
বড় হারে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পথচলা শুরু হয় যুক্তরাষ্ট্রের। অন্যদিকে বাংলাদেশ দুই ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ যুক্তরাষ্ট্রকে হারালে সুপার সিক্স নিশ্চিত হবে বাংলাদেশের। সেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা চাপে রয়েছে বাংলাদেশ।
ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক রিশি রমেশ। শুরু থেকেই বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিকি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। ওভারপ্রতি চারেরও কম রান থাকে বাংলাদেশের। এরই মধ্যে দলীয় ২৯ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। নবম ওভারের চতুর্থ বলে আদিলকে ফেরান আর্য গর্গ। ২৮ বলে ২ চারে ১৩ রান করেন আদিল।
প্রথম উইকেট পড়ার পর ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। প্রথম ১০ ওভারে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৩৮ রান। এরপর ধীরে ধীরে রান তোলার গতি তুলনামূলক বেশি থাকে বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৩৮ রানের জুটি গড়েন রিজওয়ান ও শিবলি। ১৬তম ওভারের তৃতীয় বলে শিবলিকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিন নাদকার্নি।
দুই ওপেনার আদিল ও শিবলি ফেরার পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫.৩ ওভারে ২ উইকেটে ৬৭ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন আরিফুল ইসলাম। তবে আরিফুলের সঙ্গে জুটিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি রিজওয়ানের। দলীয় ৯৪ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ২৩তম ওভারের পঞ্চম বলে রিজওয়ানকে ফেরান পার্থ প্যাটেল। তিন উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন আহরার আমিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩৪ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান। ২৬ বলে ১৬ রানে ব্যাটিং করছেন আহরার। অন্যদিকে ৬৫ বলে ৩ চারে ৫০ রানে অপরাজিত আছেন আরিফুল।

বড় হারে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পথচলা শুরু হয় যুক্তরাষ্ট্রের। অন্যদিকে বাংলাদেশ দুই ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ যুক্তরাষ্ট্রকে হারালে সুপার সিক্স নিশ্চিত হবে বাংলাদেশের। সেখানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিছুটা চাপে রয়েছে বাংলাদেশ।
ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র অধিনায়ক রিশি রমেশ। শুরু থেকেই বাংলাদেশের দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিকি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। ওভারপ্রতি চারেরও কম রান থাকে বাংলাদেশের। এরই মধ্যে দলীয় ২৯ রানে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। নবম ওভারের চতুর্থ বলে আদিলকে ফেরান আর্য গর্গ। ২৮ বলে ২ চারে ১৩ রান করেন আদিল।
প্রথম উইকেট পড়ার পর ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। প্রথম ১০ ওভারে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৩৮ রান। এরপর ধীরে ধীরে রান তোলার গতি তুলনামূলক বেশি থাকে বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৩৮ রানের জুটি গড়েন রিজওয়ান ও শিবলি। ১৬তম ওভারের তৃতীয় বলে শিবলিকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিন নাদকার্নি।
দুই ওপেনার আদিল ও শিবলি ফেরার পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫.৩ ওভারে ২ উইকেটে ৬৭ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে নামেন আরিফুল ইসলাম। তবে আরিফুলের সঙ্গে জুটিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি রিজওয়ানের। দলীয় ৯৪ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট। ২৩তম ওভারের পঞ্চম বলে রিজওয়ানকে ফেরান পার্থ প্যাটেল। তিন উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন আহরার আমিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩৪ ওভারে ৩ উইকেটে ১৪৮ রান। ২৬ বলে ১৬ রানে ব্যাটিং করছেন আহরার। অন্যদিকে ৬৫ বলে ৩ চারে ৫০ রানে অপরাজিত আছেন আরিফুল।

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালের অপেক্ষা ফুরাল মরক্কোর। শুক্রবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে মরক্কানরা। এর মাধ্যমে ২২ বছর পর আফ্রিকার শ্রেষ্ঠত্বের মঞ্চের সেমিফাইনালে পা রাখল দলটি।
৩৪ মিনিট আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
১৩ ঘণ্টা আগে