
তৃতীয় দিনের শেষ ওভারের খেলা চলছে তখন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩২৮ ছাড়িয়ে বাংলাদেশের স্কোর ৩৯৬ রান। টিম সাউদির বলটা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি ছাড়া করে দলের স্কোর ৪০০ রানের ঘরে নেন মেহেদি হাসান মিরাজ। এ নিয়ে গত পাঁচ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৪০০ ছাড়ানো তিনটি ইনিংস দেখল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার দলগুলোর খাবি খাওয়ার ইতিহাস নতুন নয়। বড় সাক্ষী তো বাংলাদেশও। তাসমান পাড়ের দেশটি থেকে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের সব কটিতে হারের তিক্ততা নিয়ে ফিরতে হয়েছে। সেখানে গত পাঁচ বছরে তিনটি ৪০০ ছাড়ানো ইনিংস একটু অবাক করা বটেই।
গত পাঁচ বছরে নিউজিল্যান্ডে অন্য দলগুলোর একটি মাত্র ৪০০ ছাড়ানো ইনিংস তথ্যটার মাহাত্ম্য আরও বাড়িয়ে দেয়। নিউজিল্যান্ডে বাংলাদেশের ৪০০ ছাড়ানো ইনিংস মোট চারটি। তবে গত পাঁচ বছরের হিসাবে প্রথমটি ২০১৭ সালে। ওয়েলিংটনে সেই টেস্টে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংসের সমাপ্তি টেনেছিল বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে অলআউট করে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টেস্টটা হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ৪০০ ছাড়ানো ইনিংসটি ২০১৯ সালে পরের সফরে হ্যামিলটনে। দ্বিতীয় টেস্টে ফলোঅনে পড়ে ৪২৯ রান করেও ইনিংস হার এড়াতে পারেনি বাংলাদেশ।
সর্বশেষটি তো এখনো তরতাজাই। মাউন্ট মঙ্গানুইয়ে আজ তৃতীয় দিনে ৪০১ রান করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এবারেরটিতে সুযোগ থাকছে আগের দুটিকে ছাড়িয়ে যাওয়ার। সেটা শুধু রানের সংখ্যায় নয়, খেলার ফলেও। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে স্বপ্নের মতো তিনটা দিন পার করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে এমন দাপট আগে কখনো দেখাতে পারেনি বাংলাদেশ।

তৃতীয় দিনের শেষ ওভারের খেলা চলছে তখন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩২৮ ছাড়িয়ে বাংলাদেশের স্কোর ৩৯৬ রান। টিম সাউদির বলটা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি ছাড়া করে দলের স্কোর ৪০০ রানের ঘরে নেন মেহেদি হাসান মিরাজ। এ নিয়ে গত পাঁচ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৪০০ ছাড়ানো তিনটি ইনিংস দেখল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার দলগুলোর খাবি খাওয়ার ইতিহাস নতুন নয়। বড় সাক্ষী তো বাংলাদেশও। তাসমান পাড়ের দেশটি থেকে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের সব কটিতে হারের তিক্ততা নিয়ে ফিরতে হয়েছে। সেখানে গত পাঁচ বছরে তিনটি ৪০০ ছাড়ানো ইনিংস একটু অবাক করা বটেই।
গত পাঁচ বছরে নিউজিল্যান্ডে অন্য দলগুলোর একটি মাত্র ৪০০ ছাড়ানো ইনিংস তথ্যটার মাহাত্ম্য আরও বাড়িয়ে দেয়। নিউজিল্যান্ডে বাংলাদেশের ৪০০ ছাড়ানো ইনিংস মোট চারটি। তবে গত পাঁচ বছরের হিসাবে প্রথমটি ২০১৭ সালে। ওয়েলিংটনে সেই টেস্টে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংসের সমাপ্তি টেনেছিল বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে অলআউট করে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টেস্টটা হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ৪০০ ছাড়ানো ইনিংসটি ২০১৯ সালে পরের সফরে হ্যামিলটনে। দ্বিতীয় টেস্টে ফলোঅনে পড়ে ৪২৯ রান করেও ইনিংস হার এড়াতে পারেনি বাংলাদেশ।
সর্বশেষটি তো এখনো তরতাজাই। মাউন্ট মঙ্গানুইয়ে আজ তৃতীয় দিনে ৪০১ রান করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এবারেরটিতে সুযোগ থাকছে আগের দুটিকে ছাড়িয়ে যাওয়ার। সেটা শুধু রানের সংখ্যায় নয়, খেলার ফলেও। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে স্বপ্নের মতো তিনটা দিন পার করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে এমন দাপট আগে কখনো দেখাতে পারেনি বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে