আজকের পত্রিকা ডেস্ক

প্রতিপক্ষ ব্যাটিং করলে ব্যাটিং উইকেট, বাংলাদেশ ব্যাটিং করলে সেটা বোলিং সহায়ক উইকেট। ভেন্যু, সংস্করণ যা-ই হোক না কেন, বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের চিত্রটা সহজে বদলানোর নয়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ এখন চোখে সর্ষেফুল দেখছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সাগরিকায় গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই রানের বন্যা বইয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ওপর চেপে বসা প্রোটিয়ারা আজ দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৫৭৫ রান করে প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেছে। দ্বিতীয় দিন বাংলাদেশ শেষ করেছে ৫৩৭ রানে পেছনে থেকে। এরই মধ্যে স্বাগতিকেরা হারিয়েছে ৪ উইকেট।
ব্যাটিংয়ে নেমে ১০ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে কাগিসো রাবাদাকে গ্ল্যান্স করতে যান সাদমান ইসলাম। এজ হওয়া বল ক্যাচ ধরেন উইকেটরক্ষক কাইল ভেরেইনে। যদিও সাদমান ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। এক ম্যাচ পর জাকির ফিরেও ইনিংস বড় করতে ব্যর্থ। ৮ বলে মাত্র ২ রান করেছেন। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে জাকিরকে ফিরিয়েছেন রাবাদা। ক্যাচ ধরেন উইকেটরক্ষক ভেরেইনে।
ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় কোনোমতে দুই অঙ্ক পেরিয়েছেন। ২১ বলে করেছেন ১০ রান। তাঁর উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসন। নাইট ওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। সপ্তম ওভারের শেষ বলে হাসানকে বোল্ড করেন কেশব মহারাজ। রান খরায় ভুগতে থাকা শান্ত ব্যাটিংয়ে নেমেছেন ৬ নম্বরে। বাংলাদেশ অধিনায়ক ৪ রান করে অপরাজিত। সেই চার এসেছে বাউন্ডারি থেকে। মুমিনুল হক ব্যাটিং করছেন ৬ রানে। স্বাগতিকেরা ৯ ওভার ব্যাটিং করতে পেরেছে দ্বিতীয় দিনে।
২ উইকেটে ৩০৭ রানে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তাইজুলের ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৯১ রান। প্রোটিয়াদের ৫০০ রানের আগে অলআউট করার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। ৬ উইকেটে ৫২৭ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। যা বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্টে চতুর্থ সর্বোচ্চ স্কোর। এশিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৫৮৭ রানের কীর্তি প্রোটিয়ারা গড়েছিল ২০০৮ সালে। চট্টগ্রামে তখন ৬ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা। সেই রেকর্ডটা ভাঙার কাছাকাছি গিয়েও করল না প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে ১১০ ওভারে ৫ উইকেটে ৪১৩ রান করে আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ১১৪তম ওভারের দ্বিতীয় বলে রায়ান রিকেলটনকে ফেরান নাহিদ রানা। এজ হওয়া বল ক্যাচ ধরেন টেস্টে অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। ৪১ বলে ১ চারে ১২ রান করেন রিকেলটন। প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ১১৩.২ ওভারে ৬ উইকেটে ৪২৩ রান।
৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন সেনুরান মুথুসামি। সপ্তম উইকেটে তাঁর সঙ্গে উইয়ান মুলডারের জুটিটা বেশ জমে উঠেছে। টেস্টে তাঁরা (মুলডার-মুথুসামি) খেলছেন ওয়ানডে মেজাজে। সপ্তম উইকেটে ১৮৬ বলে ১৫২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন এই দুই ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মুলডার তুলেছেন ছক্কা মেরে। ১৪৫তম ওভারের দ্বিতীয় বলে তাইজুল ইসলামকে ছক্কা মেরে মুলডারের দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। ১৫০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া এই অলরাউন্ডার। মুথুসামি ৭৫ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার মেরেছেন ৫ চার ও ২ ছক্কা।

প্রতিপক্ষ ব্যাটিং করলে ব্যাটিং উইকেট, বাংলাদেশ ব্যাটিং করলে সেটা বোলিং সহায়ক উইকেট। ভেন্যু, সংস্করণ যা-ই হোক না কেন, বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের চিত্রটা সহজে বদলানোর নয়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ এখন চোখে সর্ষেফুল দেখছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সাগরিকায় গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিন থেকেই রানের বন্যা বইয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ওপর চেপে বসা প্রোটিয়ারা আজ দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৫৭৫ রান করে প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেছে। দ্বিতীয় দিন বাংলাদেশ শেষ করেছে ৫৩৭ রানে পেছনে থেকে। এরই মধ্যে স্বাগতিকেরা হারিয়েছে ৪ উইকেট।
ব্যাটিংয়ে নেমে ১০ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে কাগিসো রাবাদাকে গ্ল্যান্স করতে যান সাদমান ইসলাম। এজ হওয়া বল ক্যাচ ধরেন উইকেটরক্ষক কাইল ভেরেইনে। যদিও সাদমান ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। এক ম্যাচ পর জাকির ফিরেও ইনিংস বড় করতে ব্যর্থ। ৮ বলে মাত্র ২ রান করেছেন। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে জাকিরকে ফিরিয়েছেন রাবাদা। ক্যাচ ধরেন উইকেটরক্ষক ভেরেইনে।
ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয় কোনোমতে দুই অঙ্ক পেরিয়েছেন। ২১ বলে করেছেন ১০ রান। তাঁর উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসন। নাইট ওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। সপ্তম ওভারের শেষ বলে হাসানকে বোল্ড করেন কেশব মহারাজ। রান খরায় ভুগতে থাকা শান্ত ব্যাটিংয়ে নেমেছেন ৬ নম্বরে। বাংলাদেশ অধিনায়ক ৪ রান করে অপরাজিত। সেই চার এসেছে বাউন্ডারি থেকে। মুমিনুল হক ব্যাটিং করছেন ৬ রানে। স্বাগতিকেরা ৯ ওভার ব্যাটিং করতে পেরেছে দ্বিতীয় দিনে।
২ উইকেটে ৩০৭ রানে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তাইজুলের ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে সফরকারীদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩৯১ রান। প্রোটিয়াদের ৫০০ রানের আগে অলআউট করার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। ৬ উইকেটে ৫২৭ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। যা বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্টে চতুর্থ সর্বোচ্চ স্কোর। এশিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৫৮৭ রানের কীর্তি প্রোটিয়ারা গড়েছিল ২০০৮ সালে। চট্টগ্রামে তখন ৬ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করেছিল প্রোটিয়ারা। সেই রেকর্ডটা ভাঙার কাছাকাছি গিয়েও করল না প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে ১১০ ওভারে ৫ উইকেটে ৪১৩ রান করে আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই উইকেট হারায় প্রোটিয়ারা। ১১৪তম ওভারের দ্বিতীয় বলে রায়ান রিকেলটনকে ফেরান নাহিদ রানা। এজ হওয়া বল ক্যাচ ধরেন টেস্টে অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। ৪১ বলে ১ চারে ১২ রান করেন রিকেলটন। প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ১১৩.২ ওভারে ৬ উইকেটে ৪২৩ রান।
৮ নম্বরে ব্যাটিংয়ে নামেন সেনুরান মুথুসামি। সপ্তম উইকেটে তাঁর সঙ্গে উইয়ান মুলডারের জুটিটা বেশ জমে উঠেছে। টেস্টে তাঁরা (মুলডার-মুথুসামি) খেলছেন ওয়ানডে মেজাজে। সপ্তম উইকেটে ১৮৬ বলে ১৫২ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন এই দুই ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি মুলডার তুলেছেন ছক্কা মেরে। ১৪৫তম ওভারের দ্বিতীয় বলে তাইজুল ইসলামকে ছক্কা মেরে মুলডারের দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। ১৫০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১০৫ রান করে অপরাজিত থাকেন প্রোটিয়া এই অলরাউন্ডার। মুথুসামি ৭৫ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার মেরেছেন ৫ চার ও ২ ছক্কা।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে