Ajker Patrika

আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে, খেলা দেখবেন কোথায়
আফগানিস্তান না দক্ষিণ আফ্রিকা যাচ্ছে সেমিতে। ছবি: এএফপি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।

আফগানিস্তানের নেট রান রেট-০.৯৯০, সেমির আশা প্রায় নিভু নিভু। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ‍‍+ ২.১৪০। এ অবস্থায় আফগানিস্তান সেমির যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০৭ রানে হারতে হবে ইংল্যান্ডের কাছে (যদি ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নামে)। ইংল্যান্ডকে পুরো ৫০ ওভারই ব্যাটিং করতে হবে।

দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিং করে তাহলে সুযোগটা আরও বেশি থাকবে সেমিতে যাওয়ার। তারপরও আফগানদের সুযোগ আছে এখানেও। এ জন্য প্রোটিয়ারা যে লক্ষ্য দেবে, সেটি খুব দ্রুত তাড়া করতে হবে ইংলিশদের। ৫০ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হলে, ইংল্যান্ডকে ৫.৪ ওভারের মধ্যে রান তাড়া করতে হবে। ৭৫ রান হলে, ৭. ৬ ওভারে তাড়া করতে হবে। ১০০ রান হলে, ৯. ৬ ওভারে তাড়া করতে হবে। ১২৫ রান হলে, ইংল্যান্ডকে ১১.৫ ওভারে তাড়া করতে হবে।

আজকের খেলা

ক্রিকেট

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

বেলা ৩টা, সরাসরি

নাগরিক টিভি, টি স্পোর্টস

উইমেন’স প্রিমিয়ার লিগ

দিল্লি-বেঙ্গালুরু

রাত ৮টা, সরাসরি

স্টার স্পোর্টস ১

ফুটবল

বুন্দেসলিগা

সেন্ট পাওলি-বরুসিয়া ডর্টমুন্ড

রাত ৮টা ৩০ মি. , সরাসরি

সনি টেন ৫

ফ্রাঙ্কফুর্ট-লেভারকুসেন

রাত টা ১১টা ৩০ মি. , সরাসরি

সনি টেন ২

এফএ কাপ

ক্রিস্টাল প্যালেস-মিলওয়াল

সন্ধ্যা ৬টা ১৫ মি. সরাসরি

সনি টেন ৫

ম্যানচেস্টার সিটি-প্লাইমাউথ

রাত ১১টা ৪৫ মি. , সরাসরি

সনি টেন ২

টেনিস

ফাইনাল: দুবাই চ্যাম্পিয়নশিপ

রাত ৯টা, সরাসরি

ইউরোস্পোর্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত