ক্রীড়া ডেস্ক

তাসকিন আহমেদের বলে ওবেদ ম্যাকয় বোল্ড হতেই বাংলাদেশ লিখল নতুন ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। এ বছরের অক্টোবরে ফিল সিমন্স প্রধান কোচ হওয়ারই বাংলাদেশ এমন অর্জন করেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৪৭ ও ১২৯ রান করেও জিতেছে। যার মধ্যে প্রথম ম্যাচে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচেই লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ জিতেছে হেসেখেলে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৮০ রানে। উইন্ডিজকে ধবলধোলাইয়ের পর প্রধান কোচ সিমন্সের প্রশংসা করেছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তিনি (সিমন্স) আমাদের কখনোই চাপ দেননি। আমরা স্বাধীনভাবে ক্রিকেট খেলেছি। শুধু তিনিই নন, কোচিং স্টাফের সবাই ও টিম ম্যানেজমেন্ট সহায়তা করেছে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে ৮ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ। যার মধ্যে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলেও বাংলাদেশ ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে ৬ ম্যাচ (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি) খেলে আজই লিটন দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। সেন্ট ভিনসেন্টে আজ করেছেন ১৩ বলে ১৪ রান। টি-টোয়েন্টি সিরিজ জয়ের মুহূর্তে লিটন স্মরণ করেছেন টেস্ট ও ওয়ানডে সিরিজের কথা,‘আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল।’
ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করা তো চাট্টিখানি কথা নয়। কারণ, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ক্যারিবীয় ব্যাটাররা বিস্ফোরক ব্যাটিংয়ের অভ্যাস রপ্ত করেছেন। সেন্ট ভিনসেন্টে আজ ব্যাটিংবান্ধব উইকেটে ১৮৯ রান করে বাংলাদেশ যে ৮০ রানে জিতেছে, তাতে বোলারদের কৃতিত্ব দিতে হবে। শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন সিরিজজুড়ে। তৃতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমরা দিন দিন উন্নতি করছি। এই উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। আমাদের বোলাররা যে দৃঢ়তা দেখিয়েছে, সেটা অবিশ্বাস্য। তাদের (ওয়েস্ট ইন্ডিজ) ভালো ব্যাটার আছে। পাওয়ারহিটারও আছে তাদের। ১৯০ রান ডিফেন্ড করাটা অনেক বড় অর্জন।’

তাসকিন আহমেদের বলে ওবেদ ম্যাকয় বোল্ড হতেই বাংলাদেশ লিখল নতুন ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ। এ বছরের অক্টোবরে ফিল সিমন্স প্রধান কোচ হওয়ারই বাংলাদেশ এমন অর্জন করেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১৪৭ ও ১২৯ রান করেও জিতেছে। যার মধ্যে প্রথম ম্যাচে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচেই লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ জিতেছে হেসেখেলে। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৮০ রানে। উইন্ডিজকে ধবলধোলাইয়ের পর প্রধান কোচ সিমন্সের প্রশংসা করেছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তিনি (সিমন্স) আমাদের কখনোই চাপ দেননি। আমরা স্বাধীনভাবে ক্রিকেট খেলেছি। শুধু তিনিই নন, কোচিং স্টাফের সবাই ও টিম ম্যানেজমেন্ট সহায়তা করেছে।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে ৮ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ। যার মধ্যে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলেও বাংলাদেশ ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে ৬ ম্যাচ (৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি) খেলে আজই লিটন দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। সেন্ট ভিনসেন্টে আজ করেছেন ১৩ বলে ১৪ রান। টি-টোয়েন্টি সিরিজ জয়ের মুহূর্তে লিটন স্মরণ করেছেন টেস্ট ও ওয়ানডে সিরিজের কথা,‘আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। তবে আমাদের আত্মবিশ্বাস ছিল।’
ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করা তো চাট্টিখানি কথা নয়। কারণ, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ক্যারিবীয় ব্যাটাররা বিস্ফোরক ব্যাটিংয়ের অভ্যাস রপ্ত করেছেন। সেন্ট ভিনসেন্টে আজ ব্যাটিংবান্ধব উইকেটে ১৮৯ রান করে বাংলাদেশ যে ৮০ রানে জিতেছে, তাতে বোলারদের কৃতিত্ব দিতে হবে। শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা প্রয়োজনের মুহূর্তে বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন সিরিজজুড়ে। তৃতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আমরা দিন দিন উন্নতি করছি। এই উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। আমাদের বোলাররা যে দৃঢ়তা দেখিয়েছে, সেটা অবিশ্বাস্য। তাদের (ওয়েস্ট ইন্ডিজ) ভালো ব্যাটার আছে। পাওয়ারহিটারও আছে তাদের। ১৯০ রান ডিফেন্ড করাটা অনেক বড় অর্জন।’

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
২৫ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৩৯ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে