ইংল্যান্ডকে ১১.৫ ওভারে তাড়া করতে হবে।
আজকের খেলা
ক্রিকেট
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩টা, সরাসরি
নাগরিক টিভি, টি স্পোর্টস
উইমেন’স প্রিমিয়ার লিগ
দিল্লি-বেঙ্গালুরু
রাত ৮টা, সরাসরি
স্টার স্পোর্টস ১
ফুটবল
বুন্দেসলিগা
সেন্ট পাওলি-বরুসিয়া ডর্টমুন্ড
রাত ৮টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ৫
ফ্রাঙ্কফুর্ট-লেভারকুসেন
রাত টা ১১টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ২
এফএ কাপ
ক্রিস্টাল প্যালেস-মিলওয়াল
সন্ধ্যা ৬টা ১৫ মি. সরাসরি
সনি টেন ৫
ম্যানচেস্টার সিটি-প্লাইমাউথ
রাত ১১টা ৪৫ মি. , সরাসরি
সনি টেন ২
টেনিস
ফাইনাল: দুবাই চ্যাম্পিয়নশিপ
রাত ৯টা, সরাসরি
ইউরোস্পোর্ট

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩৭ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে