
এক সপ্তাহের ব্যবধানে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি অবনতি দেখলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা টেস্টের পর র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করা সাকিব সেন্ট লুসিয়া টেস্টের পর এক ধাপ নিচে নেমে গেছেন। ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান এখন তিনে।
টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের পেছানোর দিনে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া সোহান ১৪ ধাপ এগিয়ে ৮৪ নম্বরে এসেছেন। শান্ত ১১ ধাপ এগিয়ে রয়েছেন ৮৮ নম্বরে।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। দুই ইনিংসেই ফিফটি করে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চার থেকে দুইয়ে এসেছিলেন সাকিব। কিন্তু সেন্ট লুসিয়া টেস্টে ব্যাটিং, বোলিং কোনো বিভাগেই সুবিধা করতে পারেননি। দুই ইনিংসেই বল হাতে ছিলেন উইকেটশূন্য। আর ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ২৪ রান। এমন পারফরম্যান্সের পর এবার টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই থেকে তিনে নেমে গেছেন।
সাকিব ৩ নম্বরে নেমে যাওয়ায় দুয়ে উঠে এসেছেন ভারতের অফ স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৩৪১। আর আগে থেকে এক নম্বরে থাকা রবিন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৩৮৫।

এক সপ্তাহের ব্যবধানে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উন্নতি অবনতি দেখলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা টেস্টের পর র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করা সাকিব সেন্ট লুসিয়া টেস্টের পর এক ধাপ নিচে নেমে গেছেন। ৩২৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান এখন তিনে।
টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের পেছানোর দিনে টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত। দুই টেস্টেই দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া সোহান ১৪ ধাপ এগিয়ে ৮৪ নম্বরে এসেছেন। শান্ত ১১ ধাপ এগিয়ে রয়েছেন ৮৮ নম্বরে।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। দুই ইনিংসেই ফিফটি করে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চার থেকে দুইয়ে এসেছিলেন সাকিব। কিন্তু সেন্ট লুসিয়া টেস্টে ব্যাটিং, বোলিং কোনো বিভাগেই সুবিধা করতে পারেননি। দুই ইনিংসেই বল হাতে ছিলেন উইকেটশূন্য। আর ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ২৪ রান। এমন পারফরম্যান্সের পর এবার টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই থেকে তিনে নেমে গেছেন।
সাকিব ৩ নম্বরে নেমে যাওয়ায় দুয়ে উঠে এসেছেন ভারতের অফ স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের রেটিং পয়েন্ট ৩৪১। আর আগে থেকে এক নম্বরে থাকা রবিন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৩৮৫।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৬ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৯ ঘণ্টা আগে