ক্রীড়া ডেস্ক
ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফির চলতি মৌসুমে হচ্ছে দারুণ সব কীর্তি। কয়েক দিন আগেই গুজরাটের উর্বিল প্যাটেল করেছিলেন ২৮ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি। আজ দিল্লি ও মণিপুরের ম্যাচে বিরল ঘটনা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম নজির—কোনো দলের একাদশে থাকা সব ক্রিকেটারই বোলিং করেছেন ম্যাচে।
‘সি’ গ্রুপের ম্যাচে মণিপুরের বিপক্ষে দিল্লির ১১ ক্রিকেটারই বোলিং করেছেন আজ। দিল্লিও জিতল ৪ উইকেটে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২০ রান তোলে মণিপুর। দিল্লির বোলিং বৈচিত্র্যে রীতিমতো খাবি খেয়েছেন মণিপুরের ব্যাটাররা। প্রথম ছয় ব্যাটারের মধ্যে পাঁচজন দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
শেষ দিকে অধিনায়ক রেক্স রাজকুমারের ১৮ বলে ২৩, আহমেদ শাহর ৩০ বলে ৩২ ও কিশান সিংহের ১৪ রানের কল্যাণে ১২০ রান তোলে মণিপুর। দিল্লির হার্শ তেয়াগি ও দিগভেশ রাঠি দুটি করে উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ জন বোলারের বোলিং করার ঘটনাও আগে কখনো ছিল না। এক ইনিংসে সর্বোচ্চ ছিল ৯ বোলার, ৩২ বার দেখা গেছে। দিল্লির কোনো বোলারই চার ওভারের কোটা পূরণ করতে পারেননি। তিনজন বোলিং করেন তিন ওভার করে, দুই ওভার করে তিনজন। বাকি পাঁচজন করেন এক ওভার করে।
স্বীকৃত ক্রিকেটে ১২ তম ম্যাচে এসে প্রথমবার বোলিং করেন উইকেটরক্ষক আনুজ রাওয়াত। তার এক ওভার থেকে আসে ১৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার বোলিং করেন ইয়াশ ডুল ও আইপিএলের নিলামে ঝড় তোলা প্রিয়ান্শ আরিয়া। একটি করে ওভার করেছেন অভিষিক্ত আয়ুশ সিং, আখিল চৌধুরী, দিগভেশ রাঠি ও আরিয়া রানা।
ইয়াশ ডুলের ফিফটিতে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে ১২১ রানের লক্ষ্য তাড়া করেছে দিল্লি। ওপেনার ডুল ৫০ বলে করেছেন ৫৯ রান। ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। মণিপুরের বিশ্বজিৎ কনথৌজাম নিয়েছেন দুই উইকেট।
‘সি’ গ্রুপে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবগুলোয় জয় তুলে নিয়েছে দিল্লি। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও তারা। মণিপুরের অবস্থান ঠিক বিপরীত মেরুতে। ৪ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান গ্রুপে সবার নিচে।
ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফির চলতি মৌসুমে হচ্ছে দারুণ সব কীর্তি। কয়েক দিন আগেই গুজরাটের উর্বিল প্যাটেল করেছিলেন ২৮ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি। আজ দিল্লি ও মণিপুরের ম্যাচে বিরল ঘটনা। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম নজির—কোনো দলের একাদশে থাকা সব ক্রিকেটারই বোলিং করেছেন ম্যাচে।
‘সি’ গ্রুপের ম্যাচে মণিপুরের বিপক্ষে দিল্লির ১১ ক্রিকেটারই বোলিং করেছেন আজ। দিল্লিও জিতল ৪ উইকেটে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২০ রান তোলে মণিপুর। দিল্লির বোলিং বৈচিত্র্যে রীতিমতো খাবি খেয়েছেন মণিপুরের ব্যাটাররা। প্রথম ছয় ব্যাটারের মধ্যে পাঁচজন দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
শেষ দিকে অধিনায়ক রেক্স রাজকুমারের ১৮ বলে ২৩, আহমেদ শাহর ৩০ বলে ৩২ ও কিশান সিংহের ১৪ রানের কল্যাণে ১২০ রান তোলে মণিপুর। দিল্লির হার্শ তেয়াগি ও দিগভেশ রাঠি দুটি করে উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ জন বোলারের বোলিং করার ঘটনাও আগে কখনো ছিল না। এক ইনিংসে সর্বোচ্চ ছিল ৯ বোলার, ৩২ বার দেখা গেছে। দিল্লির কোনো বোলারই চার ওভারের কোটা পূরণ করতে পারেননি। তিনজন বোলিং করেন তিন ওভার করে, দুই ওভার করে তিনজন। বাকি পাঁচজন করেন এক ওভার করে।
স্বীকৃত ক্রিকেটে ১২ তম ম্যাচে এসে প্রথমবার বোলিং করেন উইকেটরক্ষক আনুজ রাওয়াত। তার এক ওভার থেকে আসে ১৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার বোলিং করেন ইয়াশ ডুল ও আইপিএলের নিলামে ঝড় তোলা প্রিয়ান্শ আরিয়া। একটি করে ওভার করেছেন অভিষিক্ত আয়ুশ সিং, আখিল চৌধুরী, দিগভেশ রাঠি ও আরিয়া রানা।
ইয়াশ ডুলের ফিফটিতে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে ১২১ রানের লক্ষ্য তাড়া করেছে দিল্লি। ওপেনার ডুল ৫০ বলে করেছেন ৫৯ রান। ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। মণিপুরের বিশ্বজিৎ কনথৌজাম নিয়েছেন দুই উইকেট।
‘সি’ গ্রুপে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবগুলোয় জয় তুলে নিয়েছে দিল্লি। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও তারা। মণিপুরের অবস্থান ঠিক বিপরীত মেরুতে। ৪ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান গ্রুপে সবার নিচে।
তাইজুল ইসলাম যে রানের ফুলঝুরি ছোটাচ্ছেন, ব্যাপারটা তেমন নয়। তবে টেস্টে যেভাবে তিনি মাটি কামড়ে পড়ে থাকতে পারেন, সেটা বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা বেশির ভাগ সময় পারেন না। ধৈর্যের পরীক্ষায় তিনি পেছনে ফেলেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে।
১ ঘণ্টা আগেআফগানিস্তানে নারীদের অধিকার নিয়ে আলোচনা চলছে গত কয়েক বছর ধরে। কারণ, তালেবান ২০২১ সালে ক্ষমতায় আসার পর নারীদের শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করেছে আফগানিস্তানে। আফগান নারীদের শিক্ষার অধিকার নিয়ে সরব হয়েছেন মোহাম্মদ নবী, রশিদ খানসহ দেশটির তারকা ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগেতিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার তারা মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রথম দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ পাকিস্তানের সামনে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তান নিজেদের একাদশ জানিয়েছে।
৩ ঘণ্টা আগে