Ajker Patrika

বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বাতিলও হতে পারে 

বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বাতিলও হতে পারে 

দরজায় কড়া নাড়ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। পরশু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে এই মাঠেই হওয়ার কথা জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। তবে টুর্নামেন্ট শুরুর আগে বাতিল হওয়ার দুঃসংবাদ শোনা যাচ্ছে। 

৪ অক্টোবরকে আগেই ‘ক্যাপ্টেনস ডে’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল (৪ অক্টোবর) ১০ দলের ১০ অধিনায়কের উপস্থিতিতে পর্দা উঠবে টুর্নামেন্টের। আজই সব অধিনায়কের আহমেদাবাদে পৌঁছে যাওয়ার কথা। তবে ওই দিন বেশ কিছু প্রস্তুতি ম্যাচ থাকায় কেউ কেউ আহমেদাবাদে অনুষ্ঠানের দিনই উপস্থিত হবেন। আর ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে পারে। তবে যথারীতি ক্যাপ্টেনস ডের অনুষ্ঠান হবে।

আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা উদ্বোধনী অনুষ্ঠান। রণবীর সিং, তামান্না ভাটিয়াসহ বলিউড তারকাদের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। সংগীত তারকা শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, আশা ভোঁসলেরও পারফর্ম করার কথা। তারকা সংগীত শিল্পী, বলিউড তারকারা যেমন মাতাবেন, তেমনি আকর্ষণীয় করে তুলতে থাকবে আতশবাজি আর লেজার শো। অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে ভারতীয় কৃষ্টি-কালচারও।

২০১৯ বিশ্বকাপের মতো এবারও হবে দশ দলের বিশ্বকাপ। ৪৫ দিন ব্যাপী টুর্নামেন্টে চলবে ৪৮ ম্যাচ। যার মধ্যে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে প্রথম রাউন্ডে হবে ৪৫ ম্যাচ। এরপর মুম্বাই ও কলকাতায় হবে দুই সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর ফাইনাল হবে আহমেদাবাদে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত