ক্রীড়া ডেস্ক

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচে সেভাবে সুবিধা করতে পারেনি নুরুল হাসান সোহানের দল। সিলেটে প্রথম ম্যাচে হেরেছিল ৭০ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর। জিতলেই শুধু সিরিজ হার এড়ানো সম্ভব ছিল। তবে সেটি করতে পারেননি সোহান-মোহাম্মদ নাইমরা। ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে চার দিনের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড ‘এ’ দল।
মাঠে খেলেছে দুই দল, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা প্রকৃতির হাতেই চলে যায়। বৃষ্টির থাবায় চার দিনের ম্যাচে প্রতিযোগিতার চেয়ে প্রতীক্ষা যেন বেশি ছিল। প্রথম তিন দিনে বৃষ্টির বাধায় একাধিকবার খেলা বন্ধ হয়েছে। দুই ইনিংস পুরোপুরি ব্যাটিং করা সম্ভব হয়েছে। প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানদের ৩৫৭ রানের জবাবে নিক কেলির সেঞ্চুরিতে ৩৭৯ রান করে নিউজিল্যান্ড।
২২ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৭ রান তুলল। নিষ্প্রভ ড্র স্পষ্ট দেখে বেলা সাড়ে ৩টায় দুই দল খেলা আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ড্র হলো চার দিনের দ্বিতীয় ম্যাচ।
গতকাল তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৭৭ রান তুলেছিল কিউইরা। দিন শেষে ৮৩ রান নিয়ে অপরাজিত ছিলেন নিক কেলি। তাঁর সঙ্গী ম্যাট বয়েল ব্যাটিং করছিলেন ৪৪ রানে। বয়েল আজ ফেরেন ৫৮ রানে। ১০৩ রান এল কেলির ব্যাট থেকে। ম্যাচসেরাও হয়েছেন এই ব্যাটার। প্রথম ম্যাচেও করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। বাংলাদেশের নাঈম হাসান ৪টি ও খালেদ আহমেদ শিকার করেছেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ২৪ ও দুই নম্বরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ফেরেন ১৬ রানে। আরেক ওপেনার জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রানে অপরাজিত ছিলেন।

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচে সেভাবে সুবিধা করতে পারেনি নুরুল হাসান সোহানের দল। সিলেটে প্রথম ম্যাচে হেরেছিল ৭০ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ ছিল ঘুরে দাঁড়ানোর। জিতলেই শুধু সিরিজ হার এড়ানো সম্ভব ছিল। তবে সেটি করতে পারেননি সোহান-মোহাম্মদ নাইমরা। ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। তাতে ১-০ ব্যবধানে চার দিনের সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড ‘এ’ দল।
মাঠে খেলেছে দুই দল, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা প্রকৃতির হাতেই চলে যায়। বৃষ্টির থাবায় চার দিনের ম্যাচে প্রতিযোগিতার চেয়ে প্রতীক্ষা যেন বেশি ছিল। প্রথম তিন দিনে বৃষ্টির বাধায় একাধিকবার খেলা বন্ধ হয়েছে। দুই ইনিংস পুরোপুরি ব্যাটিং করা সম্ভব হয়েছে। প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানদের ৩৫৭ রানের জবাবে নিক কেলির সেঞ্চুরিতে ৩৭৯ রান করে নিউজিল্যান্ড।
২২ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৭ রান তুলল। নিষ্প্রভ ড্র স্পষ্ট দেখে বেলা সাড়ে ৩টায় দুই দল খেলা আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ড্র হলো চার দিনের দ্বিতীয় ম্যাচ।
গতকাল তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ২৭৭ রান তুলেছিল কিউইরা। দিন শেষে ৮৩ রান নিয়ে অপরাজিত ছিলেন নিক কেলি। তাঁর সঙ্গী ম্যাট বয়েল ব্যাটিং করছিলেন ৪৪ রানে। বয়েল আজ ফেরেন ৫৮ রানে। ১০৩ রান এল কেলির ব্যাট থেকে। ম্যাচসেরাও হয়েছেন এই ব্যাটার। প্রথম ম্যাচেও করেছিলেন দারুণ এক সেঞ্চুরি। বাংলাদেশের নাঈম হাসান ৪টি ও খালেদ আহমেদ শিকার করেছেন ৩ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ওপেনার এনামুল হক বিজয় ২৪ ও দুই নম্বরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ফেরেন ১৬ রানে। আরেক ওপেনার জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রানে অপরাজিত ছিলেন।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
৪ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে