
চট্টগ্রাম টেস্টের প্রথম দুই দিনে নির্বিষ বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও একের পর পর ভুল করেছে বাংলাদেশ। ব্যর্থতার চিত্রটা দেখা গেল স্বাগতিকদের ব্যাটিংয়েও। চট্টগ্রামের চিরায়ত ব্যাটিং-বান্ধব উইকেটে শ্রীলঙ্কা যেখানে করল প্রথম ইনিংসে ৫৩১, সেখানে স্বাগতিকেরা অলআউট ১৭৮ রানে!
সিরিজের প্রথম টেস্টেরই যেন পুনরাবৃত্তি চট্টগ্রামে। সিলেটে লঙ্কান পেসারদের সামনে নাজমুল হোসেন শান্তরা দাঁড়াতেই পারেননি। তার জন্য হালকা ঘাসের উইকেটকে না হয় দোষ দেওয়া যায়। কিন্তু চট্টগ্রামে! ব্যর্থতার এই দায়টা কাকে দেবেন? দায়টা অবশ্য পুরো দলের ঘাড়েই দিলেন জাকির হাসান, ‘আসলে কারণটা আর কী বলব, আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। কেউ সম্ভাবনা অনুযায়ী পারফর্ম করতে পারি নাই।’
নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে গতকাল তৃতীয় দিন শুরু করেছিলেন জাকির। তাঁর ৫৪ রানের ইনিংসটি যা একটু উল্লেখ করার মতন, সঙ্গে মুমিনুল হকের ৩৩ রানের লড়াই। বাকিরা এলেন আর গেলেন। দুঃসময়ে ঢাল হতে পারেননি সাকিব আল হাসানও। এমন ব্যর্থতার পেছনে কি তবে পরিকল্পনার অভাব ছিল? এ নিয়ে জাকিরের উত্তর, ‘আমাদের যে কাজটা করার সেটা করতে পারিনি। আসলে ওই পরিকল্পনা থাকে মনে...মানে প্রথম পরিকল্পনাটা যদি কাজে লাগাতে পারি তখন ওই পরিকল্পনাটা করা উচিত।’
টানা দুই টেস্টে ব্যাটিং ব্যর্থতা। ঘাটতিটা কোথায় সেটি যেন এখনো খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। আজ তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জাকিরও এ নিয়ে প্রশ্নের বলটা ঠেলে দিলেন কোচদের দিকে, ‘আসলে সবার যে জিনিসটা সেটা আমি বলতে পারব না। কোচ বা যারা আছেন তারা বলতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে, শট নির্বাচনে একটু সতর্ক হলে ভালো।’

চট্টগ্রাম টেস্টের প্রথম দুই দিনে নির্বিষ বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও একের পর পর ভুল করেছে বাংলাদেশ। ব্যর্থতার চিত্রটা দেখা গেল স্বাগতিকদের ব্যাটিংয়েও। চট্টগ্রামের চিরায়ত ব্যাটিং-বান্ধব উইকেটে শ্রীলঙ্কা যেখানে করল প্রথম ইনিংসে ৫৩১, সেখানে স্বাগতিকেরা অলআউট ১৭৮ রানে!
সিরিজের প্রথম টেস্টেরই যেন পুনরাবৃত্তি চট্টগ্রামে। সিলেটে লঙ্কান পেসারদের সামনে নাজমুল হোসেন শান্তরা দাঁড়াতেই পারেননি। তার জন্য হালকা ঘাসের উইকেটকে না হয় দোষ দেওয়া যায়। কিন্তু চট্টগ্রামে! ব্যর্থতার এই দায়টা কাকে দেবেন? দায়টা অবশ্য পুরো দলের ঘাড়েই দিলেন জাকির হাসান, ‘আসলে কারণটা আর কী বলব, আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। কেউ সম্ভাবনা অনুযায়ী পারফর্ম করতে পারি নাই।’
নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে গতকাল তৃতীয় দিন শুরু করেছিলেন জাকির। তাঁর ৫৪ রানের ইনিংসটি যা একটু উল্লেখ করার মতন, সঙ্গে মুমিনুল হকের ৩৩ রানের লড়াই। বাকিরা এলেন আর গেলেন। দুঃসময়ে ঢাল হতে পারেননি সাকিব আল হাসানও। এমন ব্যর্থতার পেছনে কি তবে পরিকল্পনার অভাব ছিল? এ নিয়ে জাকিরের উত্তর, ‘আমাদের যে কাজটা করার সেটা করতে পারিনি। আসলে ওই পরিকল্পনা থাকে মনে...মানে প্রথম পরিকল্পনাটা যদি কাজে লাগাতে পারি তখন ওই পরিকল্পনাটা করা উচিত।’
টানা দুই টেস্টে ব্যাটিং ব্যর্থতা। ঘাটতিটা কোথায় সেটি যেন এখনো খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। আজ তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জাকিরও এ নিয়ে প্রশ্নের বলটা ঠেলে দিলেন কোচদের দিকে, ‘আসলে সবার যে জিনিসটা সেটা আমি বলতে পারব না। কোচ বা যারা আছেন তারা বলতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে, শট নির্বাচনে একটু সতর্ক হলে ভালো।’

এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটারদের কল্যাণের সংগঠনে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। আজও তাঁর দাবি একটাই। নাজমুল পদত্যাগ না করলে মাঠে না নামার ঘোষণা দিয়েছেন তিনি।
২ মিনিট আগে
সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে মিরপুরে চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচের প্রথম ইনিংস শেষ হয়ে যেত। বেলা ১টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। তবে ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবর্তে চলে গেছেন বনানি শেরাটন হোটেলে। নির্ধারিত সময়ে তাই দুপুরের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
১৪ মিনিট আগে
ছেলেদের সাফে গতকাল লড়াই হলো বেশ। অথচ মেয়েদের সাফে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দারুণ জয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে আজ ৩-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল।
৩৯ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
২ ঘণ্টা আগে